কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে গোয়ালঘর থেকে ভিজিএফের চাল উদ্ধার হওয়ার ঘটনার তদন্ত প্রতিবেদন দুই মাসেও আলোর মুখ দেখেনি। এতে এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, এই ঘটনার সঙ্গে স্থানীয় চর মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও তাঁর লোকজন জড়িত। চেয়ারম্যানের প্রভাবে অপরাধীদের রক্ষা করতে তদন্ত বিলম্ব করা হচ্ছে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা। তবে সংশ্লিষ্টরা বলছেন, নির্ভুল ও গ্রহণযোগ্য তদন্তের জন্য প্রতিবেদন দিতে বিলম্ব হচ্ছে।
জানা গেছে, আজ মঙ্গলবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি। এর আগে ২৬ এপ্রিল রমজানের ঈদ সামনে রেখে দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ভিজিএফের চাল চরমার্টিন ইউনিয়ন পরিষদ থেকে গোপনে গোয়ালঘরে এনে রাখা হয়। পরে পরিষদ সংলগ্ন ওই গোয়ালঘরে সাত বস্তা সরকারি চাল পাওয়া যায়। খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও চরমার্টিন ইউপির তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) মোর্শেদ আলম চালগুলো জব্দ করেন।
জানা গেছে, ঘটনার দিন সকাল থেকে চরমার্টিন ইউপির দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের চাল বিতরণ করা হয়। অভিযোগ উঠে, সেখানকার ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী তাঁর ঘনিষ্ঠ লোকজন দিয়ে বেনামে টোকেনের মাধ্যমে চাল সংগ্রহ করে গোয়ালঘরে বস্তা ভরে রাখেন। বিষয়টি জানাজানি হলে চালের বস্তা রিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাত বস্তা চাল জব্দ করা হয়। ওই সময় জড়িতরা পালিয়ে যান।
এ ঘটনায় কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। সেই কমিটিতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইকতারুল ইসলামকে প্রধান করা হয়। অথচ কমিটি হওয়ার দুই মাস পার হলেও তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি। কিন্তু তদন্ত কমিটি তিন কার্যদিবসে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী বলেন, তদন্তে করতে কর্মকর্তারা সরেজমিন এসেছেন। এতে কোনো প্রভাব বিস্তার করা হয়নি। এসব ঘটনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
তদন্তের বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইকতারুল ইসলাম বলেন, তদন্ত শেষ হয়েছে, কিন্তু জমা দেওয়া হয়নি। আগামী বৃহস্পতিবার দেওয়া হবে।

লক্ষ্মীপুরের কমলনগরে গোয়ালঘর থেকে ভিজিএফের চাল উদ্ধার হওয়ার ঘটনার তদন্ত প্রতিবেদন দুই মাসেও আলোর মুখ দেখেনি। এতে এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, এই ঘটনার সঙ্গে স্থানীয় চর মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও তাঁর লোকজন জড়িত। চেয়ারম্যানের প্রভাবে অপরাধীদের রক্ষা করতে তদন্ত বিলম্ব করা হচ্ছে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা। তবে সংশ্লিষ্টরা বলছেন, নির্ভুল ও গ্রহণযোগ্য তদন্তের জন্য প্রতিবেদন দিতে বিলম্ব হচ্ছে।
জানা গেছে, আজ মঙ্গলবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি। এর আগে ২৬ এপ্রিল রমজানের ঈদ সামনে রেখে দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ভিজিএফের চাল চরমার্টিন ইউনিয়ন পরিষদ থেকে গোপনে গোয়ালঘরে এনে রাখা হয়। পরে পরিষদ সংলগ্ন ওই গোয়ালঘরে সাত বস্তা সরকারি চাল পাওয়া যায়। খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও চরমার্টিন ইউপির তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) মোর্শেদ আলম চালগুলো জব্দ করেন।
জানা গেছে, ঘটনার দিন সকাল থেকে চরমার্টিন ইউপির দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের চাল বিতরণ করা হয়। অভিযোগ উঠে, সেখানকার ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী তাঁর ঘনিষ্ঠ লোকজন দিয়ে বেনামে টোকেনের মাধ্যমে চাল সংগ্রহ করে গোয়ালঘরে বস্তা ভরে রাখেন। বিষয়টি জানাজানি হলে চালের বস্তা রিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাত বস্তা চাল জব্দ করা হয়। ওই সময় জড়িতরা পালিয়ে যান।
এ ঘটনায় কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। সেই কমিটিতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইকতারুল ইসলামকে প্রধান করা হয়। অথচ কমিটি হওয়ার দুই মাস পার হলেও তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি। কিন্তু তদন্ত কমিটি তিন কার্যদিবসে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী বলেন, তদন্তে করতে কর্মকর্তারা সরেজমিন এসেছেন। এতে কোনো প্রভাব বিস্তার করা হয়নি। এসব ঘটনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
তদন্তের বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইকতারুল ইসলাম বলেন, তদন্ত শেষ হয়েছে, কিন্তু জমা দেওয়া হয়নি। আগামী বৃহস্পতিবার দেওয়া হবে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৪ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৪ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে