চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে ভোট গ্রহণ হবে আগামী ৬ মার্চ। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে নির্বাচনের তফসিল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) ও রিটার্নিং কর্মকর্তা মাহবুব হারুন চৌধুরী। এর আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচন দেওয়ার দাবিতে উপাচার্যকে চিঠি দেয় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতি এবং আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ও বিধিবিধান শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. মোজাম্মেল হক। তিনি বলেন, ‘সিন্ডিকেটে চারটি পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৬ মার্চ ভোট গ্রহণ হবে।’
গত বছরের ১৮ সেপ্টেম্বর সিন্ডিকেটে ডিন ক্যাটাগরিতে নির্বাচন চেয়ে উপাচার্যকে চিঠি দেয় বিশ্ববিদ্যালয়ের আট অনুষদের ডিন। চিঠি দেওয়ার ২২ দিন পরও নির্বাচনের কোনো উদ্যোগ না নেওয়ায় এ বিষয়ে উপাচার্যের কাছে জানতে চান ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক হেলাল উদ্দীন নিজামী। এ সময় উপাচার্য বসা থেকে উঠে ডিনকে শাসাতে থাকেন এবং নির্বাচন দেবেন না বলে জানান। পরে এ বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় ডিনকে ব্যাখ্যা দিতে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর ওই বছরের ৩ নভেম্বর সিন্ডিকেটে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরিতে নির্বাচন দিতে উপাচার্যকে চিঠি দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। চিঠিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য এক মাস সময় বেঁধে দেওয়া হয়। এই দাবিতে শিক্ষকেরা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেন। সর্বশেষ গত বছর ১৪ নভেম্বর সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি ছাড়া আর কোনো সভা না করতে উপাচার্যকে চিঠি দেয় আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে ভোট গ্রহণ হবে আগামী ৬ মার্চ। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে নির্বাচনের তফসিল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) ও রিটার্নিং কর্মকর্তা মাহবুব হারুন চৌধুরী। এর আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচন দেওয়ার দাবিতে উপাচার্যকে চিঠি দেয় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতি এবং আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ও বিধিবিধান শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. মোজাম্মেল হক। তিনি বলেন, ‘সিন্ডিকেটে চারটি পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৬ মার্চ ভোট গ্রহণ হবে।’
গত বছরের ১৮ সেপ্টেম্বর সিন্ডিকেটে ডিন ক্যাটাগরিতে নির্বাচন চেয়ে উপাচার্যকে চিঠি দেয় বিশ্ববিদ্যালয়ের আট অনুষদের ডিন। চিঠি দেওয়ার ২২ দিন পরও নির্বাচনের কোনো উদ্যোগ না নেওয়ায় এ বিষয়ে উপাচার্যের কাছে জানতে চান ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক হেলাল উদ্দীন নিজামী। এ সময় উপাচার্য বসা থেকে উঠে ডিনকে শাসাতে থাকেন এবং নির্বাচন দেবেন না বলে জানান। পরে এ বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় ডিনকে ব্যাখ্যা দিতে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর ওই বছরের ৩ নভেম্বর সিন্ডিকেটে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরিতে নির্বাচন দিতে উপাচার্যকে চিঠি দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। চিঠিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য এক মাস সময় বেঁধে দেওয়া হয়। এই দাবিতে শিক্ষকেরা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেন। সর্বশেষ গত বছর ১৪ নভেম্বর সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি ছাড়া আর কোনো সভা না করতে উপাচার্যকে চিঠি দেয় আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
১৫ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৫ ঘণ্টা আগে