নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের অন্যায্য হোল্ডিং ট্যাক্স আদায় বন্ধের দাবিতে আগামী ১৫ মার্চ ‘নগর ভবন ঘেরাও’ কর্মসূচি ঘোষণা দিয়েছে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ। এ ছাড়া নগরের গুরুত্বপূর্ণ স্থানে মাসব্যাপী সমাবেশ ও ৪১ ওয়ার্ডে সংগ্রাম কমিটি গঠনের কর্মসূচিও রয়েছে।
আজ সোমবার বিকেল ৩টায় চট্টগ্রাম নগরের কদমতলীর গণসমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের উদ্যোগে কদমতলী আবুল খায়ের মেম্বার চত্বরে চট্টগ্রাম সিটি করপোরেশনের অন্যায্য হোল্ডিং ট্যাক্স আদায় বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সংগ্রামী সভাপতি মো. নুরুল আবছার।
সভাপতি তাঁর বক্তব্যে হোল্ডিং ট্যাক্স বিরোধী আন্দোলন বেগবান করার লক্ষ্যে ৪১টি ওয়ার্ডে চলমান সংগ্রাম কমিটিতে নগরবাসীকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এই সমাবেশ থেকে সুরক্ষা পরিষদের সহসাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস পপি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন এবং ১৫ মার্চের নগর ভবন ঘেরাও কর্মসূচি সফল করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।
সমাবেশে সংগঠনের সিনিয়র সহসভাপতি সাবেক কাউন্সিলর আব্দুল মালেক বলেন, ‘একজন মেয়র সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত কর মওকুফ করার ক্ষমতা রাখেন। কিন্তু মেয়র কীভাবে ৪ / ৫ লাখ টাকা ছাড় দিচ্ছেন এটা আমার বোধগম্য নয়।’
এতে আরও বক্তব্য রাখেন—ইসমাইল উদ্দিন মনু, মীর মোহাম্মদ ইসলাম, কাজী শহীদুল হক স্বপন, মুজিবুল হক, এরশাদ হোসেন, মনির হোসেন, ওলি আহম্মদ, নুরুল হুদা তানভীর, হাসান ইমরান, সজ্জাদ হোসেন, হারুন উর রশীদ, মো. মফিজ, মো. হাসান, মো. নসু, জেকি ও মুন্নাসহ প্রমুখ।

চট্টগ্রাম সিটি করপোরেশনের অন্যায্য হোল্ডিং ট্যাক্স আদায় বন্ধের দাবিতে আগামী ১৫ মার্চ ‘নগর ভবন ঘেরাও’ কর্মসূচি ঘোষণা দিয়েছে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ। এ ছাড়া নগরের গুরুত্বপূর্ণ স্থানে মাসব্যাপী সমাবেশ ও ৪১ ওয়ার্ডে সংগ্রাম কমিটি গঠনের কর্মসূচিও রয়েছে।
আজ সোমবার বিকেল ৩টায় চট্টগ্রাম নগরের কদমতলীর গণসমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের উদ্যোগে কদমতলী আবুল খায়ের মেম্বার চত্বরে চট্টগ্রাম সিটি করপোরেশনের অন্যায্য হোল্ডিং ট্যাক্স আদায় বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সংগ্রামী সভাপতি মো. নুরুল আবছার।
সভাপতি তাঁর বক্তব্যে হোল্ডিং ট্যাক্স বিরোধী আন্দোলন বেগবান করার লক্ষ্যে ৪১টি ওয়ার্ডে চলমান সংগ্রাম কমিটিতে নগরবাসীকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এই সমাবেশ থেকে সুরক্ষা পরিষদের সহসাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস পপি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন এবং ১৫ মার্চের নগর ভবন ঘেরাও কর্মসূচি সফল করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।
সমাবেশে সংগঠনের সিনিয়র সহসভাপতি সাবেক কাউন্সিলর আব্দুল মালেক বলেন, ‘একজন মেয়র সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত কর মওকুফ করার ক্ষমতা রাখেন। কিন্তু মেয়র কীভাবে ৪ / ৫ লাখ টাকা ছাড় দিচ্ছেন এটা আমার বোধগম্য নয়।’
এতে আরও বক্তব্য রাখেন—ইসমাইল উদ্দিন মনু, মীর মোহাম্মদ ইসলাম, কাজী শহীদুল হক স্বপন, মুজিবুল হক, এরশাদ হোসেন, মনির হোসেন, ওলি আহম্মদ, নুরুল হুদা তানভীর, হাসান ইমরান, সজ্জাদ হোসেন, হারুন উর রশীদ, মো. মফিজ, মো. হাসান, মো. নসু, জেকি ও মুন্নাসহ প্রমুখ।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে