নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে যাত্রী বেশে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর কুরিয়ারে বগুড়ায় পাঠিয়ে দুই লাখ ৬০ হাজার টাকা বিক্রি করা হয়। সেখানে সাবেক এক সেনা সদস্য গাড়িটি ক্রয় করেন। এমন তথ্য পেয়ে পুলিশ অভিযানে নেমে অটোরিকশাটি উদ্ধার ও চোরাই গাড়ি কেনার অভিযোগে সাবেক সেনা সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করে। আজ বুধবার এই তথ্য জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
গ্রেপ্তাররা হলেন–বগুড়া জেলার সোনাতলা থানার গড়ামাড়া গ্রামের বাসিন্দা সাবেক সেনা সদস্য মো. সাজু শেখ (৩৭), ফেনীর জয়নগর গ্রামের ইমরান হাসান (২৭), চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটার মো. সৈকত (২২), একই উপজেলার বড় উঠান ইউনিয়নের কায়সার হামিদ (৩৪), চরলক্ষ্যা গ্রামের সালাউদ্দিন (৩০), নোয়াখালী কোম্পানীগঞ্জ থানার হাবিবুল কিবরিয়া (২২) ও আনোয়ারা উপজেলার কিল্টন দে (২৯)।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২ এপ্রিল ভোরে নগরীর কোতোয়ালি থানার তিন পুলের মাথা থেকে চার ছিনতাইকারী আনোয়ারায় যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশাটি ভাড়া করে। পরে বড় উঠান ইউনিয়নের ফকিরনীরহাট কাঁচা বাজারের সামনে পৌঁছালে ছুরির ভয় দেখিয়ে চালকের হাত-পা ও মুখ বেঁধে ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনিয়ে নেয়। এই ঘটনায় ৬ এপ্রিল অটোরিকশার মালিক এসএম আব্দুল জলিল বাদী হয়ে থানায় একটি মামলা করেন।’
ওসি বলেন, ‘মামলার প্রেক্ষিতে প্রথমে আমরা চট্টগ্রাম নগরী থেকে দু’জনকে গ্রেপ্তার করি। তাঁদের দুজনের কাছে গাড়ির কাগজপত্রগুলো ও মিটার জব্দ করা হয়। পরে বাকিদেরও গ্রেপ্তার করা হয়।’
তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, অটোরিকশাটি ছিনতাইয়ের পর চকরিয়ায় উপজেলায় একটি কুরিয়ার সার্ভিসে করে গাড়িটি বগুড়ায় পাঠিয়ে দেয়। সেখানে সাবেক এক সেনা সদস্যের কাছে ২ লাখ ৬০ হাজার টাকায় গাড়িটি বিক্রি করে। পরে সেখানে গিয়ে অটোরিকশাটি জব্দের পর আজ চট্টগ্রামে আনা হয়েছে। উদ্ধারের পর দেখা যায়, গাড়িটির পুরো চেহারায় পাল্টে ফেলে দেওয়া হয়েছে।’
দুলাল মাহমুদ আরও বলেন, ‘ছিনতাইয়ের গাড়ি সাবেক সেনা সদস্যের কাছ থেকে উদ্ধার হওয়ায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া কুরিয়ারে মালামাল পাঠানোর ক্ষেত্রে বৈধতা যাচাই-বাছাই করে পাঠানোর কথা। ছিনতাই করা অটোরিকশাটির কাগজপত্র যাচাই-বাছাই না করে কীভাবে পাঠানো হয়েছিল সেটা তদন্ত চলছে। এই ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

চট্টগ্রামে যাত্রী বেশে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর কুরিয়ারে বগুড়ায় পাঠিয়ে দুই লাখ ৬০ হাজার টাকা বিক্রি করা হয়। সেখানে সাবেক এক সেনা সদস্য গাড়িটি ক্রয় করেন। এমন তথ্য পেয়ে পুলিশ অভিযানে নেমে অটোরিকশাটি উদ্ধার ও চোরাই গাড়ি কেনার অভিযোগে সাবেক সেনা সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করে। আজ বুধবার এই তথ্য জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
গ্রেপ্তাররা হলেন–বগুড়া জেলার সোনাতলা থানার গড়ামাড়া গ্রামের বাসিন্দা সাবেক সেনা সদস্য মো. সাজু শেখ (৩৭), ফেনীর জয়নগর গ্রামের ইমরান হাসান (২৭), চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটার মো. সৈকত (২২), একই উপজেলার বড় উঠান ইউনিয়নের কায়সার হামিদ (৩৪), চরলক্ষ্যা গ্রামের সালাউদ্দিন (৩০), নোয়াখালী কোম্পানীগঞ্জ থানার হাবিবুল কিবরিয়া (২২) ও আনোয়ারা উপজেলার কিল্টন দে (২৯)।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২ এপ্রিল ভোরে নগরীর কোতোয়ালি থানার তিন পুলের মাথা থেকে চার ছিনতাইকারী আনোয়ারায় যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশাটি ভাড়া করে। পরে বড় উঠান ইউনিয়নের ফকিরনীরহাট কাঁচা বাজারের সামনে পৌঁছালে ছুরির ভয় দেখিয়ে চালকের হাত-পা ও মুখ বেঁধে ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনিয়ে নেয়। এই ঘটনায় ৬ এপ্রিল অটোরিকশার মালিক এসএম আব্দুল জলিল বাদী হয়ে থানায় একটি মামলা করেন।’
ওসি বলেন, ‘মামলার প্রেক্ষিতে প্রথমে আমরা চট্টগ্রাম নগরী থেকে দু’জনকে গ্রেপ্তার করি। তাঁদের দুজনের কাছে গাড়ির কাগজপত্রগুলো ও মিটার জব্দ করা হয়। পরে বাকিদেরও গ্রেপ্তার করা হয়।’
তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, অটোরিকশাটি ছিনতাইয়ের পর চকরিয়ায় উপজেলায় একটি কুরিয়ার সার্ভিসে করে গাড়িটি বগুড়ায় পাঠিয়ে দেয়। সেখানে সাবেক এক সেনা সদস্যের কাছে ২ লাখ ৬০ হাজার টাকায় গাড়িটি বিক্রি করে। পরে সেখানে গিয়ে অটোরিকশাটি জব্দের পর আজ চট্টগ্রামে আনা হয়েছে। উদ্ধারের পর দেখা যায়, গাড়িটির পুরো চেহারায় পাল্টে ফেলে দেওয়া হয়েছে।’
দুলাল মাহমুদ আরও বলেন, ‘ছিনতাইয়ের গাড়ি সাবেক সেনা সদস্যের কাছ থেকে উদ্ধার হওয়ায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া কুরিয়ারে মালামাল পাঠানোর ক্ষেত্রে বৈধতা যাচাই-বাছাই করে পাঠানোর কথা। ছিনতাই করা অটোরিকশাটির কাগজপত্র যাচাই-বাছাই না করে কীভাবে পাঠানো হয়েছিল সেটা তদন্ত চলছে। এই ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৫ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৫ ঘণ্টা আগে