Ajker Patrika

কুমিল্লায় এক বছরে যক্ষ্মায় ৯১ জনের মৃত্যু

 কুমিল্লা প্রতিনিধি 
কুমিল্লায় যক্ষ্মা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাংবাদিকদের করণীয় শীর্ষক আলোচনা সভায় উপস্থিত অতিথিরা। ছবি: আজকের পত্রিকা
কুমিল্লায় যক্ষ্মা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাংবাদিকদের করণীয় শীর্ষক আলোচনা সভায় উপস্থিত অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লায় গত বছর যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৯৩ জন। একই সময়ে এ রোগে মারা গেছেন ৯১ জন। আজ রোববার যক্ষ্মা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাংবাদিকদের করণীয় শীর্ষক এক আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়।

নগরীর কান্দিরপাড়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) রেজা মো. সারোয়ার আকবর। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কুমিল্লা বক্ষব্যাধি ক্লিনিকের কনসালট্যান্ট মিজানুর রহমান। তিনি জানান, গত বছর জেলায় ২ হাজার ২৪১ জন ফুসফুসে যক্ষ্মা (পিটিবি), ১ হাজার ৪৮৬ জন ফুসফুসবহির্ভূত যক্ষ্মা (ইপি), ৯৬৬ জন পিটিবি নেগেটিভ ও ৩৯ জন ওষুধ প্রতিরোধী যক্ষ্মা রোগে (এমডিআর টিবি) আক্রান্ত হন।

মিজানুর রহমান বলেন, ‘২০৩৫ সালে বাংলাদেশে যক্ষ্মা নির্মূলের কর্মসূচি রয়েছে সরকারের। এ লক্ষ্যে আমরা কাজ করছি। ২০১৫ সালে যখন যক্ষ্মা নিয়ে কাজ শুরু হয়, তখন প্রতি লাখে আক্রান্তের সংখ্যা ছিল ২২১ জন। ২০২৪ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা প্রতি লাখে ২২১ জনই রয়ে গেছে। ফলে ৮ বছরে কোনো পরিবর্তন হয়নি। তবে চিকিৎসাসেবায় সফলতা এসেছে। আগে প্রতি লাখে মৃত্যুর হার ছিল ৪৫ জন, এখন ২৬ জন। চিকিৎসার আওতায় এসে ভালো হয়েছেন ৯৫ শতাংশ রোগী।’

সভায় সিভিল সার্জন বলেন, ‘যক্ষ্মা রোগে এ দেশে বহু লোক মারা যেত। পূর্বে এ রোগের চিকিৎসা ছিল না। কিন্তু বর্তমানে যক্ষ্মা চিকিৎসা এবং ওষুধ সম্পূর্ণ বিনা মূল্যে প্রদান করা হয়। পাশাপাশি রোগীর ওষুধ খাওয়ানোর দায়িত্বও নেওয়া হচ্ছে। সব উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, বক্ষব্যাধি ক্লিনিক, বক্ষব্যাধি হাসপাতাল, জেলা ও সদর হাসপাতাল, সরকারি-বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র, মেডিকেল কলেজ হাসপাতাল, এনজিও ক্লিনিক, কমিউনিটি ক্লিনিকে সম্পূর্ণ বিনা মূল্যে যক্ষ্মার পরীক্ষা ও রোগের চিকিৎসা করা হয়। নিয়মিত ও পূর্ণ মেয়াদের চিকিৎসায় যক্ষ্মা রোগ সম্পূর্ণ ভালো হয়।’

বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) কুমিল্লা জেলা শাখার সভাপতি গোলাম শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহজাদা এমরান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ। বক্তব্য দেন চিকিৎসক আতাউর রহমান জসিম, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, জামিল খন্দকার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত