হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের সব ধরনের নৌযোগাযোগ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। তবে ঢাকা থেকে ভোরে হাতিয়ায় পৌঁছা লঞ্চটি দুপুর ১২টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. কামাল হোসেন।
কামাল হোসেন জানান, প্রতিটি ঘাটে ইজারাদার প্রতিনিধিদের রাতে মোবাইল ফোনে এই নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের যাত্রী পারাপার ও পণ্যবাহী ট্রলার চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।
প্রশাসনের নির্দেশের পর মঙ্গলবার সকাল থেকে বন্ধ রয়েছে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাট রুটে যাত্রী পারাপার। চট্টগ্রাম-হাতিয়া রুটেও সরকারি যাত্রীবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
এদিকে ৪ নম্বর স্থানীয় সতর্কসংকেতের আওতায় পড়ায় হাতিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ১৭৭টি ইউনিটে একটি করে সিগন্যাল পতাকা উত্তোলন করা হয়েছে।
উপজেলা সিপিপি কর্মকর্তা বদিউজ্জামান জানান, সিপিপির সব ইউনিটের সদস্যদের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার সকাল থেকে হাতিয়ায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে অন্ধকার নেমে এসেছে। হাট-বাজারে মানুষের উপস্থিতি কমে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না।
উল্লেখ্য, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘হামুনে’ পরিণত হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের সব ধরনের নৌযোগাযোগ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। তবে ঢাকা থেকে ভোরে হাতিয়ায় পৌঁছা লঞ্চটি দুপুর ১২টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. কামাল হোসেন।
কামাল হোসেন জানান, প্রতিটি ঘাটে ইজারাদার প্রতিনিধিদের রাতে মোবাইল ফোনে এই নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের যাত্রী পারাপার ও পণ্যবাহী ট্রলার চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।
প্রশাসনের নির্দেশের পর মঙ্গলবার সকাল থেকে বন্ধ রয়েছে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাট রুটে যাত্রী পারাপার। চট্টগ্রাম-হাতিয়া রুটেও সরকারি যাত্রীবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
এদিকে ৪ নম্বর স্থানীয় সতর্কসংকেতের আওতায় পড়ায় হাতিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ১৭৭টি ইউনিটে একটি করে সিগন্যাল পতাকা উত্তোলন করা হয়েছে।
উপজেলা সিপিপি কর্মকর্তা বদিউজ্জামান জানান, সিপিপির সব ইউনিটের সদস্যদের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার সকাল থেকে হাতিয়ায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে অন্ধকার নেমে এসেছে। হাট-বাজারে মানুষের উপস্থিতি কমে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না।
উল্লেখ্য, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘হামুনে’ পরিণত হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৪ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৫ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ ঘণ্টা আগে