
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেওয়া নিয়ে চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরাফাত হোসেন তারেক, যুগ্ম আহ্বায়ক মাহিম উদ্দিন, জাহেদ হোসেন, মিঠু, আলতাফ হোসেন হৃদয় ও শুভ দাশ।
আহতদের মধ্যে আলতাফ হোসেন হৃদয় ও শুভ দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওহিউদ্দিন সুমন।
সাধারণ ছাত্র-ছাত্রীরা জানান, মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের শেষ পর্যায়ে লোহার রড, লাঠি, কিরিচ নিয়ে দুই পক্ষ মারামারি শুরু করে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে কলেজ ক্যাম্পাসে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
আহত কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরফাত হোসেন তারেক বলেন, ‘কলেজের অনুষ্ঠানে কোনো পক্ষের কাউকে বক্তব্য না দেওয়ার কথা ছিল। আমুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান অনুসারীরা বক্তব্য দেওয়ার চেষ্টা করলে আমরা তাঁদের নিষেধ করি। এ সময় তাঁরা আমাদের দুজন সদস্যকে আটকে রাখেন কলেজের কক্ষে। ওদের ছাড়িয়ে আনতে গেলে বহিরাগত লোকজন এনে হামলা চালান নোমান অনুসারীরা।’
তবে বিষয়টি অস্বীকার করে কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোরশেদুল আলম ইরফান বলেন, ‘মহান স্বাধীনতা দিবসের প্রোগ্রাম বানচাল করতেই ওরা হামলা চালিয়ে আমাদের ছেলেদের আহত করেছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।’
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, কলেজে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পুলিশ বিষয়টি দেখছে। এখন কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৭ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
৯ মিনিট আগে