রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে অবস্থান করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা হলও ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন। প্রশাসনের এমন উদ্যোগকে ‘শিক্ষার্থীবিরোধী’ বলে দাবি করছেন তাঁরা।
বিকেলে চুয়েটের প্রধান প্রবেশপথসহ চারদিকের সব গেট অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। তাঁরা শিক্ষক এবং কর্মচারী কাউকে বের হতে দেননি। সেই সঙ্গে চুয়েটের প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে দেন তাঁরা।
বিকেল ৫টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তাঁরা জানিয়েছেন, তাঁদের হলে বিদ্যুৎ ও পানির সংযোগ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তাঁরা এর প্রতিবাদ জানিয়ে চুয়েট বন্ধের ঘোষণা দ্রুত ফিরিয়ে নিতে বলেন।
তাৎক্ষণিক এ সংবাদ সম্মেলনে চুয়েট শিক্ষার্থীরা বলেন, ‘আমরা এই নির্দেশ প্রত্যাখ্যান করছি। আমরা হল ত্যাগ করব না।’ সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার আহ্বান জানান তাঁরা।
এ বিষয়ে চুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ‘মিটিংয়ে আছেন’ বলে জানান।
চুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, ‘চুয়েট একাডেমিক কাউন্সিল সভায় চুয়েট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সব শিক্ষার্থীকে বিকেল ৫টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে।’
এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণার পর চট্টগ্রাম-কাপ্তাই সড়কে শাহ আমানতের দুটি বাসে আগুন দেওয়া হয়।
এর আগে আজ সকাল থেকেই চতুর্থ দিনের মতো ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন চুয়েট শিক্ষার্থীরা। প্রতিবাদের অংশ হিসেবে তাঁরা প্রতিটি বিভাগের প্রবেশপথে তালা ঝুলিয়ে দেন। সেই সঙ্গে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে অবস্থান করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা হলও ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন। প্রশাসনের এমন উদ্যোগকে ‘শিক্ষার্থীবিরোধী’ বলে দাবি করছেন তাঁরা।
বিকেলে চুয়েটের প্রধান প্রবেশপথসহ চারদিকের সব গেট অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। তাঁরা শিক্ষক এবং কর্মচারী কাউকে বের হতে দেননি। সেই সঙ্গে চুয়েটের প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে দেন তাঁরা।
বিকেল ৫টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তাঁরা জানিয়েছেন, তাঁদের হলে বিদ্যুৎ ও পানির সংযোগ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তাঁরা এর প্রতিবাদ জানিয়ে চুয়েট বন্ধের ঘোষণা দ্রুত ফিরিয়ে নিতে বলেন।
তাৎক্ষণিক এ সংবাদ সম্মেলনে চুয়েট শিক্ষার্থীরা বলেন, ‘আমরা এই নির্দেশ প্রত্যাখ্যান করছি। আমরা হল ত্যাগ করব না।’ সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার আহ্বান জানান তাঁরা।
এ বিষয়ে চুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ‘মিটিংয়ে আছেন’ বলে জানান।
চুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, ‘চুয়েট একাডেমিক কাউন্সিল সভায় চুয়েট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সব শিক্ষার্থীকে বিকেল ৫টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে।’
এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণার পর চট্টগ্রাম-কাপ্তাই সড়কে শাহ আমানতের দুটি বাসে আগুন দেওয়া হয়।
এর আগে আজ সকাল থেকেই চতুর্থ দিনের মতো ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন চুয়েট শিক্ষার্থীরা। প্রতিবাদের অংশ হিসেবে তাঁরা প্রতিটি বিভাগের প্রবেশপথে তালা ঝুলিয়ে দেন। সেই সঙ্গে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
৩ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৩৯ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৪১ মিনিট আগে