সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নের ৪ ওয়ার্ডের নব নির্বাচিত ইউনিয়ন সদস্য নূরুল আপছারের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পোলঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নির্বাচিত হওয়ার পর স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার সময় নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নূরুল হাসান এবং নিজামের অনুসারীরা এক হয়ে এই হামলা করেছেন বলে জানান ভুক্তভোগীর ভাগনে নজরুল ইসলাম জাবেদ ও স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার নির্বাচন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নূরুল হাসানের কেন্দ্রের এজেন্ট ফাহিমের সঙ্গে তর্ক বিতর্ক হয় হামলা শিকার ইউনিয়ন সদস্যের। ফাহিম এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজামের ভাই হামলায় সশরীরে অংশগ্রহণ করছেন বলে জানান স্থানীরা।
এ দিকে হামলার শিকার ইউপি সদস্য অবস্থা আশঙ্কা জনক। তাঁকে সন্দ্বীপ থেকে বর্তমানে চট্টগ্রাম নিয়ে আসা হয়েছে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন আহতের ভাগনে নজরুল ইসলাম জাবেদ। নজরুল ইসলাম জাবেদ জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী নূরুল হাসান এবং নিজামের অনুসারীরা এই হামলা চালিয়েছে।
হামলার বিষয়ে অভিযুক্ত নূরুল হাসান এবং নিজামের মুঠোফোনে কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।
অন্য দিকে নির্বাচনকে কেন্দ্র করে আজ সন্ধ্যা ৬টার দিকে রহমতপুর ইউনিয়নে রহমতপুর হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র আবু সামাদ হামলার শিকার হয়। সামাদের চাচা বলেন বিদ্রোহী প্রার্থীর ছেলের সঙ্গে চলাফেরা করার জন্য তাঁর ভাতিজার ওপর হামলা হয়েছে।
অন্যদিকে আজ বিকেল ৪টার দিকে মগধরা ৭ নম্বর ওয়ার্ডের প্যালিশ্যা বাজার এলাকায় ফরিদ নামের এক রিকশা চালক হামলার শিকার হয়েছেন। হামলার শিকার ফরিদ অভিযোগ করে বলেন, ‘আশরাফ, সোহাগসহ আরও ৩-৪ জন আমাকে মাইর ধর করে এবং আমাকে বউ ছেলে মেয়ে নিয়ে এলাকা ছেড়ে যেতে বলে। আমি কেন মহিলা মেম্বার প্রার্থী ঝরনা বেগমের নির্বাচনী ভাড়া মারছি এবং তাঁর নির্বাচনী প্রচারণা করছি এই জন্য তারা আমাকে মারছে।’
নির্বাচন পরবর্তী সহিংসতার বিষয়ে সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) জনাব নুর আহমেদ বলেন ‘আমাদের ১৫টি মোবাইল টিম এবং স্টাকিং ফোর্স মাঠে রয়েছে ম্যাসেজ আসার সাথে সাথে রেসপন্স করা হচ্ছে। ঘটনাগুলো সম্পর্কে আমরা অবগত আছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব।’

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নের ৪ ওয়ার্ডের নব নির্বাচিত ইউনিয়ন সদস্য নূরুল আপছারের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পোলঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নির্বাচিত হওয়ার পর স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার সময় নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নূরুল হাসান এবং নিজামের অনুসারীরা এক হয়ে এই হামলা করেছেন বলে জানান ভুক্তভোগীর ভাগনে নজরুল ইসলাম জাবেদ ও স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার নির্বাচন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নূরুল হাসানের কেন্দ্রের এজেন্ট ফাহিমের সঙ্গে তর্ক বিতর্ক হয় হামলা শিকার ইউনিয়ন সদস্যের। ফাহিম এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজামের ভাই হামলায় সশরীরে অংশগ্রহণ করছেন বলে জানান স্থানীরা।
এ দিকে হামলার শিকার ইউপি সদস্য অবস্থা আশঙ্কা জনক। তাঁকে সন্দ্বীপ থেকে বর্তমানে চট্টগ্রাম নিয়ে আসা হয়েছে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন আহতের ভাগনে নজরুল ইসলাম জাবেদ। নজরুল ইসলাম জাবেদ জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী নূরুল হাসান এবং নিজামের অনুসারীরা এই হামলা চালিয়েছে।
হামলার বিষয়ে অভিযুক্ত নূরুল হাসান এবং নিজামের মুঠোফোনে কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।
অন্য দিকে নির্বাচনকে কেন্দ্র করে আজ সন্ধ্যা ৬টার দিকে রহমতপুর ইউনিয়নে রহমতপুর হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র আবু সামাদ হামলার শিকার হয়। সামাদের চাচা বলেন বিদ্রোহী প্রার্থীর ছেলের সঙ্গে চলাফেরা করার জন্য তাঁর ভাতিজার ওপর হামলা হয়েছে।
অন্যদিকে আজ বিকেল ৪টার দিকে মগধরা ৭ নম্বর ওয়ার্ডের প্যালিশ্যা বাজার এলাকায় ফরিদ নামের এক রিকশা চালক হামলার শিকার হয়েছেন। হামলার শিকার ফরিদ অভিযোগ করে বলেন, ‘আশরাফ, সোহাগসহ আরও ৩-৪ জন আমাকে মাইর ধর করে এবং আমাকে বউ ছেলে মেয়ে নিয়ে এলাকা ছেড়ে যেতে বলে। আমি কেন মহিলা মেম্বার প্রার্থী ঝরনা বেগমের নির্বাচনী ভাড়া মারছি এবং তাঁর নির্বাচনী প্রচারণা করছি এই জন্য তারা আমাকে মারছে।’
নির্বাচন পরবর্তী সহিংসতার বিষয়ে সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) জনাব নুর আহমেদ বলেন ‘আমাদের ১৫টি মোবাইল টিম এবং স্টাকিং ফোর্স মাঠে রয়েছে ম্যাসেজ আসার সাথে সাথে রেসপন্স করা হচ্ছে। ঘটনাগুলো সম্পর্কে আমরা অবগত আছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব।’

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৩ ঘণ্টা আগে