
কুমিল্লা ও গাইবান্ধায় কারাগারে বসে ছয়জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে কুমিল্লা কারাগারেই চারজন। আর দুজন গাইবান্ধায়, তারা হত্যা মামলার আসামি।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার অধীনে এসএসসি পরীক্ষার প্রথম দিন রোববার (৩০ এপ্রিল) কুমিল্লা কারাগারে বসে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছে এক ছাত্রীসহ তিন পরীক্ষার্থী। গণিত বিষয়ে আরও এক কারাবন্দী শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। তারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কুমিল্লা জেলহাজতে রয়েছে।
আদালতের অনুমতি নিয়ে কারাগারে থেকে পরীক্ষা দিয়েছে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত তাবাসুম মিম, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মাহমুদা বেগম উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী মো. সজীব উদ্দিন এবং নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত।
কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বোর্ড সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০৩-এর বিচারকের নির্দেশনায় কারাগারে থেকে রোববার পরীক্ষায় অংশ নেয় মেঘনা উপজেলার মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত তাবাসুম মিম। লক্ষ্মীপুরের রামগতির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে পরীক্ষা দিচ্ছে রামগতি মাহমুদা বেগম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. সজীব উদ্দিন। আর নোয়াখালীর (আমলি আদালত-৮) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে পরীক্ষা দিচ্ছে সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী আরাফাত।
এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামি কারাগারে থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। তারা হলো উপজেলার শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামের মো. আতাউর রহমানের ছেলে মো. আবদুর রাজ্জাক মিয়া এবং একই গ্রামের মো. ফরিদুল ইসলামের ছেলে মো. বাদশা মিয়া। দুজনেই বেলকা এমসি উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। তাদের ধর্মপুর ডিডি এম উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়ার কথা ছিল।
এ তথ্য নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম। তিনি বলেন, ‘কারাগারের পরীক্ষাকক্ষে ডেপুটি জেলার ও একজন সহকারী শিক্ষকসহ পুলিশ কনস্টেবল উপস্থিত ছিলেন। তারা দুজনেই পরীক্ষা ভালোভাবেই শেষ করেছে বলেও জানিয়েছেন জেল সুপার মো. নজরুল ইসলাম।’
উল্লেখ্য, গত বছরের ১৪ জুলাই বেলকা এমসি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার রহমান শিহাবকে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। ঘটনার পরদিন ১৫ জুলাই শিহাবের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয় কাপাসিয়া ইউনিয়নের তিস্তা নদী থেকে। ১৬ জুলাই অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন শিহাবের বাবা মো. আনিছুর রহমান। পরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। মো. জিন্নাহ মিয়া নামে আরেক আসামি জামিনে মুক্তি পেয়েছে।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৮ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে