নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চট্টগ্রামে পৃথক আট মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পৃথক তিনটি আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সদর কোর্টের পরিদর্শক (প্রসিকিউশন) হাবিবুর রহমান।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে চট্টগ্রামের মিরসরাই ও জোরারগঞ্জ থানার আটটি মামলায় মোশাররফকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। এসব মামলার শুনানিতে হাজিরার জন্য গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে সাবেক মন্ত্রীকে ঢাকা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এরপর আজ (১৫ জানুয়ারি) সকালে তাঁকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়।
চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানির আদালত পাঁচটি মামলায় মোশাররফকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। অন্যদিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালতে পৃথক তিনটি মামলাতেও তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এ সময় মোশাররফের আইনজীবীরা প্রতিটি মামলায় তাঁর জামিনের আবেদন করেন। আদালত সেগুলো নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ছাড়া মোশাররফের পক্ষে ডিভিশনের আবেদন করা হলে শুনানি শেষে আদালত এ বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছিলেন তাঁর ছেলে মাহবুব রহমান রুহেল। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর ২৭ অক্টোবর তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
২০১৭ সালে কক্সবাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামে একাধিক মামলা হয়েছে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চট্টগ্রামে পৃথক আট মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পৃথক তিনটি আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সদর কোর্টের পরিদর্শক (প্রসিকিউশন) হাবিবুর রহমান।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে চট্টগ্রামের মিরসরাই ও জোরারগঞ্জ থানার আটটি মামলায় মোশাররফকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। এসব মামলার শুনানিতে হাজিরার জন্য গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে সাবেক মন্ত্রীকে ঢাকা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এরপর আজ (১৫ জানুয়ারি) সকালে তাঁকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়।
চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানির আদালত পাঁচটি মামলায় মোশাররফকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। অন্যদিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালতে পৃথক তিনটি মামলাতেও তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এ সময় মোশাররফের আইনজীবীরা প্রতিটি মামলায় তাঁর জামিনের আবেদন করেন। আদালত সেগুলো নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ছাড়া মোশাররফের পক্ষে ডিভিশনের আবেদন করা হলে শুনানি শেষে আদালত এ বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছিলেন তাঁর ছেলে মাহবুব রহমান রুহেল। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর ২৭ অক্টোবর তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
২০১৭ সালে কক্সবাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামে একাধিক মামলা হয়েছে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে