Ajker Patrika

ফেনীতে লরির পেছনে অটোরিকশার ধাক্কা, দুই যাত্রী নিহত

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১০: ৪৯
ফেনীতে লরির পেছনে অটোরিকশার ধাক্কা, দুই যাত্রী নিহত

ফেনীর ফুলগাজীতে বিকল লরির পেছনে ধাক্কা দেয় সিএনজিচালিত একটি অটোরিকশা। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে মুন্সির হাট বাজারসংলগ্ন কুতুবপুরে এ দুর্ঘটনা ঘটে। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহতরা হলেন, ফুলগাজীর পূর্ব ঘনিয়া মুড়া এলাকার বাদশা মিয়ার ছেলে এয়ার আহমদ (৭০) ও পরশুরামের শালধর বাজার এলাকার আবদুল গোফরানের ছেলে আব্দুর রহিম (৪৩)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে একটি বিকল লরি দাঁড়িয়ে ছিল। ফেনী থেকে পরশুরামের দিকে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা দ্রুতগতিতে এসে এর পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক ও দুই যাত্রী আহত হন। স্থানীয়রা তাঁদের ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুজন মৃত্যুবরণ করেন। 

ফুলগাজী থানার ওসি আবুল হাসিম বলেন, লরির পেছনে সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মৃতদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত