চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় তিন পুলিশকে কুপিয়ে অস্ত্র ছিনতাই মামলার প্রধান আসামি মোহাম্মদ রাকিবকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদ রাকিব (১৯) উপজেলার বরইতলী ইউনিয়নের হাফালিয়াকাটা গ্রামের মোরারপাড়ার আব্দুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় হারবাং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুনের নেতৃত্বে তিন পুলিশ সদস্য টহল দিচ্ছিলেন। এ সময় মছনিয়াকাটা স্টেশনে রাকিব নামে ওই যুবক কিরিচ নিয়ে সড়কে এসে দাঁড়ায়।
তাঁকে আটকের চেষ্টা করলে ৪০ থেকে ৫০ জন লোক জড়ো হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। তারা পুলিশের একটি শটগান ছিনিয়ে নিয়ে যায়। হামলায় এসআই শামীম, কনস্টেবল তারিকুল ও মামুন গুরুতর আহত হন।
এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় হারবাং পুলিশ ফাঁড়ির এসআই অপু দে বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আসামি দেখানো হয় আরও ১৫ থেকে ২০ জনকে। মামলার প্রধান আসামি মো. রাকিবসহ ১৬ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাইছার হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশকে কুপিয়ে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি রাকিবসহ ১৬ জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশ মাঠে রয়েছে। রাকিবের বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।’

কক্সবাজারের চকরিয়ায় তিন পুলিশকে কুপিয়ে অস্ত্র ছিনতাই মামলার প্রধান আসামি মোহাম্মদ রাকিবকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদ রাকিব (১৯) উপজেলার বরইতলী ইউনিয়নের হাফালিয়াকাটা গ্রামের মোরারপাড়ার আব্দুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় হারবাং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুনের নেতৃত্বে তিন পুলিশ সদস্য টহল দিচ্ছিলেন। এ সময় মছনিয়াকাটা স্টেশনে রাকিব নামে ওই যুবক কিরিচ নিয়ে সড়কে এসে দাঁড়ায়।
তাঁকে আটকের চেষ্টা করলে ৪০ থেকে ৫০ জন লোক জড়ো হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। তারা পুলিশের একটি শটগান ছিনিয়ে নিয়ে যায়। হামলায় এসআই শামীম, কনস্টেবল তারিকুল ও মামুন গুরুতর আহত হন।
এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় হারবাং পুলিশ ফাঁড়ির এসআই অপু দে বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আসামি দেখানো হয় আরও ১৫ থেকে ২০ জনকে। মামলার প্রধান আসামি মো. রাকিবসহ ১৬ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাইছার হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশকে কুপিয়ে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি রাকিবসহ ১৬ জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশ মাঠে রয়েছে। রাকিবের বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।’

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১২ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২২ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৩৪ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে