Ajker Patrika

চট্টগ্রামে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১৯: ৩৬
চট্টগ্রামে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

চট্টগ্রামে প্রেসক্লাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাঁধায় আজ শনিবার ৩টায় পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে পারেননি কোটা সংস্কার আন্দোলনকারীরা। পরে তাঁরা মোমিন রোডে চেরাগী পাহাড় মোড়ে এসে জড়ো হন। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে নারী আন্দোলনকারীরা ব্যানার নিয়ে কোটা নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বাগ্বিতণ্ডা হয়। বিকেল ৪টার দিকে পুলিশ বেশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। 

এ ঘটনায় নগরের মোমিন রোড, জামালখান ও আশপাশে সড়কগুলোতে থমথমে অবস্থা বিরাজ করছে। যানবাহনের চলাচল কমে যাওয়ার পাশাপাশি দোকানপাট বন্ধ হয়ে রয়েছে। পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়ে সন্দেহভাজনদের আটক করতে দেখা গেছে। 

এর আগে বেলা সাড়ে ৩টায় জামালখানে কোটা আন্দোলনে অংশ নিতে আসা তিনজনকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে মোহাম্মদ ইমন নামে একজন শিক্ষার্থীর নাম জানা গেছে। তিনি বেসরকারি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। 

কোটা আন্দোলনকারীদের এক পক্ষ কর্মসূচি ঘোষণা করলেও কারফিউ শিথিলের সময় সরকারবিরোধী কোনো কার্যক্রম চালানোর সুযোগ নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক মো. আজিজ। তিনি বলেন, চট্টগ্রামে ১৬ ঘণ্টার জন্য কারফিউ শিথিল রাখা হয়েছে। এ সময় কোনো সভা-সমাবেশ করার অনুমতি নেই। যদি কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তাঁদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে সিএমপি।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ছবি: হেলাল সিকদার গতকাল রোববার রাতে ঢাকায় ডিবি হেফাজতে থাকা অবস্থায় এক ভিডিও বার্তায় কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও নুসরাত তাবাসসুম। 

বিক্ষোভকারীরা জড়ো হলে ধাওয়া দেয় পুলিশ। ছবি: হেলাল সিকদার এরপর রাত পৌনে ১২টার দিকে আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল কাদের ও আব্দুল হান্নান মাসউদের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে নাহিদ ইসলামের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা না মেনে সোমবার সারা দেশে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ ঘোষণা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে একটি অংশ প্রেসক্লাবের সামনে কর্মসূচির ঘোষণা দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত