প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালীতে মাদক কারবারির কাজে বাধা দেওয়ায় শেখেরখীল ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিনকে উদ্দেশ করে গুলি ছোড়েন সন্ত্রাসীরা। আজ বুধবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। এ সময় অস্ত্র ও গুলিসহ নুর কাদের নামে একজনকে আটক করে থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটককৃত নুরুল কাদের শেখেরখীল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছিদ্দিক আহমেদ ছেলে।
স্থানীয় চেয়ারম্যানের ভাতিজা মোহাম্মদ ইকবাল জানান, চেয়ারম্যান রাস্তার কাজ পরিদর্শনে গেলে আগে থেকে উৎপেতে থাকা মাদক কারবারিরা বহদ্দারহাট এলাকায় চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলির আওয়াজ পেয়ে এলাকাবাসীরা এগিয়ে আসলে অস্ত্র ও গুলিসহ নুর কাদেরকে আটক করে এবং বাঁশখালী থানা-পুলিশে সোপর্দ করেন স্থানীয় চেয়ারম্যান।
এ বিষয়ে শেখেরখীল ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন বলেন, ৩ নম্বর ওয়ার্ডের বোচারপাড়া এলাকার বদিউল আলমের ছেলে আব্দুর রশিদ প্রকাশ রইস্যা মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এ কাজে তাঁর একটা বিশাল সিন্ডিকেট রয়েছে। আমি তাঁদের কাজে বাধা দিলে তাঁরা আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আজ বিকেলে চলমান রাস্তার কাজ পরিদর্শনে গেলে রইস্যার সহযোগী নুরুল কাদের আমাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে এলাকাবাসীর সহযোগিতায় অস্ত্রসহ তাঁকে ধরে বাঁশখালী থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বাঁশখালী থানা-পুলিশের এসআই দীপক কুমার সিংহ বলেন, ঘটনাস্থল থেকে এলাকাবাসী ও স্থানীয় চেয়ারম্যান নুরুল কাদের নামে একজনকে আটক করেছেন। এ সময় একটি দেশীয় অস্ত্র ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সফিউল কবীর বলেন, চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিনকে গুলি করার অপরাধে নুরুল কাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নুরুল কাদেরের বাম হাতে প্লাস্টার করা আছে। এ বিষয়ে তদন্ত করে প্রকৃত তথ্য উদ্ঘাটন করা হবে বলেও জানান তিনি।

চট্টগ্রামের বাঁশখালীতে মাদক কারবারির কাজে বাধা দেওয়ায় শেখেরখীল ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিনকে উদ্দেশ করে গুলি ছোড়েন সন্ত্রাসীরা। আজ বুধবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। এ সময় অস্ত্র ও গুলিসহ নুর কাদের নামে একজনকে আটক করে থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটককৃত নুরুল কাদের শেখেরখীল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছিদ্দিক আহমেদ ছেলে।
স্থানীয় চেয়ারম্যানের ভাতিজা মোহাম্মদ ইকবাল জানান, চেয়ারম্যান রাস্তার কাজ পরিদর্শনে গেলে আগে থেকে উৎপেতে থাকা মাদক কারবারিরা বহদ্দারহাট এলাকায় চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলির আওয়াজ পেয়ে এলাকাবাসীরা এগিয়ে আসলে অস্ত্র ও গুলিসহ নুর কাদেরকে আটক করে এবং বাঁশখালী থানা-পুলিশে সোপর্দ করেন স্থানীয় চেয়ারম্যান।
এ বিষয়ে শেখেরখীল ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন বলেন, ৩ নম্বর ওয়ার্ডের বোচারপাড়া এলাকার বদিউল আলমের ছেলে আব্দুর রশিদ প্রকাশ রইস্যা মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এ কাজে তাঁর একটা বিশাল সিন্ডিকেট রয়েছে। আমি তাঁদের কাজে বাধা দিলে তাঁরা আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আজ বিকেলে চলমান রাস্তার কাজ পরিদর্শনে গেলে রইস্যার সহযোগী নুরুল কাদের আমাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে এলাকাবাসীর সহযোগিতায় অস্ত্রসহ তাঁকে ধরে বাঁশখালী থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বাঁশখালী থানা-পুলিশের এসআই দীপক কুমার সিংহ বলেন, ঘটনাস্থল থেকে এলাকাবাসী ও স্থানীয় চেয়ারম্যান নুরুল কাদের নামে একজনকে আটক করেছেন। এ সময় একটি দেশীয় অস্ত্র ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সফিউল কবীর বলেন, চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিনকে গুলি করার অপরাধে নুরুল কাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নুরুল কাদেরের বাম হাতে প্লাস্টার করা আছে। এ বিষয়ে তদন্ত করে প্রকৃত তথ্য উদ্ঘাটন করা হবে বলেও জানান তিনি।

শূন্য ভিটার ওপর দাঁড়িয়ে আছে বসতঘরের অবকাঠামো। নেই বেড়া, ছাউনি। বৃষ্টির পানিতে ভিটার মাটি ধুয়ে সমতলে মিশে গেছে অনেক আগে। এসব ঘরে এখন আর মানুষ বসবাস করে না। এমন দৃশ্য নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউরের গুচ্ছগ্রামের ঘরগুলোর।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জলাতঙ্ক ইউনিটের দরজায় তালা ঝুলিয়ে সাঁটানো একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজেকশন-র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘ইনজেকশন-আরআইজি’ সরকারি সরবরাহ বন্ধ রয়েছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক খুনোখুনি থামছেই না। গত ১৬ মাসে উপজেলায় খুন হয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ৮ জন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং একজন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী।
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
৪ ঘণ্টা আগে