নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে আবদুল কুদ্দুস (৫২) নামে এক ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর ঘটনায় স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বৈদ্যুতিক তার, পাসপোর্ট ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেগমগঞ্জ মডেল থানায় অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হচ্ছেন উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামের খলিল মিয়ার নতুন বাড়ির বাসিন্দা ও নিহতের স্ত্রী সুরমা আক্তার আছিয়া (৪০) ও তার কথিত প্রেমিক লতিফপুর গ্রামের বাসিন্দা প্রবাসী ইসমাইল হোসেন (৩৫)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিজের ঘরের বিছানায় বিদ্যুতের তারে জড়ানো অবস্থায় আবদুল কুদ্দুসের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের দুই পায়ে বিদ্যুতের তার পেছানো ছিল। এ সময় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে নিহতের স্ত্রী সুরমা আক্তারকে আটক করে পুলিশ।
পরে জিজ্ঞাসাবাদে নিহতের স্ত্রী স্বীকার করে, তাদের পার্শ্ববর্তী গ্রামের মিস্ত্রি ইসমাইল তাদের ঘরে টাইলসের কাজ করার সুবাদে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে ইসমাইল বিদেশে (আবুধাবি) গেলে তাদের মধ্যে মোবাইলে আরও ঘনিষ্ঠতা বাড়ে। গত ৬ সেপ্টেম্বর ইসমাইল দেশে এসে কাউকে না জানিয়ে সেনবাগে তার এক দূরসম্পর্কের খালার বাড়িতে উঠে।
ওই বাড়ি থেকে সুরমার সঙ্গে যোগাযোগ করে পূর্বপরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার রাতে ভিকটিম কুদ্দুসদের বাসার ছাদে অবস্থান করে ইসমাইল। এরই মধ্যে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে আবদুল কুদ্দুস। এ সুযোগে স্ত্রী সুরমা ও ইসমাইল ছাদে থাকা বৈদ্যুতিক তার নিয়ে কুদ্দুসের পায়ে পেঁচিয়ে বিদ্যুতায়িত করে মৃত্যু নিশ্চিত করে। কিন্তু ঘটনা ভিন্ন খাতে নিতে স্ত্রী সুরমা চিৎকার–চেঁচামেচি করে ডাকাত এসেছে এবং তার স্বামীকে হত্যা করেছে বলে সবাইকে জানায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘সুরমার স্বীকারোক্তি মোতাবেক আজ (বৃহস্পতিবার) ভোরে সেনবাগের মোহাম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। ইসমাইল জানায়, গতকাল বুধবার সে আবুধাবি যাওয়ার জন্য বিমানের টিকিট কাটে এবং আজ সন্ধ্যায় তার ফ্লাইট ছিল।’
তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাতিজা আরিফ হোসেন বাদী হয়ে করা মামলায় সুরমা ও ইসমাইলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

নোয়াখালীর বেগমগঞ্জে আবদুল কুদ্দুস (৫২) নামে এক ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর ঘটনায় স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বৈদ্যুতিক তার, পাসপোর্ট ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেগমগঞ্জ মডেল থানায় অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হচ্ছেন উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামের খলিল মিয়ার নতুন বাড়ির বাসিন্দা ও নিহতের স্ত্রী সুরমা আক্তার আছিয়া (৪০) ও তার কথিত প্রেমিক লতিফপুর গ্রামের বাসিন্দা প্রবাসী ইসমাইল হোসেন (৩৫)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিজের ঘরের বিছানায় বিদ্যুতের তারে জড়ানো অবস্থায় আবদুল কুদ্দুসের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের দুই পায়ে বিদ্যুতের তার পেছানো ছিল। এ সময় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে নিহতের স্ত্রী সুরমা আক্তারকে আটক করে পুলিশ।
পরে জিজ্ঞাসাবাদে নিহতের স্ত্রী স্বীকার করে, তাদের পার্শ্ববর্তী গ্রামের মিস্ত্রি ইসমাইল তাদের ঘরে টাইলসের কাজ করার সুবাদে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে ইসমাইল বিদেশে (আবুধাবি) গেলে তাদের মধ্যে মোবাইলে আরও ঘনিষ্ঠতা বাড়ে। গত ৬ সেপ্টেম্বর ইসমাইল দেশে এসে কাউকে না জানিয়ে সেনবাগে তার এক দূরসম্পর্কের খালার বাড়িতে উঠে।
ওই বাড়ি থেকে সুরমার সঙ্গে যোগাযোগ করে পূর্বপরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার রাতে ভিকটিম কুদ্দুসদের বাসার ছাদে অবস্থান করে ইসমাইল। এরই মধ্যে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে আবদুল কুদ্দুস। এ সুযোগে স্ত্রী সুরমা ও ইসমাইল ছাদে থাকা বৈদ্যুতিক তার নিয়ে কুদ্দুসের পায়ে পেঁচিয়ে বিদ্যুতায়িত করে মৃত্যু নিশ্চিত করে। কিন্তু ঘটনা ভিন্ন খাতে নিতে স্ত্রী সুরমা চিৎকার–চেঁচামেচি করে ডাকাত এসেছে এবং তার স্বামীকে হত্যা করেছে বলে সবাইকে জানায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘সুরমার স্বীকারোক্তি মোতাবেক আজ (বৃহস্পতিবার) ভোরে সেনবাগের মোহাম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। ইসমাইল জানায়, গতকাল বুধবার সে আবুধাবি যাওয়ার জন্য বিমানের টিকিট কাটে এবং আজ সন্ধ্যায় তার ফ্লাইট ছিল।’
তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাতিজা আরিফ হোসেন বাদী হয়ে করা মামলায় সুরমা ও ইসমাইলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৬ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ ঘণ্টা আগে