রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় এক সপ্তাহের ব্যবধানে দুই কিশোর খুন হয়েছে বলে জানা গেছে। এসব ঘটনায় চারজনকে আটক করে জনপ্রতিনিধিদের জিম্মায় রাখা হয়েছে। আটক ব্যক্তিদের তিনজনই কিশোর। আজ শুক্রবার এসব তথ্য জানা গেছে।
১ আগস্ট রামগড় উপজেলার ১ নম্বর ইউনিয়নের লালছড়ি এলাকায় মো. শাহ আলমের ছেলে ছায়েদুল ইসলামকে (১৪) হত্যা করা হয়। অপর দিকে গত মঙ্গলবার সকালে উপজেলার ওয়াইফাপাড়ায় পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করা হয় ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে ফাহিম হোসেন মজুমদারকে (১২)।
উপজেলার লালছড়িতে হত্যাকাণ্ডের ঘটনায় আটক ব্যক্তি হলেন ফেনীর সোনাগাজী উপজেলার এন্তাজ মিয়ার ছেলে নুরুল আবছার (২৭)। তাঁকে নিহতের বাড়িতে আটকে রাখা হয়েছে।
ওয়াইফাপাড়া গ্রামে হত্যার ঘটনায় আটক তিনজনই কিশোর। তাদের এলাকাবাসী আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও সমাজ প্রতিনিধিদের জিম্মায় একটি পাড়াকেন্দ্রে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে ফাহিমের সঙ্গে কথা-কাটাকাটি হয় ওই কিশোরদের। প্রতিশোধ নিতে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। ৬ আগস্ট (মঙ্গলবার) সকালে পূর্বপরিকল্পনা অনুযায়ী ফাহিমকে ডেকে নিয়ে যায়। পুকুরে গোসলের নাম করে তাকে হত্যা করে পালিয়ে যায় তারা।
নিহত ফাহিমের চাচা রুবেল হোসেনসহ এলাকাবাসী জানান, ঘটনার দিন সকাল ১০টার পর থেকে ফাহিমকে হঠাৎ খুঁজে পাওয়া না যাওয়ায় আত্মীয়স্বজনদের বাড়িতে এমনকি বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। এ সময় ফাহিমের নিখোঁজ হওয়ার সংবাদটি মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রাত ৯টার দিকে কয়েকজন নারী মিলে ওই পুকুরের পাশ দিয়ে ফাহিমকে খুঁজতে গেলে তখন তাঁরা পুকুরের এক কোণে ফাহিমের লাশটি দেখতে পান।
অপর দিকে, ১ আগস্ট উপজেলার লালছড়িতে নিজ ঘরে বেড়াতে আসা দূরসম্পর্কের চাচার লাথিতে অণ্ডকোষে আঘাত পেয়ে মৃত্যু হয় ছায়েদুল ইসলামের। পরে চাচা নুরুল আবছার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে বাইরে চলে যান। এ সময় কিশোরের মা-বাবা বাড়িতে ছিলেন না। পরদিন সন্ধ্যায় লাশের ময়নাতদন্ত হলে জানা যায় এটি আত্মহত্যা নয়, হত্যা।
ঘটনার চার দিন পর দূরসম্পর্কের ওই চাচাকে জিজ্ঞাসাবাদে তিনি হত্যা করেছেন বলে স্বীকার করেন। পরে তাঁকে স্থানীয়দের সহযোগিতায় নিহতের বাড়িতে আটকে রাখা হয়।
হত্যার বিষয়ে স্ব স্ব ইউপি সদস্য মো. হানিফ ও ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, এদের আটক করে তাৎক্ষণিকভাবে রামগড় থানা পুলিশসহ সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে। তবে বর্তমান দেশের পরিস্থিতিতে পুলিশ আসছে না। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেবের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন তাদের নিরাপত্তা দিয়ে নিরাপদ আশ্রয়ে রাখার জন্য। পরিস্থিতি ঠিক হলে পুলিশ হেফাজতে নেওয়া হবে। এ জন্য আটককৃতদের নিরাপত্তার জন্য এলাকাবাসীর সহযোগিতায় টিম গঠন করা হয়েছে।

খাগড়াছড়ির রামগড় এক সপ্তাহের ব্যবধানে দুই কিশোর খুন হয়েছে বলে জানা গেছে। এসব ঘটনায় চারজনকে আটক করে জনপ্রতিনিধিদের জিম্মায় রাখা হয়েছে। আটক ব্যক্তিদের তিনজনই কিশোর। আজ শুক্রবার এসব তথ্য জানা গেছে।
১ আগস্ট রামগড় উপজেলার ১ নম্বর ইউনিয়নের লালছড়ি এলাকায় মো. শাহ আলমের ছেলে ছায়েদুল ইসলামকে (১৪) হত্যা করা হয়। অপর দিকে গত মঙ্গলবার সকালে উপজেলার ওয়াইফাপাড়ায় পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করা হয় ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে ফাহিম হোসেন মজুমদারকে (১২)।
উপজেলার লালছড়িতে হত্যাকাণ্ডের ঘটনায় আটক ব্যক্তি হলেন ফেনীর সোনাগাজী উপজেলার এন্তাজ মিয়ার ছেলে নুরুল আবছার (২৭)। তাঁকে নিহতের বাড়িতে আটকে রাখা হয়েছে।
ওয়াইফাপাড়া গ্রামে হত্যার ঘটনায় আটক তিনজনই কিশোর। তাদের এলাকাবাসী আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও সমাজ প্রতিনিধিদের জিম্মায় একটি পাড়াকেন্দ্রে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে ফাহিমের সঙ্গে কথা-কাটাকাটি হয় ওই কিশোরদের। প্রতিশোধ নিতে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। ৬ আগস্ট (মঙ্গলবার) সকালে পূর্বপরিকল্পনা অনুযায়ী ফাহিমকে ডেকে নিয়ে যায়। পুকুরে গোসলের নাম করে তাকে হত্যা করে পালিয়ে যায় তারা।
নিহত ফাহিমের চাচা রুবেল হোসেনসহ এলাকাবাসী জানান, ঘটনার দিন সকাল ১০টার পর থেকে ফাহিমকে হঠাৎ খুঁজে পাওয়া না যাওয়ায় আত্মীয়স্বজনদের বাড়িতে এমনকি বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। এ সময় ফাহিমের নিখোঁজ হওয়ার সংবাদটি মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রাত ৯টার দিকে কয়েকজন নারী মিলে ওই পুকুরের পাশ দিয়ে ফাহিমকে খুঁজতে গেলে তখন তাঁরা পুকুরের এক কোণে ফাহিমের লাশটি দেখতে পান।
অপর দিকে, ১ আগস্ট উপজেলার লালছড়িতে নিজ ঘরে বেড়াতে আসা দূরসম্পর্কের চাচার লাথিতে অণ্ডকোষে আঘাত পেয়ে মৃত্যু হয় ছায়েদুল ইসলামের। পরে চাচা নুরুল আবছার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে বাইরে চলে যান। এ সময় কিশোরের মা-বাবা বাড়িতে ছিলেন না। পরদিন সন্ধ্যায় লাশের ময়নাতদন্ত হলে জানা যায় এটি আত্মহত্যা নয়, হত্যা।
ঘটনার চার দিন পর দূরসম্পর্কের ওই চাচাকে জিজ্ঞাসাবাদে তিনি হত্যা করেছেন বলে স্বীকার করেন। পরে তাঁকে স্থানীয়দের সহযোগিতায় নিহতের বাড়িতে আটকে রাখা হয়।
হত্যার বিষয়ে স্ব স্ব ইউপি সদস্য মো. হানিফ ও ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, এদের আটক করে তাৎক্ষণিকভাবে রামগড় থানা পুলিশসহ সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে। তবে বর্তমান দেশের পরিস্থিতিতে পুলিশ আসছে না। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেবের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন তাদের নিরাপত্তা দিয়ে নিরাপদ আশ্রয়ে রাখার জন্য। পরিস্থিতি ঠিক হলে পুলিশ হেফাজতে নেওয়া হবে। এ জন্য আটককৃতদের নিরাপত্তার জন্য এলাকাবাসীর সহযোগিতায় টিম গঠন করা হয়েছে।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
১ ঘণ্টা আগে