কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কক্সবাজার জেলায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে উপকূলীয় এলাকার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বেড়ে যাওয়ায় সেন্ট মার্টিনসহ বিভিন্ন এলাকায় বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। বৃহস্পতিবার দুপুরে জোয়ারের পানিতে ভেসে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।
কক্সবাজার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল শনিবার পর্যন্ত ভারী ও অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।
এদিকে জেলার মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার সদর, টেকনাফ ও পেকুয়া উপজেলায় ভাঙা বা ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে গ্রামগুলো প্লাবিত হয়। কিছু এলাকায় সমুদ্রের পানি বেড়িবাঁধ উপচে ঢুকে পড়েছে। মেরিন ড্রাইভ সড়কের কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে এবং সমুদ্রসৈকতের অন্তত তিন কিলোমিটার ঝাউবন উপড়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় এক থেকে তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এ কারণে কক্সবাজারসহ চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহ্উদ্দিন জানান, উপকূলীয় এলাকায় প্লাবিত গ্রামগুলোর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ জরুরি ভিত্তিতে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করা হচ্ছে বলেও তিনি জানান।

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কক্সবাজার জেলায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে উপকূলীয় এলাকার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বেড়ে যাওয়ায় সেন্ট মার্টিনসহ বিভিন্ন এলাকায় বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। বৃহস্পতিবার দুপুরে জোয়ারের পানিতে ভেসে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।
কক্সবাজার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল শনিবার পর্যন্ত ভারী ও অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।
এদিকে জেলার মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার সদর, টেকনাফ ও পেকুয়া উপজেলায় ভাঙা বা ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে গ্রামগুলো প্লাবিত হয়। কিছু এলাকায় সমুদ্রের পানি বেড়িবাঁধ উপচে ঢুকে পড়েছে। মেরিন ড্রাইভ সড়কের কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে এবং সমুদ্রসৈকতের অন্তত তিন কিলোমিটার ঝাউবন উপড়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় এক থেকে তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এ কারণে কক্সবাজারসহ চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহ্উদ্দিন জানান, উপকূলীয় এলাকায় প্লাবিত গ্রামগুলোর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ জরুরি ভিত্তিতে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করা হচ্ছে বলেও তিনি জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
২ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৩ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে