Ajker Patrika

কুতুবদিয়ায় গ্যাস সিলিন্ডার গুদামে আগুন

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়ায় অনুমোদনহীন এলপি গ্যাস সিলিন্ডার গুদামে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা
কক্সবাজারের কুতুবদিয়ায় অনুমোদনহীন এলপি গ্যাস সিলিন্ডার গুদামে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের কুতুবদিয়ায় অনুমোদনহীন এলপি গ্যাস সিলিন্ডার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ সোমবার বিকেলে ধুরুংবাজারের পশ্চিমপাশে অলিপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অলিপাড়ার বাসিন্দা সাইফুল ইসলাম প্রকাশ গুন্নু মাঝি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাড়িতে বিভিন্ন কোম্পানির এলপি গ্যাস সিলিন্ডার মজুত করে ব্যবসা করে আসছেন। আজ বিকেল সাড়ে ৪টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুরো বাড়িতে আগুন লেগে যায়। এ সময় বাড়িতে রাখা প্রচুর সামুদ্রিক জালও পুড়ে যায়।

ধুরুংবাজারের ধুরুং স্টোরের মালিক যমুনা অয়েল ও গ্যাসের ডিলার এস এম মঞ্জুর এবং আল্লাহর দান গ্যাসের ডিলার শহিদুল ইসলাম জানান, গুন্নু মাঝি বাড়িতে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার মজুত করে মাপে কমবেশি করে রি-লোড করে ব্যবসা করে আসছেন। রি-লোড করতে গিয়ে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা তাঁদের।

প্রাথমিক তথ্যমতে, ওই বাড়ির উঠানে থাকা কোটি টাকার জাল ও ২০০ গ্যাসের সিলিন্ডার পুড়ে গেছে। তবে সময়মতো আগুন নেভাতে পারায় পাকা ভবন রক্ষা পেয়েছে।

এ বিষয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে টিম প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস লিকেজের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত