ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জে স্ত্রীর মর্যাদার দাবিতে প্রাক্তন স্বামীর ভাগনের বাড়িতে অনশন বসেছেন সীমা আক্তার (৩৫) নামে এক নারী। আজ বুধবার উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাওয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটেছে। এদিকে ৯৯৯-এ কল পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে বিষয়টি সুরাহা করার অনুরোধ করেছে পুলিশ।
অনশনরত নারীর বাড়ি উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরমথুরা গ্রামে। অভিযুক্ত যুবক আনোয়ার হোসেন মানিকের বাড়ি (২৭) উপজেলার ১০ নম্বর গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাওয়াকান্দি।
অনশনরত সীমা আক্তার বলেন, ‘আনোয়ার হোসেন মানিক আমার সাবেক প্রথম স্বামীর ভাগনে। মানিকের মামা বিল্লাল হোসেনের সাথে আমার ২০০৯ সালে বিয়ে হয়। বিল্লাল হোসেনের সাথে বিয়ের পর মানিক বিভিন্নভাবে কৌশলে আমার ছবি তুলে হয়রানি করতে থাকে। পরে জোরপূর্বক আমাকে সম্পর্ক করতে বাধ্য করে। এই সম্পর্ককে কেন্দ্র করে আমাদের সাত বছরের সংসার ভেঙে যায়। পরে মানিক আমাকে বিয়ে করার কথা থাকলেও সে বিদেশে গিয়ে চার বছরেও ফিরে আসেনি।’
সীমা আক্তার আরও বলেন, ‘তারপর পরিবারের কারণে আমার দ্বিতীয় বিয়ে হয় রামপুর গ্রামের ঢাকার বাসিন্দা এনামুল হকের সাথে। সেখানেও বিভিন্ন কায়দায় মানিক আমার ক্ষতি করা শুরু করে। একপর্যায়ে সে আমার দ্বিতীয় স্বামীর সাথে যোগাযোগ করার কারণে আমার দ্বিতীয় সংসারও ভেঙে যায়। তারপর মানিক বিদেশে থাকা অবস্থায় মোবাইল ফোনে মানিকের সাথে আমার বিয়ে হয়। কিন্তু বিদেশ থেকে এসে এখন সে আমাকে স্ত্রীর অধিকার দিচ্ছে না। বহু অপেক্ষা করেও অধিকার না পাওয়ায় স্ত্রীর অধিকার দাবিতে অনশন করছি।’
এদিকে অনশনকালে আনোয়ার হোসেন মানিক ও তাঁর পরিবারের কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না। তাঁরা আগেই ঘর তালাবদ্ধ করে চলে যান। এ বিষয়ে আনোয়ার হোসেন মানিকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলেও তিনি কোনো কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে ১০ নম্বর গোবিন্দপুর দক্ষিণ ইউপির চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ ভুঁইয়া বলেন, ‘বিষয়টি জেনেছি। স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল বলেন, ‘সীমা আক্তার ৯৯৯-এ কল করেছে। বিষয়টি খোঁজ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদকে সুরাহা করার জন্য বলা হয়েছে।’

ফরিদগঞ্জে স্ত্রীর মর্যাদার দাবিতে প্রাক্তন স্বামীর ভাগনের বাড়িতে অনশন বসেছেন সীমা আক্তার (৩৫) নামে এক নারী। আজ বুধবার উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাওয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটেছে। এদিকে ৯৯৯-এ কল পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে বিষয়টি সুরাহা করার অনুরোধ করেছে পুলিশ।
অনশনরত নারীর বাড়ি উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরমথুরা গ্রামে। অভিযুক্ত যুবক আনোয়ার হোসেন মানিকের বাড়ি (২৭) উপজেলার ১০ নম্বর গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাওয়াকান্দি।
অনশনরত সীমা আক্তার বলেন, ‘আনোয়ার হোসেন মানিক আমার সাবেক প্রথম স্বামীর ভাগনে। মানিকের মামা বিল্লাল হোসেনের সাথে আমার ২০০৯ সালে বিয়ে হয়। বিল্লাল হোসেনের সাথে বিয়ের পর মানিক বিভিন্নভাবে কৌশলে আমার ছবি তুলে হয়রানি করতে থাকে। পরে জোরপূর্বক আমাকে সম্পর্ক করতে বাধ্য করে। এই সম্পর্ককে কেন্দ্র করে আমাদের সাত বছরের সংসার ভেঙে যায়। পরে মানিক আমাকে বিয়ে করার কথা থাকলেও সে বিদেশে গিয়ে চার বছরেও ফিরে আসেনি।’
সীমা আক্তার আরও বলেন, ‘তারপর পরিবারের কারণে আমার দ্বিতীয় বিয়ে হয় রামপুর গ্রামের ঢাকার বাসিন্দা এনামুল হকের সাথে। সেখানেও বিভিন্ন কায়দায় মানিক আমার ক্ষতি করা শুরু করে। একপর্যায়ে সে আমার দ্বিতীয় স্বামীর সাথে যোগাযোগ করার কারণে আমার দ্বিতীয় সংসারও ভেঙে যায়। তারপর মানিক বিদেশে থাকা অবস্থায় মোবাইল ফোনে মানিকের সাথে আমার বিয়ে হয়। কিন্তু বিদেশ থেকে এসে এখন সে আমাকে স্ত্রীর অধিকার দিচ্ছে না। বহু অপেক্ষা করেও অধিকার না পাওয়ায় স্ত্রীর অধিকার দাবিতে অনশন করছি।’
এদিকে অনশনকালে আনোয়ার হোসেন মানিক ও তাঁর পরিবারের কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না। তাঁরা আগেই ঘর তালাবদ্ধ করে চলে যান। এ বিষয়ে আনোয়ার হোসেন মানিকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলেও তিনি কোনো কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে ১০ নম্বর গোবিন্দপুর দক্ষিণ ইউপির চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ ভুঁইয়া বলেন, ‘বিষয়টি জেনেছি। স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল বলেন, ‘সীমা আক্তার ৯৯৯-এ কল করেছে। বিষয়টি খোঁজ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদকে সুরাহা করার জন্য বলা হয়েছে।’

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৩০ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে