Ajker Patrika

৬ বছর পর দেশে ফিরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসীর

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৮ আগস্ট ২০২২, ২০: ১৭
৬ বছর পর দেশে ফিরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসীর

পরিবারের কাউকে না জানিয়ে গত তিন দিন আগে দেশে ফেরেন প্রবাসী সাজ্জাদ হোসেন (২২)। ৬ বছর পর দেশে ফেরা সাজ্জাদ আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রাউজান পৌর এলাকার চট্টগ্রাম-রাঙামাটি সড়কের বাইন্যা পুকুরপাড়ে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহত হয়েছেন সাজ্জাদের ফুপাতো ভাই মো. মিরাজ (১৮)। তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

জানা গেছে, নিহত সাজ্জাদ উপজেলার ৭ নং রাউজান সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মিয়াজান মাঝির বাড়ির মরহুম আব্দুস সালামের ছেলে। চার ভাইয়ের মাঝে সাজ্জাদ তৃতীয়। কয়েক বছর আগে অসুস্থতায় তাঁদের বাবা মারা যান। অন্যদিকে আহত মিরাজ একই ইউনিয়নের পূর্ব রাউজান এলাকার মো. মনছুরের ছেলে। তবে তিনি ছোট থেকেই মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকতেন। 

স্থানীয়রা জানান, মোটরসাইকেলযোগে নিহত সাজ্জাদ ও তাঁর ফুপাতো ভাই পৌর এলাকার বাইন্যা পুকুরপাড় হয়ে রাউজান সদরের দিকে আসছিলেন। পথিমধ্যে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন সাজ্জাদ। গুরুতর আহত হন মিরাজ। 

নিহত সাজ্জাদের পরিবারের সদস্যরা জানান, সাজ্জাদ ৬ বছর ওমানে ছিল। তাঁর বড় দুই ভাই দুবাই থাকে। গত তিন দিন আগে কাউকে কিছু না জানিয়ে হুট করেই দেশে আসে সাজ্জাদ। এমনকি প্রয়োজনীয় কাপড়ও নিয়ে আসেনি। সকালে জানায় কাপড় কিনতে রাউজান ফকিরহাট যাবে। পরে জানা যায়, দুর্ঘটনা হয়েছে। 

এই বিষয়ে রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল আজম বলেন, ‘লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে। নিহত সাজ্জাদের পরিবার ময়নাতদন্ত করতে চাচ্ছে না। তাই লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাঁরা চাইলে মামলা করতে পারবেন।’ 

মো. কামরুল আজম বলেন, ঘাতক ট্রাক চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি আটক করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত