লক্ষ্মীপুর প্রতিনিধি

বৈরী আবহাওয়ার কারণে ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। শনিবার সকাল ৬টার দিকে মজুচৌধুরীর হাট ফেরিঘাট থেকে ভোলার উদ্দেশে ফেরি ছেড়ে যায়। এর আগে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বৈরী আবহাওয়ার কারণে এই নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ। এতে করে দুপারে আটকা পড়ে কয়েক শ পণ্যবাহী পরিবহন।
মজুচৌধুরীর হাট ঘাটে অপেক্ষারত পণ্যবাহী ট্রাকচালক মহিউদ্দিন ও রুবেল মিয়া জানান, আবহাওয়া খারাপ ও নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ হয়। এতে অনেক দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। ফেরি চলাচল শুরু হলেও এখনো সিরিয়াল পাওয়া যায়নি। কখন সিরিয়াল পাব, সেটাও নিশ্চিত নয়। ঘাটে দুই দিন পড়ে থাকতে হয়েছে।
লঞ্চযাত্রী সৌরভ হোসেন বলেন, ‘লঞ্চ ও ফেরি বন্ধ সেটা জানা ছিল না। শুক্রবার বিকেলে ঘাটে এসে দেখি ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ। ফলে ভোলায় যেতে পারিনি। এখন ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। আশা করি এখন যেতে পারব।’
মজুচৌধুরীর হাট ফেরিঘাটের কর্মকর্তা মো. কেরামত উল্যাহ জানান, বৈরী আবহাওয়া এবং নদী উত্তাল থাকায় বৃহস্পতিবার দুপুরের দিকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করা হয়। পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় শনিবার সকাল থেকে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন পরিবহনচালক ও যাত্রীরা। আশা করি আবহাওয়া ভালো থাকলে ফেরি চলাচলে কোনো সমস্যা হবে না।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, বৈরী আবহাওয়ার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। এখন আবহাওয়া ভালো থাকায় ফের লঞ্চ ও ফেরি চলাচল শুরু হয়েছে। এ ছাড়া ঘাটে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। শনিবার সকাল ৬টার দিকে মজুচৌধুরীর হাট ফেরিঘাট থেকে ভোলার উদ্দেশে ফেরি ছেড়ে যায়। এর আগে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বৈরী আবহাওয়ার কারণে এই নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ। এতে করে দুপারে আটকা পড়ে কয়েক শ পণ্যবাহী পরিবহন।
মজুচৌধুরীর হাট ঘাটে অপেক্ষারত পণ্যবাহী ট্রাকচালক মহিউদ্দিন ও রুবেল মিয়া জানান, আবহাওয়া খারাপ ও নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ হয়। এতে অনেক দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। ফেরি চলাচল শুরু হলেও এখনো সিরিয়াল পাওয়া যায়নি। কখন সিরিয়াল পাব, সেটাও নিশ্চিত নয়। ঘাটে দুই দিন পড়ে থাকতে হয়েছে।
লঞ্চযাত্রী সৌরভ হোসেন বলেন, ‘লঞ্চ ও ফেরি বন্ধ সেটা জানা ছিল না। শুক্রবার বিকেলে ঘাটে এসে দেখি ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ। ফলে ভোলায় যেতে পারিনি। এখন ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। আশা করি এখন যেতে পারব।’
মজুচৌধুরীর হাট ফেরিঘাটের কর্মকর্তা মো. কেরামত উল্যাহ জানান, বৈরী আবহাওয়া এবং নদী উত্তাল থাকায় বৃহস্পতিবার দুপুরের দিকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করা হয়। পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় শনিবার সকাল থেকে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন পরিবহনচালক ও যাত্রীরা। আশা করি আবহাওয়া ভালো থাকলে ফেরি চলাচলে কোনো সমস্যা হবে না।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, বৈরী আবহাওয়ার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। এখন আবহাওয়া ভালো থাকায় ফের লঞ্চ ও ফেরি চলাচল শুরু হয়েছে। এ ছাড়া ঘাটে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
৬ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
১২ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
১৮ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে