চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া থানার প্রধান ফটকে মোহাম্মদ উল্লাহ নামের এক সাংবাদিককে মারধর করে ছিনতাই করা হয়েছে। গতকাল রাতে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীর দলে কয়েকজন নারীও ছিলেন। ভুক্তভোগী সাংবাদিক দৈনিক মানবজমিনের চকরিয়া প্রতিনিধি।
এ ঘটনায় ওই সাংবাদিক একজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন। ভিডিওর সূত্র ধরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলার দরবেশকাটা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে তৌহিদুল ইসলাম (২৮) নামের এক যুবককে চিনতে পেরেছেন ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ উল্লাহ।
মোহাম্মদ উল্লাহ বলেন, ‘উপজেলা ভূমি অফিসের সামনে একটি রেস্তোরাঁ থেকে খাবার খেয়ে মোটরসাইকেলে ব্যক্তিগত অফিসে ফিরছিলাম। চকরিয়া থানার মূল ফটকের ৫০ গজ দূরে পৌঁছালে মোটরসাইকেল গতি রোধ করেন তৌহিদ ও তাঁর সঙ্গে থাকা কয়েক নারী। কিছু বুঝে ওঠার আগেই তাঁরা আমাকে মারধর করতে শুরু করেন। সঙ্গে থাকা জিনিস ছিনিয়ে নেন। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে শরীরে আঘাত করতে চাইলে বাইক ফেলে দৌড়ে থানার ভেতর ঢুকে যাই। কী কারণে আমার ওপর হামলা করেছে জানি না।’
এ বিষয়ে চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ এম ওমর আলী বলেন, ‘এক গণমাধ্যমকর্মীর পথ রোধ করে হামলা ও ছিনতাইয়ের ঘটনা খুবই দুঃখজনক। এ ঘটনার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ উল্লাহ বাদী হয়ে এজাহার দিয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।’

কক্সবাজারের চকরিয়া থানার প্রধান ফটকে মোহাম্মদ উল্লাহ নামের এক সাংবাদিককে মারধর করে ছিনতাই করা হয়েছে। গতকাল রাতে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীর দলে কয়েকজন নারীও ছিলেন। ভুক্তভোগী সাংবাদিক দৈনিক মানবজমিনের চকরিয়া প্রতিনিধি।
এ ঘটনায় ওই সাংবাদিক একজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন। ভিডিওর সূত্র ধরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলার দরবেশকাটা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে তৌহিদুল ইসলাম (২৮) নামের এক যুবককে চিনতে পেরেছেন ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ উল্লাহ।
মোহাম্মদ উল্লাহ বলেন, ‘উপজেলা ভূমি অফিসের সামনে একটি রেস্তোরাঁ থেকে খাবার খেয়ে মোটরসাইকেলে ব্যক্তিগত অফিসে ফিরছিলাম। চকরিয়া থানার মূল ফটকের ৫০ গজ দূরে পৌঁছালে মোটরসাইকেল গতি রোধ করেন তৌহিদ ও তাঁর সঙ্গে থাকা কয়েক নারী। কিছু বুঝে ওঠার আগেই তাঁরা আমাকে মারধর করতে শুরু করেন। সঙ্গে থাকা জিনিস ছিনিয়ে নেন। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে শরীরে আঘাত করতে চাইলে বাইক ফেলে দৌড়ে থানার ভেতর ঢুকে যাই। কী কারণে আমার ওপর হামলা করেছে জানি না।’
এ বিষয়ে চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ এম ওমর আলী বলেন, ‘এক গণমাধ্যমকর্মীর পথ রোধ করে হামলা ও ছিনতাইয়ের ঘটনা খুবই দুঃখজনক। এ ঘটনার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ উল্লাহ বাদী হয়ে এজাহার দিয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।’

ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
৯ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
১২ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে, পিটিয়ে দুই পা থেঁতলে দেওয়া হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর গাড়ির গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্বজনদের।
২৯ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ৯ জন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে