কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

যুবলীগ ও ছাত্রলীগের মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজন রাজুর বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জ উত্তর বাজারে এই ঘটনা ঘটে।
হামলার ঘটনায় হাসপাতালে ৯ জন চিকিৎসা নিলেও ১৫ জন আহত হওয়ার দাবি করেছেন কমলনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন রশিদ চৌধুরী। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জন্টু দাশ জানান, ঘটনার পরে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
হাসপাতালে ভর্তি আহতরা হলেন কমলনগর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজু ও সাহেবেরহাট ইউনিয়ন ছাত্রলীগের নেতা মো. শরীফ।
হারুন রশিদ চৌধুরী জানান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন ইমামকে গুলি করে হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আহ্বান করে কমলনগর উপজেলা ছাত্রলীগ। দুপুর সাড়ে ১২টার দিকে তোরাবগঞ্জ উত্তর বাজার এলাকায় নেতা-কর্মীরা মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন।
সাবেক চেয়ারম্যান আশরাফের নেতৃত্ব মোটরসাইকেল আরোহী একদল লোক এসে মানববন্ধনে অংশ নেওয়া নেতা-কর্মীদের রাস্তা ছেড়ে যেতে বলেন। এ নিয়ে হট্টগোল হলে মানববন্ধনকারীদের ওপর হামলা চালান আশারাফের লোকজন। এতে ছাত্রলীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগের ১৫ জন আহত হন বলে দাবি হারুন রশিদ চৌধুরীর।
অভিযোগের বিষয়ে জানতে আশরাফ উদ্দিন রাজন রাজুর মোবাইল ফোনে একাধিকবার কল করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তোরাবগঞ্জ বাজারের স্থানীয় লোকজন জানান, ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে সাবেক চেয়ারম্যান আশরাফের লোকজনের হাতাহাতির ঘটনা ঘটেছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, ‘তোরাবগঞ্জ বাজারে সংঘর্ষের খবর পেয়েছি। বিষয়টি পুরোপুরি জেনে সাংগঠনিক ব্যবস্থা নেব।’
ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয় বলে জানান কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় এনেছে। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

যুবলীগ ও ছাত্রলীগের মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজন রাজুর বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জ উত্তর বাজারে এই ঘটনা ঘটে।
হামলার ঘটনায় হাসপাতালে ৯ জন চিকিৎসা নিলেও ১৫ জন আহত হওয়ার দাবি করেছেন কমলনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন রশিদ চৌধুরী। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জন্টু দাশ জানান, ঘটনার পরে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
হাসপাতালে ভর্তি আহতরা হলেন কমলনগর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজু ও সাহেবেরহাট ইউনিয়ন ছাত্রলীগের নেতা মো. শরীফ।
হারুন রশিদ চৌধুরী জানান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন ইমামকে গুলি করে হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আহ্বান করে কমলনগর উপজেলা ছাত্রলীগ। দুপুর সাড়ে ১২টার দিকে তোরাবগঞ্জ উত্তর বাজার এলাকায় নেতা-কর্মীরা মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন।
সাবেক চেয়ারম্যান আশরাফের নেতৃত্ব মোটরসাইকেল আরোহী একদল লোক এসে মানববন্ধনে অংশ নেওয়া নেতা-কর্মীদের রাস্তা ছেড়ে যেতে বলেন। এ নিয়ে হট্টগোল হলে মানববন্ধনকারীদের ওপর হামলা চালান আশারাফের লোকজন। এতে ছাত্রলীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগের ১৫ জন আহত হন বলে দাবি হারুন রশিদ চৌধুরীর।
অভিযোগের বিষয়ে জানতে আশরাফ উদ্দিন রাজন রাজুর মোবাইল ফোনে একাধিকবার কল করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তোরাবগঞ্জ বাজারের স্থানীয় লোকজন জানান, ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে সাবেক চেয়ারম্যান আশরাফের লোকজনের হাতাহাতির ঘটনা ঘটেছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, ‘তোরাবগঞ্জ বাজারে সংঘর্ষের খবর পেয়েছি। বিষয়টি পুরোপুরি জেনে সাংগঠনিক ব্যবস্থা নেব।’
ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয় বলে জানান কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় এনেছে। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৬ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে