চবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক অধ্যাপকের ওপর চড়াও হয়েছেন আওয়ামীপন্থী এক শিক্ষক (সহকারী অধ্যাপক)। গত ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের সভাপতির কক্ষে ঘটা এই ঘটনাটি আজ শুক্রবার জানাজানি হয়। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। ওই ঘটনার একটি ভিডিও ক্লিপ আজকের পত্রিকার এই প্রতিবেদকের হাতে এসেছে।
ওশানোগ্রাফি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মোসলেম উদ্দিনকে গালাগাল করা সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সরকার একই বিভাগের শিক্ষক। তা ছাড়া তিনি আওয়ামী লীগের কৃষিবিষয়ক উপকমিটির সদস্য।
ভিডিওতে সাইদুল ইসলাম সরকারকে বলতে শোনা যায়, ‘ননসেন্স তো তুই। তুই প্রফেসরগিরি দেখাস আমার সাথে! ফাজিল কোথাকার! তুই আমাকে বেয়াদব বললি কেন? তুই বেয়াদব বলার কে? শামীম উদ্দিন খান (উপ-উপাচার্য) কে?’ এসব বলতে বলতে বারবার তিনি অধ্যাপক মোসলেম উদ্দিনের দিকে তেড়ে যান।
এ বিষয়ে ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. মোসলেম উদ্দিন বলেন, ‘গত ২৬ নভেম্বর ওশানোগ্রাফি বিভাগে চবির উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান পরিদর্শনে আসার আগে সাইদুল ইসলামের বিভাগে দেরিতে আসার কারণ জানতে চাইলে আমার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এ সময় আমাকে দেখে নেওয়ার হুমকি দেন তিনি। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিকে নিয়েও আপত্তিকর কথা বলেন।’
এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করলেও সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সাড়া দেননি। তবে তিনি একটি গণমাধ্যমকে বলেন, ‘গত ২৬ নভেম্বর অধ্যাপক ড. মোসলেম উদ্দিনের সঙ্গে বাগ্বিতণ্ডার কারণ হলো, তিনি আমাকে আগে বেয়াদব বলেছেন। তুই-তোকারি করে কথা বলেছেন। তারপর আমি তার প্রতিক্রিয়া জানিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক শামীম উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা সম্পর্কে আমি ওই দিনই জেনেছি। এটার অভিযোগ উপাচার্য বরাবর হয়তো দেওয়া হয়েছে। এ ছাড়া ওই শিক্ষকের বিরুদ্ধে ২০১৫ সালে এক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ আছে। এটা নিয়ে তদন্তও হয়েছিল।’
উল্লেখ্য, সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সরকার জুলাই অভ্যুত্থানের ঘোর বিরোধী ছিলেন। এ জন্য ওশানোগ্রাফি বিভাগ থেকে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেন বিভাগটির শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি নমনীয় হওয়ায় তিনি ক্যাম্পাসে ফেরেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক অধ্যাপকের ওপর চড়াও হয়েছেন আওয়ামীপন্থী এক শিক্ষক (সহকারী অধ্যাপক)। গত ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের সভাপতির কক্ষে ঘটা এই ঘটনাটি আজ শুক্রবার জানাজানি হয়। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। ওই ঘটনার একটি ভিডিও ক্লিপ আজকের পত্রিকার এই প্রতিবেদকের হাতে এসেছে।
ওশানোগ্রাফি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মোসলেম উদ্দিনকে গালাগাল করা সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সরকার একই বিভাগের শিক্ষক। তা ছাড়া তিনি আওয়ামী লীগের কৃষিবিষয়ক উপকমিটির সদস্য।
ভিডিওতে সাইদুল ইসলাম সরকারকে বলতে শোনা যায়, ‘ননসেন্স তো তুই। তুই প্রফেসরগিরি দেখাস আমার সাথে! ফাজিল কোথাকার! তুই আমাকে বেয়াদব বললি কেন? তুই বেয়াদব বলার কে? শামীম উদ্দিন খান (উপ-উপাচার্য) কে?’ এসব বলতে বলতে বারবার তিনি অধ্যাপক মোসলেম উদ্দিনের দিকে তেড়ে যান।
এ বিষয়ে ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. মোসলেম উদ্দিন বলেন, ‘গত ২৬ নভেম্বর ওশানোগ্রাফি বিভাগে চবির উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান পরিদর্শনে আসার আগে সাইদুল ইসলামের বিভাগে দেরিতে আসার কারণ জানতে চাইলে আমার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এ সময় আমাকে দেখে নেওয়ার হুমকি দেন তিনি। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিকে নিয়েও আপত্তিকর কথা বলেন।’
এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করলেও সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সাড়া দেননি। তবে তিনি একটি গণমাধ্যমকে বলেন, ‘গত ২৬ নভেম্বর অধ্যাপক ড. মোসলেম উদ্দিনের সঙ্গে বাগ্বিতণ্ডার কারণ হলো, তিনি আমাকে আগে বেয়াদব বলেছেন। তুই-তোকারি করে কথা বলেছেন। তারপর আমি তার প্রতিক্রিয়া জানিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক শামীম উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা সম্পর্কে আমি ওই দিনই জেনেছি। এটার অভিযোগ উপাচার্য বরাবর হয়তো দেওয়া হয়েছে। এ ছাড়া ওই শিক্ষকের বিরুদ্ধে ২০১৫ সালে এক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ আছে। এটা নিয়ে তদন্তও হয়েছিল।’
উল্লেখ্য, সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সরকার জুলাই অভ্যুত্থানের ঘোর বিরোধী ছিলেন। এ জন্য ওশানোগ্রাফি বিভাগ থেকে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেন বিভাগটির শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি নমনীয় হওয়ায় তিনি ক্যাম্পাসে ফেরেন।

২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
৪ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
১০ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে
সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের উদ্ধারের তথ্য জানায় পুলিশ ও কোস্ট গার্ড। এর আগে মুক্তিপণের দাবিতে গত শুক্রবার তাঁদের অপহরণ করা হয়েছিল।
১ ঘণ্টা আগে