সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে নাশকতা মামলায় পৌর কাউন্সিলরসহ বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২৮ ডিসেম্বর) ভোরে উপজেলার পৌর সদরে মহাদেবপুর ও সোনাইছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সীতাকুণ্ডের পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ড মধ্যম মহাদেবপুর (সোবাহানবাগ) এলাকার পৌর কাউন্সিলর এ কে এম শামশুল আলম আজাদ (৫৬) ও উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকার যুবদল নেতা আবদুল গণি ওরফে সিজার (৩৮)। গ্রেপ্তার কাউন্সিলর আজাদ সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে চট্টগ্রাম জেলা বিএনপির সদস্য। আর আবদুল গণি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি।
পুলিশ জানিয়েছেন, নাশকতাকারীদের অর্থ জোগান দাতা হিসেবে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে গ্রেপ্তার হওয়া পৌর কাউন্সিলরের বিরুদ্ধে। একইভাবে মহাসড়কে নাশকতার ঘটনা জড়িত থাকাসহ টেরিয়াইল এলাকায় সংগঠিত নাশকতা মামলার এজাহারনামীয় আসামি যুবদল নেতা সিজার। বুধবার ভোরে পুলিশ পৃথক অভিযান চালিয়ে পৌরসভার সোবাহানবাগ এলাকার বাসা থেকে কাউন্সিলর আজাদকে এবং উপজেলার জোড়ামতল এলাকা থেকে যুবদল নেতা আবদুল গণি সিজারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
তবে উপজেলা বিএনপির দাবি, গ্রেপ্তার বিএনপির পৌর কাউন্সিলর ও যুবদল নেতার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। তাঁদের দুজনের বিরুদ্ধে পূর্বে যে মামলাগুলো ছিল, তাঁরা সবগুলোতে জামিনে রয়েছেন। পুলিশ পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠিয়েছে।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য গাজী সুজা উদ্দিন বলেন, ‘কাউন্সিলর আজাদের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল, সবগুলোতে তিনি জামিনে রয়েছেন। তাঁকে হয়রানি করতে পুলিশ পরিকল্পিতভাবে গ্রেপ্তার করেছে।’
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, গত ১৩ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ঘটনায় জড়িত শামশুল আলম আজাদ। এ ছাড়া সোনাইছড়ি থেকে গ্রেপ্তার আবদুল গণি উপজেলার টেরিয়াল এলাকায় নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি।
ওসি আরও বলেন, ‘কাউন্সিলর আজাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া একটি সংঘবদ্ধ দল নাশকতাসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। আর ওই সকল নাশকতাকারীদের অর্থ জোগান দাতার মধ্যে অন্যতম সে। গ্রেপ্তার পরবর্তীতে তাদের দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

চট্টগ্রামের সীতাকুণ্ডে নাশকতা মামলায় পৌর কাউন্সিলরসহ বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২৮ ডিসেম্বর) ভোরে উপজেলার পৌর সদরে মহাদেবপুর ও সোনাইছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সীতাকুণ্ডের পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ড মধ্যম মহাদেবপুর (সোবাহানবাগ) এলাকার পৌর কাউন্সিলর এ কে এম শামশুল আলম আজাদ (৫৬) ও উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকার যুবদল নেতা আবদুল গণি ওরফে সিজার (৩৮)। গ্রেপ্তার কাউন্সিলর আজাদ সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে চট্টগ্রাম জেলা বিএনপির সদস্য। আর আবদুল গণি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি।
পুলিশ জানিয়েছেন, নাশকতাকারীদের অর্থ জোগান দাতা হিসেবে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে গ্রেপ্তার হওয়া পৌর কাউন্সিলরের বিরুদ্ধে। একইভাবে মহাসড়কে নাশকতার ঘটনা জড়িত থাকাসহ টেরিয়াইল এলাকায় সংগঠিত নাশকতা মামলার এজাহারনামীয় আসামি যুবদল নেতা সিজার। বুধবার ভোরে পুলিশ পৃথক অভিযান চালিয়ে পৌরসভার সোবাহানবাগ এলাকার বাসা থেকে কাউন্সিলর আজাদকে এবং উপজেলার জোড়ামতল এলাকা থেকে যুবদল নেতা আবদুল গণি সিজারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
তবে উপজেলা বিএনপির দাবি, গ্রেপ্তার বিএনপির পৌর কাউন্সিলর ও যুবদল নেতার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। তাঁদের দুজনের বিরুদ্ধে পূর্বে যে মামলাগুলো ছিল, তাঁরা সবগুলোতে জামিনে রয়েছেন। পুলিশ পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠিয়েছে।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য গাজী সুজা উদ্দিন বলেন, ‘কাউন্সিলর আজাদের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল, সবগুলোতে তিনি জামিনে রয়েছেন। তাঁকে হয়রানি করতে পুলিশ পরিকল্পিতভাবে গ্রেপ্তার করেছে।’
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, গত ১৩ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ঘটনায় জড়িত শামশুল আলম আজাদ। এ ছাড়া সোনাইছড়ি থেকে গ্রেপ্তার আবদুল গণি উপজেলার টেরিয়াল এলাকায় নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি।
ওসি আরও বলেন, ‘কাউন্সিলর আজাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া একটি সংঘবদ্ধ দল নাশকতাসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। আর ওই সকল নাশকতাকারীদের অর্থ জোগান দাতার মধ্যে অন্যতম সে। গ্রেপ্তার পরবর্তীতে তাদের দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
১০ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
২০ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
২৮ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে