ফেনী প্রতিনিধি
ছেলেকে গ্রেপ্তার করেছে খবর শুনে বাবা আলী আকবর থানায় ছুটে যান। হাজতখানায় ছেলেকে দেখে মুহূর্তেই স্ট্রোক করেন তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে শর্তসাপেক্ষে আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটে গতকাল বুধবার (২ জুলাই) রাতে ফেনী সদর মডেল থানায়।
জানা যায়, গতকাল বিকেলে শহরের শর্শদী স্কুলের সামনে থেকে আলী হোসেন ফাহাদ (২০) নামের একজনকে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে মডেল থানায় হস্তান্তর করে। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন শর্শদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গ্রেপ্তারের খবর শুনে তাঁর বাবা আলী আকবর থানায় ছুটে যান।
থানার ভেতরে ছেলেকে আটক অবস্থায় দেখে মুহূর্তেই স্ট্রোক করেন তিনি। পরে তাঁকে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আলী আকবরের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
পরিবারের দাবি, ফাহাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তবুও তাঁকে অকারণে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ফেনী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা আজকের পত্রিকাকে বলেন, ‘মডেল থানার অনুরোধে আমাদের সহযোগিতায় ফাহাদকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়েছে।’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ফাহাদ সরাসরি কোনো মামলার এজাহারভুক্ত আসামি না হলেও সন্দিগ্ধ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। বাবার মৃত্যুর বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনা করে শর্তসাপেক্ষে তাঁকে আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
ছেলেকে গ্রেপ্তার করেছে খবর শুনে বাবা আলী আকবর থানায় ছুটে যান। হাজতখানায় ছেলেকে দেখে মুহূর্তেই স্ট্রোক করেন তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে শর্তসাপেক্ষে আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটে গতকাল বুধবার (২ জুলাই) রাতে ফেনী সদর মডেল থানায়।
জানা যায়, গতকাল বিকেলে শহরের শর্শদী স্কুলের সামনে থেকে আলী হোসেন ফাহাদ (২০) নামের একজনকে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে মডেল থানায় হস্তান্তর করে। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন শর্শদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গ্রেপ্তারের খবর শুনে তাঁর বাবা আলী আকবর থানায় ছুটে যান।
থানার ভেতরে ছেলেকে আটক অবস্থায় দেখে মুহূর্তেই স্ট্রোক করেন তিনি। পরে তাঁকে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আলী আকবরের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
পরিবারের দাবি, ফাহাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তবুও তাঁকে অকারণে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ফেনী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা আজকের পত্রিকাকে বলেন, ‘মডেল থানার অনুরোধে আমাদের সহযোগিতায় ফাহাদকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়েছে।’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ফাহাদ সরাসরি কোনো মামলার এজাহারভুক্ত আসামি না হলেও সন্দিগ্ধ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। বাবার মৃত্যুর বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনা করে শর্তসাপেক্ষে তাঁকে আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় মোল্লাবাড়ি এলাকার মনিরুজ্জামান মোল্লা (২৫) সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সামিরা ইসলামকে রেখে যোগ দিয়েছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে। আন্দোলনে প্রাণ হারিয়েছেন। মনিরুজ্জামান বাবা হয়েছেন। ছেলে মুসআব ইবনে মনির এখন আধো আধো আর ভাঙা ভাঙা শব্দে বাবা ডাকতে পারে। তবে বাবাকে দেখ
২৭ মিনিট আগেরাজধানীর ডেমরার মাতুয়াইল ইউনিয়ন স্বাস্থ্যসেবা ও পরিবারকল্যাণ কেন্দ্রের মূল কার্যক্রম অস্থায়ীভাবে চলছে ভবনের বাইরে রাস্তার পাশে বিভিন্ন দোকানে। পূর্ব ডগাইর এলাকায় অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রটির অবকাঠামো দীর্ঘদিন ধরে জরাজীর্ণ এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এতে চিকিৎসাসেবা নিতে আসা নিম্ন আয়ের অসহায় মানুষে
২৭ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর কার্যালয়ে এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগেচর্যাপদের গানের পুনর্জাগরণের এক যুগপূর্তি উপলক্ষে শুরু হলো তিন দিনব্যাপী উৎসব। গতকাল বুধবার ভাবনগর ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি ফ্রান্সের লালনপন্থী সাধিকা ফকির দেবোরাহ জান্নাত।
৪ ঘণ্টা আগে