আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মেয়েকে অপহরণের অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার। আজ বুধবার দুপুরে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা গ্রামের বিল্লাল ভূঁইয়ার বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী তরুণীর মা বিলকিছ বেগম। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, পার্শ্ববর্তী এলাকা হীরাপুর গ্রামের মৃত জানু মিয়ার ছেলে মনিরুল ইসলাম ওরফে মনির মাস্টার (৩৭) এক সময় তাঁর মেয়েকে প্রাইভেট পড়াতেন। এ সময় ওই শিক্ষক তাঁর মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ার চেষ্টা করেন। সে সময় তাঁরা মান সম্মানের কথা চিন্তা করে মেয়েকে অন্যখানে বিয়ে দেন। বর্তমানে তাদের মেয়ের স্বামী প্রবাসে রয়েছেন। মেয়ের বর্তমানে ১৭ মাস বয়সী ছেলে সন্তানও রয়েছে।
কিন্তু বিয়ের পরও মনির মাস্টার তাঁর মেয়ের সঙ্গে যোগাযোগ রাখতে চাইলে, তাঁকে নিষেধ করা হয়। এ কারণে মনির মাস্টার তাঁদের ওপর ক্ষিপ্ত হয়ে আদালতে মারধরের একটি ‘মিথ্যা’ মামলা দিয়ে নানাভাবে হয়রানি করে আসছেন। গত ২০ জুলাই তিনি তাঁর মেয়েকে নিয়ে ওই মামলার হাজিরা দিতে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যান। সেখান থেকে ফেরার সময় মনির মাস্টার ও তাঁর সঙ্গীরা আদালত গেটের সামনে থেকে তাঁর মেয়েকে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাঁর মেয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় আদালতে মামলা করেছেন তাঁরা।
ভুক্তভোগী তরুণীর মা বিলকিছ বেগম অভিযোগ করে বলেন, ‘মনির মাস্টার আমার মেয়েকে গোপন কোনো জায়গায় লুকিয়ে রেখেছে। তাঁর কবল থেকে মেয়েকে উদ্ধারের জন্য স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকসহ প্রশাসনের কাছে দাবি জানাই।’
কান্নাজড়িতে কণ্ঠে বিলকিস বেগম বলেন, ‘১৭ মাস বয়সী আমার নাতিটি মাকে না দেখে কান্নাকাটি করে। কিছু খেতে চায় না। দিন দিন না খেয়ে সে অসুস্থ হয়ে পড়ছে। মনির মাস্টার আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছে। সে মঙ্গলবার রাতেও আমাকে ফোন দিয়ে সংবাদ সম্মেলন না করার জন্য হুমকি দিয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ সব অভিযোগ সত্য নয়। আমি কাউকে অপহরণ করিনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমাকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করার জন্য এসব অভিযোগ করা হচ্ছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—ভুক্তভোগী তরুণীর দেড় বছর বয়সী শিশু, তরুণীর বাবা, শ্বশুর-শাশুড়ি ও পরিবারের লোকজন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মেয়েকে অপহরণের অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার। আজ বুধবার দুপুরে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা গ্রামের বিল্লাল ভূঁইয়ার বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী তরুণীর মা বিলকিছ বেগম। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, পার্শ্ববর্তী এলাকা হীরাপুর গ্রামের মৃত জানু মিয়ার ছেলে মনিরুল ইসলাম ওরফে মনির মাস্টার (৩৭) এক সময় তাঁর মেয়েকে প্রাইভেট পড়াতেন। এ সময় ওই শিক্ষক তাঁর মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ার চেষ্টা করেন। সে সময় তাঁরা মান সম্মানের কথা চিন্তা করে মেয়েকে অন্যখানে বিয়ে দেন। বর্তমানে তাদের মেয়ের স্বামী প্রবাসে রয়েছেন। মেয়ের বর্তমানে ১৭ মাস বয়সী ছেলে সন্তানও রয়েছে।
কিন্তু বিয়ের পরও মনির মাস্টার তাঁর মেয়ের সঙ্গে যোগাযোগ রাখতে চাইলে, তাঁকে নিষেধ করা হয়। এ কারণে মনির মাস্টার তাঁদের ওপর ক্ষিপ্ত হয়ে আদালতে মারধরের একটি ‘মিথ্যা’ মামলা দিয়ে নানাভাবে হয়রানি করে আসছেন। গত ২০ জুলাই তিনি তাঁর মেয়েকে নিয়ে ওই মামলার হাজিরা দিতে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যান। সেখান থেকে ফেরার সময় মনির মাস্টার ও তাঁর সঙ্গীরা আদালত গেটের সামনে থেকে তাঁর মেয়েকে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাঁর মেয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় আদালতে মামলা করেছেন তাঁরা।
ভুক্তভোগী তরুণীর মা বিলকিছ বেগম অভিযোগ করে বলেন, ‘মনির মাস্টার আমার মেয়েকে গোপন কোনো জায়গায় লুকিয়ে রেখেছে। তাঁর কবল থেকে মেয়েকে উদ্ধারের জন্য স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকসহ প্রশাসনের কাছে দাবি জানাই।’
কান্নাজড়িতে কণ্ঠে বিলকিস বেগম বলেন, ‘১৭ মাস বয়সী আমার নাতিটি মাকে না দেখে কান্নাকাটি করে। কিছু খেতে চায় না। দিন দিন না খেয়ে সে অসুস্থ হয়ে পড়ছে। মনির মাস্টার আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছে। সে মঙ্গলবার রাতেও আমাকে ফোন দিয়ে সংবাদ সম্মেলন না করার জন্য হুমকি দিয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ সব অভিযোগ সত্য নয়। আমি কাউকে অপহরণ করিনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমাকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করার জন্য এসব অভিযোগ করা হচ্ছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—ভুক্তভোগী তরুণীর দেড় বছর বয়সী শিশু, তরুণীর বাবা, শ্বশুর-শাশুড়ি ও পরিবারের লোকজন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৪ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৪ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে