Ajker Patrika

ছাত্রলীগ নেতার গ্রেপ্তারের খবরে থানায় গিয়ে বাবার মৃত্যু

ফেনী প্রতিনিধি
আলী আকবর। ছবি: সংগৃহীত
আলী আকবর। ছবি: সংগৃহীত

ছেলেকে গ্রেপ্তার করেছে খবর শুনে বাবা আলী আকবর থানায় ছুটে যান। হাজতখানায় ছেলেকে দেখে মুহূর্তেই স্ট্রোক করেন তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে শর্তসাপেক্ষে আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটে গতকাল বুধবার (২ জুলাই) রাতে ফেনী সদর মডেল থানায়।

জানা যায়, গতকাল বিকেলে শহরের শর্শদী স্কুলের সামনে থেকে আলী হোসেন ফাহাদ (২০) নামের একজনকে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে মডেল থানায় হস্তান্তর করে। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন শর্শদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গ্রেপ্তারের খবর শুনে তাঁর বাবা আলী আকবর থানায় ছুটে যান।

থানার ভেতরে ছেলেকে আটক অবস্থায় দেখে মুহূর্তেই স্ট্রোক করেন তিনি। পরে তাঁকে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আলী আকবরের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

পরিবারের দাবি, ফাহাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তবুও তাঁকে অকারণে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে ফেনী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা আজকের পত্রিকাকে বলেন, ‘মডেল থানার অনুরোধে আমাদের সহযোগিতায় ফাহাদকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়েছে।’

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ফাহাদ সরাসরি কোনো মামলার এজাহারভুক্ত আসামি না হলেও সন্দিগ্ধ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। বাবার মৃত্যুর বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনা করে শর্তসাপেক্ষে তাঁকে আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে জানাল বিবিসি

তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত