নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল আলম নুরকে হেফাজতে নিয়ে হত্যার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কৃষক ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. মিজানুর রহমান জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালতে এ আবেদন করেন। তবে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে কী না, সে বিষয়ে আদালত এখনোও কোনো আদেশ দেননি।
যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাঁরা হলেন, চট্টগ্রামের তৎকালীন পুলিশ সুপার (বর্তমানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার) নুরে আলম মিনা, রাউজান থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেফায়েত উল্লাহ ও উপপরিদর্শক (এসআই) শেখ মো. জাবেদ।
২০১৭ সালের ৩০ মার্চ সকালে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া খেলারঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীরে হাত-পা নাইলনের দড়ি দিয়ে বাঁধা অবস্থায় নুরুল আলম নুরুর মরদেহ পাওয়া যায়। তাঁর মাথায় দুটি গুলির চিহ্ন ছিল। এ ঘটনার পাঁচ বছর পর আজ আদালতে মামলার আবেদন করা হয়।
মামলার আবেদনে বলা হয়, ২০১৭ সালের ২৯ মার্চ রাত পৌনে ১২টার দিকে এসআই শেখ মো. জাবেদের নেতৃত্বে জেলা পুলিশের একটি দল নগরের চকবাজার থানার চন্দনপুরা এলাকার বাসা থেকে নুরুল আলম নুরুকে আটক করে নিয়ে যান। চন্দনপুরার বাসা এর পর রাউজানের নোয়াপাড়া কলেজ ক্যাম্পাসে নিয়ে গিয়ে রাত তিনটা পর্যন্ত তাঁকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে গুলি করে হত্যা করে তাঁর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের নেতা মো. মিজানুর রহমানের আইনজীবী মো. হাসান আলী চৌধুরী বলেন, নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে আদালতে অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে কী না, সে বিষয়ে আদালত এখনোও কোনো আদেশ দেননি। আবেদনটি আদেশের জন্য প্রক্রিয়াধীন আছে।

চট্টগ্রামে কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল আলম নুরকে হেফাজতে নিয়ে হত্যার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কৃষক ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. মিজানুর রহমান জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালতে এ আবেদন করেন। তবে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে কী না, সে বিষয়ে আদালত এখনোও কোনো আদেশ দেননি।
যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাঁরা হলেন, চট্টগ্রামের তৎকালীন পুলিশ সুপার (বর্তমানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার) নুরে আলম মিনা, রাউজান থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেফায়েত উল্লাহ ও উপপরিদর্শক (এসআই) শেখ মো. জাবেদ।
২০১৭ সালের ৩০ মার্চ সকালে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া খেলারঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীরে হাত-পা নাইলনের দড়ি দিয়ে বাঁধা অবস্থায় নুরুল আলম নুরুর মরদেহ পাওয়া যায়। তাঁর মাথায় দুটি গুলির চিহ্ন ছিল। এ ঘটনার পাঁচ বছর পর আজ আদালতে মামলার আবেদন করা হয়।
মামলার আবেদনে বলা হয়, ২০১৭ সালের ২৯ মার্চ রাত পৌনে ১২টার দিকে এসআই শেখ মো. জাবেদের নেতৃত্বে জেলা পুলিশের একটি দল নগরের চকবাজার থানার চন্দনপুরা এলাকার বাসা থেকে নুরুল আলম নুরুকে আটক করে নিয়ে যান। চন্দনপুরার বাসা এর পর রাউজানের নোয়াপাড়া কলেজ ক্যাম্পাসে নিয়ে গিয়ে রাত তিনটা পর্যন্ত তাঁকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে গুলি করে হত্যা করে তাঁর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের নেতা মো. মিজানুর রহমানের আইনজীবী মো. হাসান আলী চৌধুরী বলেন, নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে আদালতে অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে কী না, সে বিষয়ে আদালত এখনোও কোনো আদেশ দেননি। আবেদনটি আদেশের জন্য প্রক্রিয়াধীন আছে।

ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
৮ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
১১ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে, পিটিয়ে দুই পা থেঁতলে দেওয়া হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর গাড়ির গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্বজনদের।
২৮ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ৯ জন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে