চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বেগম খালেদা জিয়া হলে ছাত্রলীগের চার নেত্রীর মধ্যে মারামারির ঘটনায় একজনকে শোকজ করেছে হল কর্তৃপক্ষ। পাশাপাশি ঘটনা তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে হলের সিনিয়র শিক্ষক ড. শাহ আলমকে আহ্বায়ক ও আবাসিক শিক্ষক উম্মে হাবিবাকে সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়।
ওই কমিটিতে দুই সহকারী প্রক্টর আহসানুল কবির ও হাসান মুহাম্মদ রোমানকে সদস্য করা হয়েছে। এ ঘটনায় হলের পরিবেশ নষ্ট করা, শৃঙ্খলা ভঙ্গ ও খারাপ আচরণের অভিযোগে তাসফিয়া জাসারাত নোলককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হল প্রশাসন।
ছাত্রলীগের চার নেত্রী হলেন শাখা ছাত্রলীগের উপ-স্কুলবিষয়ক সম্পাদক সীমা আরা শিমু, উপ-ছাত্রীবিষয়ক সম্পাদক সাজমুন নাহার ইষ্টি, উপ-কৃষি শিক্ষা সম্পাদক নির্জনা ইসলাম এবং উপ-তথ্য ও গবেষণা সম্পাদক তাসফিয়া জাসারাত নোলক।
বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইদুল ইসলাম সোহেল বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে হলের ২০৩ নম্বর কক্ষের ছাত্রীরা মারামারি করেন। এ ঘটনায় তাঁরা পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমাও দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে আমরা ব্যবস্থা নেব।’
হলের প্রভোস্ট আরও বলেন, ‘সাধারণ ছাত্রীরা তাসফিয়া জাসারাত নোলকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। ছাত্রীদের অভিযোগ যে, তিনি অসৌজন্যমূলক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এতে হলের পরিবেশ নষ্ট করছে। এ জন্য তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে হল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে শোকজ করেছেন।’
মারামারির বিষয়ে প্রভোস্ট জানান, দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে। এক পক্ষ অভিযোগে জানিয়েছে, নোলক ও নির্জনার পরিবারের কাছে মোবাইলে কল করে ইস্টি অভিযোগ করেছেন। কেন তাঁদের পরিবারের কল করেছেন এটি জানতে চেয়ে তাঁরা তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনায় জড়িয়ে পড়েন।
অপরপক্ষ অভিযোগ করেছে, ইস্টির পরিচিত আপু সীমা আর শিমুকে তর্কাতর্কি সময় মোবাইল করে নিয়ে আসেন এবং তাঁদের ছাড়ানোর চেষ্টা করেন। এ সময় সিমুর গেঞ্জি টান দেয়। এতে আহত হন তিনি। একই অভিযোগ নোলকও করেছেন। তাঁকে মেরে আহত করা হয়েছে বলে জানানো হয়েছে।
তবে ইস্টি ও শিমু বলছেন, তাঁদের শরীরে প্রথমে হাত তুলছেন নোলক ও নির্জনা। অন্যদিকে নোলক ও নির্জনা বলছেন, আমাদের তর্কাতর্কির একপর্যায়ে ইষ্টি আগে গায়ে হাত তুলছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বেগম খালেদা জিয়া হলে ছাত্রলীগের চার নেত্রীর মধ্যে মারামারির ঘটনায় একজনকে শোকজ করেছে হল কর্তৃপক্ষ। পাশাপাশি ঘটনা তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে হলের সিনিয়র শিক্ষক ড. শাহ আলমকে আহ্বায়ক ও আবাসিক শিক্ষক উম্মে হাবিবাকে সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়।
ওই কমিটিতে দুই সহকারী প্রক্টর আহসানুল কবির ও হাসান মুহাম্মদ রোমানকে সদস্য করা হয়েছে। এ ঘটনায় হলের পরিবেশ নষ্ট করা, শৃঙ্খলা ভঙ্গ ও খারাপ আচরণের অভিযোগে তাসফিয়া জাসারাত নোলককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হল প্রশাসন।
ছাত্রলীগের চার নেত্রী হলেন শাখা ছাত্রলীগের উপ-স্কুলবিষয়ক সম্পাদক সীমা আরা শিমু, উপ-ছাত্রীবিষয়ক সম্পাদক সাজমুন নাহার ইষ্টি, উপ-কৃষি শিক্ষা সম্পাদক নির্জনা ইসলাম এবং উপ-তথ্য ও গবেষণা সম্পাদক তাসফিয়া জাসারাত নোলক।
বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইদুল ইসলাম সোহেল বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে হলের ২০৩ নম্বর কক্ষের ছাত্রীরা মারামারি করেন। এ ঘটনায় তাঁরা পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমাও দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে আমরা ব্যবস্থা নেব।’
হলের প্রভোস্ট আরও বলেন, ‘সাধারণ ছাত্রীরা তাসফিয়া জাসারাত নোলকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। ছাত্রীদের অভিযোগ যে, তিনি অসৌজন্যমূলক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এতে হলের পরিবেশ নষ্ট করছে। এ জন্য তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে হল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে শোকজ করেছেন।’
মারামারির বিষয়ে প্রভোস্ট জানান, দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে। এক পক্ষ অভিযোগে জানিয়েছে, নোলক ও নির্জনার পরিবারের কাছে মোবাইলে কল করে ইস্টি অভিযোগ করেছেন। কেন তাঁদের পরিবারের কল করেছেন এটি জানতে চেয়ে তাঁরা তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনায় জড়িয়ে পড়েন।
অপরপক্ষ অভিযোগ করেছে, ইস্টির পরিচিত আপু সীমা আর শিমুকে তর্কাতর্কি সময় মোবাইল করে নিয়ে আসেন এবং তাঁদের ছাড়ানোর চেষ্টা করেন। এ সময় সিমুর গেঞ্জি টান দেয়। এতে আহত হন তিনি। একই অভিযোগ নোলকও করেছেন। তাঁকে মেরে আহত করা হয়েছে বলে জানানো হয়েছে।
তবে ইস্টি ও শিমু বলছেন, তাঁদের শরীরে প্রথমে হাত তুলছেন নোলক ও নির্জনা। অন্যদিকে নোলক ও নির্জনা বলছেন, আমাদের তর্কাতর্কির একপর্যায়ে ইষ্টি আগে গায়ে হাত তুলছেন।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে