Ajker Patrika

মায়ের মৃত্যুর একদিনের মাথায় মারা গেলেন ছেলে

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মায়ের মৃত্যুর একদিনের মাথায় মারা গেলেন ছেলে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মায়ের মৃত্যুর একদিনের মাথায় জান্টু মোল্লা (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

মা-ছেলের মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইদ্রিস মিয়া। তিনি বলেন, ‘মায়ের মৃত্যুশোকে ছেলের মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই মর্মান্তিক। শুনেছি তাঁদের শোকে পরিবারের আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন।’ 

জান্টু মোল্লা দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মৃত ইদ্রিস মোল্লার ছেলে।  তিনি স্ত্রী ও তিন মেয়েসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। 

জান্টু মোল্লার ছোট ভাই মো. হারুন মিয়া বলেন, ‘আজ (সোমবার) জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বড় ভাইকে দাফন করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে নিজ বাড়িতে মারা যান বড় ভাই।’ 

স্থানীয় লোকজন জানান, গত শুক্রবার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে মা রেজিয়া খাতুন (৭০) মারা যান। মায়ের মৃত্যুতে মাতম করছিলেন জান্টু মোল্লা। শোক সইতে না পেরে বিলাপ করতে থাকেন তিনি। এর মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে। 

স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবীর, সোহাগ ভূঁইয়া ও আলম মোল্লা বলেন, জান্টু মোল্লা মা ভক্ত ছিলেন। শুক্রবার রাতে মায়ের মৃত্যুর পর তিনি লাশের পাশে বসে কাঁদছিলেন। তাঁর মাকে কবর দেওয়ার পর শোক সইতে না পেরে বিলাপ করতে থাকেন তিনি। এরপর গতকাল রোববার রাত ৮টার দিকে বুকে ব্যথা ওঠে। কয়েক মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত