Ajker Patrika

বাঁশখালীতে সহকর্মীর লাঠির আঘাতে বেকারি শ্রমিক নিহত হওয়ার অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাঁশখালীতে সহকর্মীর লাঠির আঘাতে বেকারি শ্রমিক নিহত হওয়ার অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালীতে সহকর্মীর লাঠির আঘাতে শাহ-আলম (৩৮) নামের এক বেকারি শ্রমিক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার ভোরে পৌরসভার মায়ের দোয়া বেকারি থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত শাহ-আলম চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার মাইজপাড়া ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুপকানিয়া এলাকার মৃত নুর আহমেদের ছেলে। 

লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সুধাংশু শেখর হালদার। তিনি বলেন, ‘একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেকারিতে কাজ করার সময় দুই সহকর্মীর মধ্যে হাতাহাতি হয়। পরে আজ ভোর ৬টার দিকে মাহবুব আলম তাঁর সহকর্মী শাহ-আলমকে লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যান। বর্তমানে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মায়ের দোয়া বেকারিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বাঁশখালী পৌরসভার মাহবুব আলম ও সাতকানিয়া পৌরসভার শাহ-আলম। এতে বেকারিতে কাজ করার সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একই ঘটনায় দুজনের মধ্যে হাতাহাতিও হয়। অপরদিকে আজ ভোর ৬টার দিকে বেকারিতে ঘুমন্ত অবস্থায় সহকর্মী শাহ-আলমকে লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যান মাহবুব আলম। এতে শাহ-আলমের মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

সাফল্য পেতে বছরের শুরু থেকে বাদ দিন এই ৭ অভ্যাস

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান

আল জাজিরার বিশ্লেষণ: খালেদা জিয়ার উত্তরাধিকার কি তাঁর ছেলে এগিয়ে নিতে পারবেন?

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত