Ajker Patrika

চট্টগ্রামে ছিনতাই করা অটোরিকশা কুরিয়ারে বগুড়ায় পাঠিয়ে বিক্রি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ছিনতাই করা অটোরিকশা কুরিয়ারে বগুড়ায় পাঠিয়ে বিক্রি

চট্টগ্রামে যাত্রী বেশে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর কুরিয়ারে বগুড়ায় পাঠিয়ে দুই লাখ ৬০ হাজার টাকা বিক্রি করা হয়। সেখানে সাবেক এক সেনা সদস্য গাড়িটি ক্রয় করেন। এমন তথ্য পেয়ে পুলিশ অভিযানে নেমে অটোরিকশাটি উদ্ধার ও চোরাই গাড়ি কেনার অভিযোগে সাবেক সেনা সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করে। আজ বুধবার এই তথ্য জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ। 

গ্রেপ্তাররা হলেন–বগুড়া জেলার সোনাতলা থানার গড়ামাড়া গ্রামের বাসিন্দা সাবেক সেনা সদস্য মো. সাজু শেখ (৩৭), ফেনীর জয়নগর গ্রামের ইমরান হাসান (২৭), চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটার মো. সৈকত (২২), একই উপজেলার বড় উঠান ইউনিয়নের কায়সার হামিদ (৩৪), চরলক্ষ্যা গ্রামের সালাউদ্দিন (৩০), নোয়াখালী কোম্পানীগঞ্জ থানার হাবিবুল কিবরিয়া (২২) ও আনোয়ারা উপজেলার কিল্টন দে (২৯)। 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২ এপ্রিল ভোরে নগরীর কোতোয়ালি থানার তিন পুলের মাথা থেকে চার ছিনতাইকারী আনোয়ারায় যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশাটি ভাড়া করে। পরে বড় উঠান ইউনিয়নের ফকিরনীরহাট কাঁচা বাজারের সামনে পৌঁছালে ছুরির ভয় দেখিয়ে চালকের হাত-পা ও মুখ বেঁধে ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনিয়ে নেয়। এই ঘটনায় ৬ এপ্রিল অটোরিকশার মালিক এসএম আব্দুল জলিল বাদী হয়ে থানায় একটি মামলা করেন।’ 

ওসি বলেন, ‘মামলার প্রেক্ষিতে প্রথমে আমরা চট্টগ্রাম নগরী থেকে দু’জনকে গ্রেপ্তার করি। তাঁদের দুজনের কাছে গাড়ির কাগজপত্রগুলো ও মিটার জব্দ করা হয়। পরে বাকিদেরও গ্রেপ্তার করা হয়।’ 

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, অটোরিকশাটি ছিনতাইয়ের পর চকরিয়ায় উপজেলায় একটি কুরিয়ার সার্ভিসে করে গাড়িটি বগুড়ায় পাঠিয়ে দেয়। সেখানে সাবেক এক সেনা সদস্যের কাছে ২ লাখ ৬০ হাজার টাকায় গাড়িটি বিক্রি করে। পরে সেখানে গিয়ে অটোরিকশাটি জব্দের পর আজ চট্টগ্রামে আনা হয়েছে। উদ্ধারের পর দেখা যায়, গাড়িটির পুরো চেহারায় পাল্টে ফেলে দেওয়া হয়েছে।’ 

দুলাল মাহমুদ আরও বলেন, ‘ছিনতাইয়ের গাড়ি সাবেক সেনা সদস্যের কাছ থেকে উদ্ধার হওয়ায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া কুরিয়ারে মালামাল পাঠানোর ক্ষেত্রে বৈধতা যাচাই-বাছাই করে পাঠানোর কথা। ছিনতাই করা অটোরিকশাটির কাগজপত্র যাচাই-বাছাই না করে কীভাবে পাঠানো হয়েছিল সেটা তদন্ত চলছে। এই ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত