নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ইস্টার্ণ ব্যাংকের সাবেক ম্যানেজার ও দুই ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। গ্রাহককে আসল এফডিআর না দিয়ে ভুয়া এফডিআর সরবরাহের মাধ্যমে টাকা আত্মসাতের মামলায় তাদের এই দণ্ড দেন।
চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ আজ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকার ইস্টার্ণ ব্যাংক শাখার সাবেক প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার ও নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকার আলমগীর কবিরের ছেলে মো. ইফতেখারুল কবির, একই এলাকার আবদুল মালেকের ছেলে জুলেখা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক আবদুল মাবুদ ও নগরীর হালিশহর রামপুর এলাকার আবুল কাশেমের ছেলে লাবিবা ট্রেডিংয়ের মালিক জাকির হোসেন।
একই রায়ে ব্যবসায়ী জাকির হোসেনের স্ত্রী ফারজানা হোসেন ফেন্সিকে বেকসুর খালাসের আদেশ দেওয়া হয়। মামলার তিন আসামিই কারাগারে রয়েছেন জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি কাজী ছানোয়ার আহমেদ আজকের পত্রিকাকে বলেন, মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এই কারণে আদালতের বিচারক তিনজনকে সাজা ও জরিমানার আদেশ দিয়ে মামলা নিষ্পত্তি করেছেন।
মামলার রায়ে আসামি মো. ইফতেখারুল কবিরকে দন্ডবিধি অনুযায়ী যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া ১ কোটি ৭৩ লাখ টাকা জরিমানা দেওয়া হয়। আবদুল মাবুদকে ১২ বছরের কারাদন্ড ও ৮৫ লাখ টাকা অর্থদণ্ড এবং আসামি জাকির হোসেনকে ৬ বছর ৬ মাসের কারাদন্ড ও ৩২ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।
মামলার এজাহার ও আদালত থেকে প্রাপ্ত তথ্যমতে, ক্ষমতার অপব্যবহার করে জালজালিয়াতি ও এফডিআর না করেও ভুয়া এফডিআর তৈরির মাধ্যমে গ্রাহকের উল্লিখিত অংকের টাকা আত্মসাত করেন উপরে উল্লেখিতরা। পরে ২০১৯ সালের ১৪ অক্টোবর দুদক চট্টগ্রামের উপ পরিচালক মো. লুৎফুল কবির চন্দন উল্লিখিত চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০২১ সালের ১২ আগষ্ট মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন মামলার বাদী মো. লুৎফুল কবির চন্দন। আলোচিত এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যদিয়ে শুরু হওয়া বিচারিক কার্যক্রম শেষে আজ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করা হল।

ইস্টার্ণ ব্যাংকের সাবেক ম্যানেজার ও দুই ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। গ্রাহককে আসল এফডিআর না দিয়ে ভুয়া এফডিআর সরবরাহের মাধ্যমে টাকা আত্মসাতের মামলায় তাদের এই দণ্ড দেন।
চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ আজ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকার ইস্টার্ণ ব্যাংক শাখার সাবেক প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার ও নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকার আলমগীর কবিরের ছেলে মো. ইফতেখারুল কবির, একই এলাকার আবদুল মালেকের ছেলে জুলেখা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক আবদুল মাবুদ ও নগরীর হালিশহর রামপুর এলাকার আবুল কাশেমের ছেলে লাবিবা ট্রেডিংয়ের মালিক জাকির হোসেন।
একই রায়ে ব্যবসায়ী জাকির হোসেনের স্ত্রী ফারজানা হোসেন ফেন্সিকে বেকসুর খালাসের আদেশ দেওয়া হয়। মামলার তিন আসামিই কারাগারে রয়েছেন জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি কাজী ছানোয়ার আহমেদ আজকের পত্রিকাকে বলেন, মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এই কারণে আদালতের বিচারক তিনজনকে সাজা ও জরিমানার আদেশ দিয়ে মামলা নিষ্পত্তি করেছেন।
মামলার রায়ে আসামি মো. ইফতেখারুল কবিরকে দন্ডবিধি অনুযায়ী যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া ১ কোটি ৭৩ লাখ টাকা জরিমানা দেওয়া হয়। আবদুল মাবুদকে ১২ বছরের কারাদন্ড ও ৮৫ লাখ টাকা অর্থদণ্ড এবং আসামি জাকির হোসেনকে ৬ বছর ৬ মাসের কারাদন্ড ও ৩২ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।
মামলার এজাহার ও আদালত থেকে প্রাপ্ত তথ্যমতে, ক্ষমতার অপব্যবহার করে জালজালিয়াতি ও এফডিআর না করেও ভুয়া এফডিআর তৈরির মাধ্যমে গ্রাহকের উল্লিখিত অংকের টাকা আত্মসাত করেন উপরে উল্লেখিতরা। পরে ২০১৯ সালের ১৪ অক্টোবর দুদক চট্টগ্রামের উপ পরিচালক মো. লুৎফুল কবির চন্দন উল্লিখিত চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০২১ সালের ১২ আগষ্ট মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন মামলার বাদী মো. লুৎফুল কবির চন্দন। আলোচিত এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যদিয়ে শুরু হওয়া বিচারিক কার্যক্রম শেষে আজ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করা হল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে