নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ডিবি পরিচয়ে চট্টগ্রামে মামা-ভাগনেকে অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার ও চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেন।
এর আগে রোববার নগরীর টেক্সটাইল মোড় থেকে ডিবি পরিচয়ে তাঁদের তুলে নিয়ে যায় অপহরণকারীরা।
আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।
অপহৃত ব্যক্তিরা হলেন নগরীর বায়েজিদ থানার বাংলাবাজার এলাকার বাসিন্দা ফয়েজ উদ্দিন (২৫) ও তাঁর ভাগনে রবিউল ইমতিয়াজ উদ্দিন সায়েদ (১৮)। অপর দিকে গ্রেপ্তার দুজন হলেন মো. ইসলাম সিদ্দিকী (৩০) ও মো. রাসেল (৩০)।
মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. রইছ উদ্দিন বলেন, গত রোববার রাত আনুমানিক ৯টায় বায়েজিদ থানার বাংলাবাজার এলাকার বাসিন্দা ফয়েজ উদ্দিন ও তাঁর ভাগনে রবিউল ইমতিয়াজ উদ্দিন সায়েদ জরুরি কাগজপত্র ফটোকপির জন্য মোটরসাইকেলে বাসা থেকে বের হন। এ সময় টেক্সটাইল মোড়ে দু-তিনটি মোটরসাইকেলে আসা অপহরণকারীরা নিজেদের ডিবি পরিচয়ে তাঁদের জোরপূর্বক তুলে নিয়ে যায়।
ওই দিন রাত সাড়ে ১১টায় মোবাইল ফোনে তাঁদের অক্ষত অবস্থায় পাওয়ার জন্য ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় ফোনের ওই পাশ থেকে অপহৃত ব্যক্তিদের মারধর করে কান্নার আওয়াজ শোনায় অপহরণকারীরা।
মো. রইছ উদ্দিন বলেন, এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবার পুলিশের দ্বারস্থ হলে সোমবার সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ইসলাম সিদ্দিকীকে নগরীর অক্সিজেন মোড় থেকে গ্রেপ্তার করে। পরে তাঁকে নিয়ে অভিযান চালিয়ে বায়েজিদ থানার ড্রিমল্যান্ড আবাসিক-২ এলাকার একটি পরিত্যক্ত ফ্রিজের ওয়ার্কশপ থেকে রাসেল নামের আরও একজনকে গ্রেপ্তারের পাশাপাশি সেখান থেকে অপহৃত ব্যক্তিদের উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের তিন-চারজন পালিয়ে যেতে সক্ষম হয়।
মো. রইছ উদ্দিন আরও বলেন, এ ঘটনায় বায়েজিদ থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ডিবি পরিচয়ে চট্টগ্রামে মামা-ভাগনেকে অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার ও চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেন।
এর আগে রোববার নগরীর টেক্সটাইল মোড় থেকে ডিবি পরিচয়ে তাঁদের তুলে নিয়ে যায় অপহরণকারীরা।
আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।
অপহৃত ব্যক্তিরা হলেন নগরীর বায়েজিদ থানার বাংলাবাজার এলাকার বাসিন্দা ফয়েজ উদ্দিন (২৫) ও তাঁর ভাগনে রবিউল ইমতিয়াজ উদ্দিন সায়েদ (১৮)। অপর দিকে গ্রেপ্তার দুজন হলেন মো. ইসলাম সিদ্দিকী (৩০) ও মো. রাসেল (৩০)।
মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. রইছ উদ্দিন বলেন, গত রোববার রাত আনুমানিক ৯টায় বায়েজিদ থানার বাংলাবাজার এলাকার বাসিন্দা ফয়েজ উদ্দিন ও তাঁর ভাগনে রবিউল ইমতিয়াজ উদ্দিন সায়েদ জরুরি কাগজপত্র ফটোকপির জন্য মোটরসাইকেলে বাসা থেকে বের হন। এ সময় টেক্সটাইল মোড়ে দু-তিনটি মোটরসাইকেলে আসা অপহরণকারীরা নিজেদের ডিবি পরিচয়ে তাঁদের জোরপূর্বক তুলে নিয়ে যায়।
ওই দিন রাত সাড়ে ১১টায় মোবাইল ফোনে তাঁদের অক্ষত অবস্থায় পাওয়ার জন্য ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় ফোনের ওই পাশ থেকে অপহৃত ব্যক্তিদের মারধর করে কান্নার আওয়াজ শোনায় অপহরণকারীরা।
মো. রইছ উদ্দিন বলেন, এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবার পুলিশের দ্বারস্থ হলে সোমবার সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ইসলাম সিদ্দিকীকে নগরীর অক্সিজেন মোড় থেকে গ্রেপ্তার করে। পরে তাঁকে নিয়ে অভিযান চালিয়ে বায়েজিদ থানার ড্রিমল্যান্ড আবাসিক-২ এলাকার একটি পরিত্যক্ত ফ্রিজের ওয়ার্কশপ থেকে রাসেল নামের আরও একজনকে গ্রেপ্তারের পাশাপাশি সেখান থেকে অপহৃত ব্যক্তিদের উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের তিন-চারজন পালিয়ে যেতে সক্ষম হয়।
মো. রইছ উদ্দিন আরও বলেন, এ ঘটনায় বায়েজিদ থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩৩ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩৬ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে