নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে বন্ধুর চিকিৎসা করাতে গিয়ে চিকিৎসকের ছুরিকাঘাতে আহত আবুল হোসেন রাফি (১৮) মারা গেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পল্লি চিকিৎসক শাহীন (৬০) পলাতক রয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় মারা যান রাফি। এর আগে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকেরা।
নিহত আবুল হোসেন রাফি অশ্বদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আলিপুর গ্রামের আজাদের ছেলে। তিনি কবিরহাট সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং ওয়ার্ড ছাত্রদলের কর্মী ছিলেন। অভিযুক্ত পল্লি চিকিৎসক শাহীন একই এলাকার সুজায়েত উল্যার ছেলে।
রাফির পরিবার ও বন্ধুরা জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে অশ্বদিয়া সোলেমান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় একজনের হাত লেগে রাফির বন্ধু রুমনের ঠোঁট ফেটে রক্তক্ষরণ হয়। পরে খেলার মাঠ থেকে রুমনকে চাঁনমিয়া মোড়ের পল্লি চিকিৎসক শাহীনের কাছে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক শাহীন রুমনকে চিকিৎসা দিতে অপারগতা দেখালে তাঁর সঙ্গে উপস্থিত সবার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রাফির সঙ্গে চিকিৎসক শাহীনের হাতাহাতির মধ্যে শাহিন রাফিকে চায়ের দোকান থেকে একটি ছুরি নিয়ে গলায় আঘাত করেন। এতে রাফির গলার ধমনি কেটে যায়। পরে স্থানীয়রা রাফিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের পরামর্শে রাতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তাঁর মৃত্যু হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘নিহতের স্বজনেরা তাঁর মৃত্যুর বিষয়টি আমাকে জানিয়েছেন। তাঁরা বলেছেন, কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় রাফির মৃত্যু হয়েছে। ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে।’
নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে বন্ধুর চিকিৎসা করাতে গিয়ে চিকিৎসকের ছুরিকাঘাতে আহত আবুল হোসেন রাফি (১৮) মারা গেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পল্লি চিকিৎসক শাহীন (৬০) পলাতক রয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় মারা যান রাফি। এর আগে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকেরা।
নিহত আবুল হোসেন রাফি অশ্বদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আলিপুর গ্রামের আজাদের ছেলে। তিনি কবিরহাট সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং ওয়ার্ড ছাত্রদলের কর্মী ছিলেন। অভিযুক্ত পল্লি চিকিৎসক শাহীন একই এলাকার সুজায়েত উল্যার ছেলে।
রাফির পরিবার ও বন্ধুরা জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে অশ্বদিয়া সোলেমান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় একজনের হাত লেগে রাফির বন্ধু রুমনের ঠোঁট ফেটে রক্তক্ষরণ হয়। পরে খেলার মাঠ থেকে রুমনকে চাঁনমিয়া মোড়ের পল্লি চিকিৎসক শাহীনের কাছে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক শাহীন রুমনকে চিকিৎসা দিতে অপারগতা দেখালে তাঁর সঙ্গে উপস্থিত সবার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রাফির সঙ্গে চিকিৎসক শাহীনের হাতাহাতির মধ্যে শাহিন রাফিকে চায়ের দোকান থেকে একটি ছুরি নিয়ে গলায় আঘাত করেন। এতে রাফির গলার ধমনি কেটে যায়। পরে স্থানীয়রা রাফিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের পরামর্শে রাতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তাঁর মৃত্যু হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘নিহতের স্বজনেরা তাঁর মৃত্যুর বিষয়টি আমাকে জানিয়েছেন। তাঁরা বলেছেন, কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় রাফির মৃত্যু হয়েছে। ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে।’
শেরপুরের শ্রীবরদীতে মাছের প্রজেক্ট থেকে দুই শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধারের ঘটনায় দিন দিন রহস্য ঘনীভূত হচ্ছে। ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বক্তব্যে অসংগতি সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে। মরদেহ, শিশু, শ্রীবরদী, শেরপুর, ময়মনসিংহ বিভাগ, জেলার খবর
১ মিনিট আগেরাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে নগদের ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চাকরিচ্যুত পুলিশ সদস্য ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট রয়েছেন। এ ছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ বিপুল অর্থ উদ্ধার করা হয়েছে।
৮ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে আলা উদ্দিন (৩৭) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল সড়কের নাহার টাওয়ারে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেভবনের নকশা অনুমোদনের জন্য ঘুষ নেওয়ার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সড়ক পরিদর্শন শাখার পরিদর্শক সাজ্জাদ হোসেনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। অপরদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে ট্রেড লাইসেন্স তত্ত্বাবধায়ক আজিজুর রহমান শাহিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।
১৯ মিনিট আগে