চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে চুরি ঠেকানোর জন্য হোটেলের টিনের সঙ্গে বৈদ্যুতিক সংযোগ দিয়েছিলেন মালিক। আর সেই টিনের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে রাব্বি (১৭) নামের এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে হোটেল মালিক পলাতক রয়েছেন।
গতকাল রোববার উপজেলার জোড্ডা বাজারের মালিক আব্দুল হকের মুক্তা হোটেলে এ ঘটনা ঘটে। আজ সোমবার নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত রাব্বি জোড্ডা পূর্ব ইউপির জোড্ডা গ্রামের পশ্চিম ঈদগা বাড়ির জাকের হোসেনের ছেলে।
স্থানীয়রা বলছে, আব্দুল হকের মুক্তা হোটেলটিতে পরপর কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। এরপর থেকে আব্দুর হক চোর ধরতে প্রতি রাতে দোকানের টিনে বৈদ্যুতিক শক দিয়ে বাড়িতে চলে যান। প্রতিদিনের মত ওইদিনও কাজ করতে রাব্বি বাড়ি থেকে হোটেলে যায়। দোকান পরিষ্কার শেষে পানির টাংকি ভরাট করার জন্য মোটর পাম্পের সুইচ দেওয়ার জন্য গেলে টিনে হাত লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হোটেল মালিক আব্দুল হক রাব্বির পরিবারকে খবর দিয়ে মরদেহ হস্তান্তর করে ৩টার দিকে মরদেহ দাফন করে ফেলতে বলেন। সেই সঙ্গে এ বিষয়ে কাউকে না বলার জন্য জানান এবং কিছু টাকা দেবেন বলে জানান। এরপর থেকেই তিনি পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ ওই দিন বিকেলে নিহতের বাড়ি গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত শ্রমিক রাব্বির নানা মনির হোসেন বলেন, ‘আমার নাতিকে আমার মেয়ে শিল্পী ঘুম থেকে ডেকে দোকানে পাঠায়। এর আধ-ঘণ্টা পর আমার মেয়ের কাছে ফোন করে বলে রাব্বিকে কারেন্টে শক করছে। রাব্বিই ছিল পরিবারের একমাত্র রোজগার করা ব্যক্তি। শুনেছি, হোটেলে প্রায় সময় চুরি হতো। চোর ধরতে মালিক বৈদ্যুতিক শর্টসার্কিট দিয়ে প্রতিদিন দোকান বন্ধ করত। সেই শর্টসার্কিট সার্কিটে আমার নাতির মৃত্যু হয়েছে। আমি এর বিচার চাই।’
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) কানন চৌধুরী সোমবার আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কুমিল্লার নাঙ্গলকোটে চুরি ঠেকানোর জন্য হোটেলের টিনের সঙ্গে বৈদ্যুতিক সংযোগ দিয়েছিলেন মালিক। আর সেই টিনের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে রাব্বি (১৭) নামের এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে হোটেল মালিক পলাতক রয়েছেন।
গতকাল রোববার উপজেলার জোড্ডা বাজারের মালিক আব্দুল হকের মুক্তা হোটেলে এ ঘটনা ঘটে। আজ সোমবার নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত রাব্বি জোড্ডা পূর্ব ইউপির জোড্ডা গ্রামের পশ্চিম ঈদগা বাড়ির জাকের হোসেনের ছেলে।
স্থানীয়রা বলছে, আব্দুল হকের মুক্তা হোটেলটিতে পরপর কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। এরপর থেকে আব্দুর হক চোর ধরতে প্রতি রাতে দোকানের টিনে বৈদ্যুতিক শক দিয়ে বাড়িতে চলে যান। প্রতিদিনের মত ওইদিনও কাজ করতে রাব্বি বাড়ি থেকে হোটেলে যায়। দোকান পরিষ্কার শেষে পানির টাংকি ভরাট করার জন্য মোটর পাম্পের সুইচ দেওয়ার জন্য গেলে টিনে হাত লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হোটেল মালিক আব্দুল হক রাব্বির পরিবারকে খবর দিয়ে মরদেহ হস্তান্তর করে ৩টার দিকে মরদেহ দাফন করে ফেলতে বলেন। সেই সঙ্গে এ বিষয়ে কাউকে না বলার জন্য জানান এবং কিছু টাকা দেবেন বলে জানান। এরপর থেকেই তিনি পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ ওই দিন বিকেলে নিহতের বাড়ি গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত শ্রমিক রাব্বির নানা মনির হোসেন বলেন, ‘আমার নাতিকে আমার মেয়ে শিল্পী ঘুম থেকে ডেকে দোকানে পাঠায়। এর আধ-ঘণ্টা পর আমার মেয়ের কাছে ফোন করে বলে রাব্বিকে কারেন্টে শক করছে। রাব্বিই ছিল পরিবারের একমাত্র রোজগার করা ব্যক্তি। শুনেছি, হোটেলে প্রায় সময় চুরি হতো। চোর ধরতে মালিক বৈদ্যুতিক শর্টসার্কিট দিয়ে প্রতিদিন দোকান বন্ধ করত। সেই শর্টসার্কিট সার্কিটে আমার নাতির মৃত্যু হয়েছে। আমি এর বিচার চাই।’
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) কানন চৌধুরী সোমবার আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
২ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৩ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৩ ঘণ্টা আগে