Ajker Patrika

চমেক হাসপাতালে অভিযান: ৩৮ দালাল আটক, জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২১ মার্চ ২০২৪, ১৫: ১৬
চমেক হাসপাতালে অভিযান: ৩৮ দালাল আটক, জেল-জরিমানা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ছদ্মবেশে বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে ৩৮ জন দালালকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেন।

গতকাল বুধবার সকালে হাসপাতালটিতে এই অভিযান চালানো হয়। এর আগে হাসপাতালে সবচেয়ে বেশি দালালের আনাগোনা করা ৩২ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম সাংবাদিকদের বলেন, দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য দিনে দিনে বেড়েই চলেছে। এ বিষয়ে র‍্যাবের কাছে সুনির্দিষ্ট কিছু অভিযোগ আসে। অভিযানের সময় উপস্থিত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৪ জনকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন। অবশিষ্ট ২৪ জনকে এক মাসের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

সাধ্যের মধ্যে দরকারি সব ওষুধ, পূর্ণতা পাচ্ছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত