চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তির পৌর এলাকায় খোরশেদ নামের চিহ্নিত এক মাদক কারবারির বিরুদ্ধে মানববন্ধন চলার সময় সেখানে উপস্থিত হয়ে অপরাধের এ পথ থেকে ফিরতে এলাকাবাসীর সহায়তা ও ক্ষমা চেয়েছেন ওই মাদক কারবারি । গতকাল শুক্রবার রাত ৮টায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই এলাকার শীর্ষ মাদক কারবারি খোরশেদ আলম ও তাঁর স্ত্রী রাবেয়া আক্তার রুম্পার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ দীর্ঘদিনের। ইতিপূর্বে তাঁদের বিরুদ্ধে ২৮টি মাদক মামলা হয়েছে। জামিনে এসেই তাঁরা আবার মাদকের কেনাবেচা শুরু করেন। সম্প্রতি তাঁদের বিরুদ্ধে অর্থের লোভ দেখিয়ে কম বয়স্কদের দিয়ে মাদক পরিবহনের অভিযোগ করেন এলাকাবাসী।
প্রতিবাদে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন শুক্রবার রাতে যুবসমাজকে রক্ষায় দাবিতে এলাকার বটতলায় একটি মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে তাঁরা বিষয়টির আইনগত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপে কামনা করেন।
এই মানববন্ধন চলাকালে মাদক কারবারি খোরশেদ নিজেই হাজির হয়ে তার অপরাধ স্বীকার করে এলাকাবাসীর সহযোগিতা চান।
প্রকাশ্যে এলাকাবাসীর উদ্দেশে খোরশেদ বলেন, ‘আমার বিরুদ্ধে ২৩টি ও আমার স্ত্রীর বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। কিছু হলেই পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। আমি এ পথ থেকে ফিরে আসতে চাই, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি আর মাদক বিক্রি করব না।’
এ ছাড়া মাদক কারবারি ওই দম্পতি ভবিষ্যতে এ কারবারে আর যুক্ত হবে না মর্মে স্ট্যাম্পের মাধ্যমে এলাকাবাসীর কাছে অঙ্গীকার করেন।
এলাকাবাসীর মধ্যে মানববন্ধনে বক্তব্য দেন অহিদুর রহমান, হাজী মোহাম্মদ হারুনুর রশিদ, শহীদুল ইসলাম খোকন, তানিউল আলম সাম্মি, সালামুতুল্লাহ সেলিম, আনিছুর রহমান, মিজানুর রহমান, জহিরুল ইসলাম, আরিফ হোসেন প্রমুখ।

চাঁদপুরের শাহরাস্তির পৌর এলাকায় খোরশেদ নামের চিহ্নিত এক মাদক কারবারির বিরুদ্ধে মানববন্ধন চলার সময় সেখানে উপস্থিত হয়ে অপরাধের এ পথ থেকে ফিরতে এলাকাবাসীর সহায়তা ও ক্ষমা চেয়েছেন ওই মাদক কারবারি । গতকাল শুক্রবার রাত ৮টায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই এলাকার শীর্ষ মাদক কারবারি খোরশেদ আলম ও তাঁর স্ত্রী রাবেয়া আক্তার রুম্পার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ দীর্ঘদিনের। ইতিপূর্বে তাঁদের বিরুদ্ধে ২৮টি মাদক মামলা হয়েছে। জামিনে এসেই তাঁরা আবার মাদকের কেনাবেচা শুরু করেন। সম্প্রতি তাঁদের বিরুদ্ধে অর্থের লোভ দেখিয়ে কম বয়স্কদের দিয়ে মাদক পরিবহনের অভিযোগ করেন এলাকাবাসী।
প্রতিবাদে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন শুক্রবার রাতে যুবসমাজকে রক্ষায় দাবিতে এলাকার বটতলায় একটি মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে তাঁরা বিষয়টির আইনগত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপে কামনা করেন।
এই মানববন্ধন চলাকালে মাদক কারবারি খোরশেদ নিজেই হাজির হয়ে তার অপরাধ স্বীকার করে এলাকাবাসীর সহযোগিতা চান।
প্রকাশ্যে এলাকাবাসীর উদ্দেশে খোরশেদ বলেন, ‘আমার বিরুদ্ধে ২৩টি ও আমার স্ত্রীর বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। কিছু হলেই পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। আমি এ পথ থেকে ফিরে আসতে চাই, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি আর মাদক বিক্রি করব না।’
এ ছাড়া মাদক কারবারি ওই দম্পতি ভবিষ্যতে এ কারবারে আর যুক্ত হবে না মর্মে স্ট্যাম্পের মাধ্যমে এলাকাবাসীর কাছে অঙ্গীকার করেন।
এলাকাবাসীর মধ্যে মানববন্ধনে বক্তব্য দেন অহিদুর রহমান, হাজী মোহাম্মদ হারুনুর রশিদ, শহীদুল ইসলাম খোকন, তানিউল আলম সাম্মি, সালামুতুল্লাহ সেলিম, আনিছুর রহমান, মিজানুর রহমান, জহিরুল ইসলাম, আরিফ হোসেন প্রমুখ।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে