নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নারী ইউপি সদস্যের অফিস থেকে নুরুল আলম (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকার নারী ইউপি সদস্য আছিয়া বেগমের (৫০) অফিস থেকে লাশটি উদ্ধার করে কর্ণফুলী থানা–পুলিশ।
লাশ উদ্ধারের ঘটনায় ইউপি সদস্য আছিয়া বেগম, কোরবান আলী (২৮) ও মোহাম্মদ পারভেজ (২২) নামের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ইছানগর এলাকায় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য আছিয়া বেগম থানায় এসে জানান, ৫০ হাজার টাকা পাওনা থাকায় তিনি নুরুল আলম নামের ওই ব্যক্তিকে তাঁর অফিসে আটকে রাখেন। কয়েক ঘণ্টা পর অফিস খুলে দেখেন নুরুল আলম আত্মহত্যা করেছেন।
কর্ণফুলী থানার ওসি (তদন্ত) ফেরদৌস হোসেন জানান, নুরুল আলমের কাছে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকার ইউপি সদস্য আছিয়া বেগমের ৫০ হাজার টাকা পাওনা ছিল। তাই পাওনা টাকা আদায়ে আছিয়া বেগম নুরুল আলমকে অফিসে আটকে রাখেন। আটকে রাখার কয়েক ঘণ্টা পর নুরুল আলমের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহত নুরুল আলম একই এলাকার মৃত শরফ আলীর ছেলে। তাঁর শরীরে লুঙ্গি ও গেঞ্জি ছিল।
ফেরদৌস হোসেন আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হচ্ছে।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নারী ইউপি সদস্যের অফিস থেকে নুরুল আলম (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকার নারী ইউপি সদস্য আছিয়া বেগমের (৫০) অফিস থেকে লাশটি উদ্ধার করে কর্ণফুলী থানা–পুলিশ।
লাশ উদ্ধারের ঘটনায় ইউপি সদস্য আছিয়া বেগম, কোরবান আলী (২৮) ও মোহাম্মদ পারভেজ (২২) নামের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ইছানগর এলাকায় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য আছিয়া বেগম থানায় এসে জানান, ৫০ হাজার টাকা পাওনা থাকায় তিনি নুরুল আলম নামের ওই ব্যক্তিকে তাঁর অফিসে আটকে রাখেন। কয়েক ঘণ্টা পর অফিস খুলে দেখেন নুরুল আলম আত্মহত্যা করেছেন।
কর্ণফুলী থানার ওসি (তদন্ত) ফেরদৌস হোসেন জানান, নুরুল আলমের কাছে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকার ইউপি সদস্য আছিয়া বেগমের ৫০ হাজার টাকা পাওনা ছিল। তাই পাওনা টাকা আদায়ে আছিয়া বেগম নুরুল আলমকে অফিসে আটকে রাখেন। আটকে রাখার কয়েক ঘণ্টা পর নুরুল আলমের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহত নুরুল আলম একই এলাকার মৃত শরফ আলীর ছেলে। তাঁর শরীরে লুঙ্গি ও গেঞ্জি ছিল।
ফেরদৌস হোসেন আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হচ্ছে।

সোমবার ভোরে বাবুল মিয়ার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা বাইরে থেকে লাগানো দেখতে পান। তাঁর ডাকে পরিবারের অন্য সদস্যরা জেগে ওঠেন। বাবলু মিয়ার ছোট ছেলে ঘরে গিয়ে বিছানায় তার মায়ের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। তবে ঘরে বা বাড়িতে বাবলু মিয়াকে খুঁজে পাওয়া যায়নি।
১২ মিনিট আগে
নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে। তার আগে সবাই মনোনয়নসহ সাংবিধানিক বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে।’
১ ঘণ্টা আগে
শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
২ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে