Ajker Patrika

টেকনাফে মিনিবাসের ধাক্কায় টমটমের চার শিক্ষার্থীসহ আহত ৫

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৪৪
টেকনাফে মিনিবাসের ধাক্কায় টমটমের চার শিক্ষার্থীসহ আহত ৫

টেকনাফের হ্নীলার লেদায় কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কে বেপরোয়া গতির মিনিবাসের ধাক্কায় টমটম গাড়ির চার স্কুলছাত্রসহ পাঁচজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে লেদা আইওএম হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। 

আহতরা হলো আল ফালাহ একাডেমির স্ট্যান্ডার্ড-৪-এর ছাত্র নুরুল আমিন। তার অবস্থা আশঙ্কাজনক। হ্নীলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র আরাফাত ও শহিদুল হাসান। তারা উভয়ে এসএসসি পরীক্ষার্থী। অপরজন হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের ছাত্র। এ ঘটনায় টমটমচালক দমদমিয়ার সবুজ মারাত্মকভাবে আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্কুলছাত্রদের নিয়ে কক্সবাজার-টেকনাফ সড়ক দিয়ে টমটম গাড়ি হ্নীলার দিকে যাচ্ছিল। গাড়িটি লেদা বিজিবি ক্যাম্পের উত্তর পাশে পৌঁছালে টেকনাফমুখী বেপরোয়া গতির মিনিবাস (সরাসরি স্পেশাল সার্ভিস, নম্বর-কক্সবাজার-জ-১১-০২০৫) টমটম গাড়িকে ধাক্কা দেয়। এতে টমটমটি দুমড়ে-মুচড়ে সড়ক থেকে ছিটকে পড়ে যায়। 

স্থানীয় ও পথচারীরা দেখতে পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে আইওএম হাসপাতালে নিয়ে যায়। পরে টেকনাফ হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটি জব্দ করে। 

শাহপরীর দ্বীপ হাইওয়ে পুলিশের পরিদর্শক এ কে এম মনজুরুল হাসান আকন্দ বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তারা বর্তমানে স্থানীয় ও জেলা পর্যায়ে চিকিৎসাধীন রয়েছে। 

পুলিশের পরিদর্শক আরও বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও মিনিবাসটি জব্দ করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

পটুয়াখালী-৩: নুরের সঙ্গে লড়াইয়ের মাঠেই থাকলেন হাসান মামুন

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত