চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে ভোট গ্রহণ হবে আগামী ৬ মার্চ। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে নির্বাচনের তফসিল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) ও রিটার্নিং কর্মকর্তা মাহবুব হারুন চৌধুরী। এর আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচন দেওয়ার দাবিতে উপাচার্যকে চিঠি দেয় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতি এবং আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ও বিধিবিধান শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. মোজাম্মেল হক। তিনি বলেন, ‘সিন্ডিকেটে চারটি পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৬ মার্চ ভোট গ্রহণ হবে।’
গত বছরের ১৮ সেপ্টেম্বর সিন্ডিকেটে ডিন ক্যাটাগরিতে নির্বাচন চেয়ে উপাচার্যকে চিঠি দেয় বিশ্ববিদ্যালয়ের আট অনুষদের ডিন। চিঠি দেওয়ার ২২ দিন পরও নির্বাচনের কোনো উদ্যোগ না নেওয়ায় এ বিষয়ে উপাচার্যের কাছে জানতে চান ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক হেলাল উদ্দীন নিজামী। এ সময় উপাচার্য বসা থেকে উঠে ডিনকে শাসাতে থাকেন এবং নির্বাচন দেবেন না বলে জানান। পরে এ বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় ডিনকে ব্যাখ্যা দিতে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর ওই বছরের ৩ নভেম্বর সিন্ডিকেটে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরিতে নির্বাচন দিতে উপাচার্যকে চিঠি দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। চিঠিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য এক মাস সময় বেঁধে দেওয়া হয়। এই দাবিতে শিক্ষকেরা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেন। সর্বশেষ গত বছর ১৪ নভেম্বর সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি ছাড়া আর কোনো সভা না করতে উপাচার্যকে চিঠি দেয় আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে ভোট গ্রহণ হবে আগামী ৬ মার্চ। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে নির্বাচনের তফসিল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) ও রিটার্নিং কর্মকর্তা মাহবুব হারুন চৌধুরী। এর আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচন দেওয়ার দাবিতে উপাচার্যকে চিঠি দেয় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতি এবং আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ও বিধিবিধান শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. মোজাম্মেল হক। তিনি বলেন, ‘সিন্ডিকেটে চারটি পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৬ মার্চ ভোট গ্রহণ হবে।’
গত বছরের ১৮ সেপ্টেম্বর সিন্ডিকেটে ডিন ক্যাটাগরিতে নির্বাচন চেয়ে উপাচার্যকে চিঠি দেয় বিশ্ববিদ্যালয়ের আট অনুষদের ডিন। চিঠি দেওয়ার ২২ দিন পরও নির্বাচনের কোনো উদ্যোগ না নেওয়ায় এ বিষয়ে উপাচার্যের কাছে জানতে চান ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক হেলাল উদ্দীন নিজামী। এ সময় উপাচার্য বসা থেকে উঠে ডিনকে শাসাতে থাকেন এবং নির্বাচন দেবেন না বলে জানান। পরে এ বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় ডিনকে ব্যাখ্যা দিতে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর ওই বছরের ৩ নভেম্বর সিন্ডিকেটে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরিতে নির্বাচন দিতে উপাচার্যকে চিঠি দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। চিঠিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য এক মাস সময় বেঁধে দেওয়া হয়। এই দাবিতে শিক্ষকেরা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেন। সর্বশেষ গত বছর ১৪ নভেম্বর সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি ছাড়া আর কোনো সভা না করতে উপাচার্যকে চিঠি দেয় আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
৪৪ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে