নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গ্যাস জালিয়াতি ও নিয়োগে দুর্নীতিতে অভিযুক্ত কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মাজেদকে তাঁর পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত মহাব্যবস্থাপক ফিরোজ খানকেও বদলি করা হয়।
আজ বুধবার (২৩ নভেম্বর) ফিরোজ খানকে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডে (সিরাজগঞ্জ) বদলির আদেশ দেওয়া হয়। এর আগে এম এ মাজেদকে সরিয়ে ব্যবস্থাপনা সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয় প্রকৌশলী রফিকুল ইসলামকে। পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন ও মহাব্যবস্থাপক রনজিত কুমার সরকারের সাক্ষর করা পৃথক এই আদেশ দেওয়া হয়েছে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন।
গত ১৫ নভেম্বর (মঙ্গলবার) পেট্রোবাংলার আদেশে বলা হয়েছে, রফিকুল ইসলামকে চলতি দায়িত্ব হিসেবে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব প্রদান করা হলো। ব্যবস্থাপনা পরিচালক পদে কোনো কর্মকর্তা, নিয়োগ, বদলি, পদোন্নতি পদায়ন করা হলে রফিকুল ইসলাম পূর্বের পদে ফিরে যাবেন। মূলত এমএ মাজেদকে ওএসডি করে পেট্রোবাংলায় আনা হয়েছে। ঘুষ, দুর্নীতি ও অনিয়মের কারণে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
জালিয়াতি করে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস-সংযোগ, নিয়োগে দুর্নীতি, পদোন্নতিতে অনিয়মসহ ১২টি খাতে দুর্নীতির তদন্ত প্রতিবেদন দাখিল করে পেট্রোবাংলার গঠিত তদন্ত কমিটি। তদন্তে ১২ কর্মকর্তার নাম উল্লেখ করে ৩১ পৃষ্ঠার প্রতিবেদন দেওয়া হয়েছিল।
চলতি বছরের মার্চে কেজিডিসিএলের বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে পেট্রোবাংলা থেকে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি জুনের শেষের দিকে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়। এই কমিটির আহ্বায়ক ছিলেন পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) আলী ইকবাল মো. নুরুল্লাহ, মহাব্যবস্থাপক (হিসাব) মো. নজরুল ইসলাম, মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) ডি এম জোবায়েদ হোসেনকে সদস্য ও মহাব্যবস্থাপক (সংস্থাপন) মো. আমজাদ হোসেনকে সদস্যসচিব করা হয়। ৩১ পাতার গোপনীয় এই প্রতিবেদন নিয়ে ‘তদন্তে ১২ কর্মকর্তার নাম’ শিরোনামে ২৩ জুলাই আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।
এর আগে তদন্ত কমিটি ১২টি খাতে অনিয়মের বিষয়ে তদন্ত করে। প্রতিবেদনে কেজিডিসিএলের প্রধান ব্যবস্থাপনা পরিচালক এম এ মাজেদের বিরুদ্ধেও অনিয়ম-জালিয়াতির নানা অভিযোগ আনা হয়।
মহাব্যবস্থাপক ফিরোজ খানও বাদ যাননি। দুর্নীতিতে জড়িয়েছেন বিপণন-উত্তরের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিউল আজম খান, ব্যবস্থাপক বাসুদেব বিশ্বাস, মো. হাবিবুল গণি, উপমহাব্যবস্থাপক এ জে এম ছালেহউদ্দিন সারওয়ার, বিপণন-দক্ষিণ ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী আমিনুর রহমানসহ এক ডজন কর্মকর্তা।

গ্যাস জালিয়াতি ও নিয়োগে দুর্নীতিতে অভিযুক্ত কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মাজেদকে তাঁর পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত মহাব্যবস্থাপক ফিরোজ খানকেও বদলি করা হয়।
আজ বুধবার (২৩ নভেম্বর) ফিরোজ খানকে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডে (সিরাজগঞ্জ) বদলির আদেশ দেওয়া হয়। এর আগে এম এ মাজেদকে সরিয়ে ব্যবস্থাপনা সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয় প্রকৌশলী রফিকুল ইসলামকে। পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন ও মহাব্যবস্থাপক রনজিত কুমার সরকারের সাক্ষর করা পৃথক এই আদেশ দেওয়া হয়েছে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন।
গত ১৫ নভেম্বর (মঙ্গলবার) পেট্রোবাংলার আদেশে বলা হয়েছে, রফিকুল ইসলামকে চলতি দায়িত্ব হিসেবে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব প্রদান করা হলো। ব্যবস্থাপনা পরিচালক পদে কোনো কর্মকর্তা, নিয়োগ, বদলি, পদোন্নতি পদায়ন করা হলে রফিকুল ইসলাম পূর্বের পদে ফিরে যাবেন। মূলত এমএ মাজেদকে ওএসডি করে পেট্রোবাংলায় আনা হয়েছে। ঘুষ, দুর্নীতি ও অনিয়মের কারণে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
জালিয়াতি করে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস-সংযোগ, নিয়োগে দুর্নীতি, পদোন্নতিতে অনিয়মসহ ১২টি খাতে দুর্নীতির তদন্ত প্রতিবেদন দাখিল করে পেট্রোবাংলার গঠিত তদন্ত কমিটি। তদন্তে ১২ কর্মকর্তার নাম উল্লেখ করে ৩১ পৃষ্ঠার প্রতিবেদন দেওয়া হয়েছিল।
চলতি বছরের মার্চে কেজিডিসিএলের বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে পেট্রোবাংলা থেকে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি জুনের শেষের দিকে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়। এই কমিটির আহ্বায়ক ছিলেন পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) আলী ইকবাল মো. নুরুল্লাহ, মহাব্যবস্থাপক (হিসাব) মো. নজরুল ইসলাম, মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) ডি এম জোবায়েদ হোসেনকে সদস্য ও মহাব্যবস্থাপক (সংস্থাপন) মো. আমজাদ হোসেনকে সদস্যসচিব করা হয়। ৩১ পাতার গোপনীয় এই প্রতিবেদন নিয়ে ‘তদন্তে ১২ কর্মকর্তার নাম’ শিরোনামে ২৩ জুলাই আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।
এর আগে তদন্ত কমিটি ১২টি খাতে অনিয়মের বিষয়ে তদন্ত করে। প্রতিবেদনে কেজিডিসিএলের প্রধান ব্যবস্থাপনা পরিচালক এম এ মাজেদের বিরুদ্ধেও অনিয়ম-জালিয়াতির নানা অভিযোগ আনা হয়।
মহাব্যবস্থাপক ফিরোজ খানও বাদ যাননি। দুর্নীতিতে জড়িয়েছেন বিপণন-উত্তরের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিউল আজম খান, ব্যবস্থাপক বাসুদেব বিশ্বাস, মো. হাবিবুল গণি, উপমহাব্যবস্থাপক এ জে এম ছালেহউদ্দিন সারওয়ার, বিপণন-দক্ষিণ ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী আমিনুর রহমানসহ এক ডজন কর্মকর্তা।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে