ফেনী প্রতিনিধি

ছিনতাইয়ের প্রস্তুতির সময় ফেনীতে কিশোর গ্যাং প্রধান ফজলুল করিম নিলয়সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার ভোরে পৌরসভার পুরোনো পুলিশ কোয়ার্টার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–দাগনভূঞা উপজেলার নয়নপুর গ্রামের মো. ফজলুল করিম নিলয় (২৩), সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি গ্রামের মো. আশরাফুল হাসান সিহাব (২২), সদর উপজেলার বারাহীপুর এলাকার আকিব ইমতিয়াজ (২২), শহরের পুলিশ কোয়াটার এলাকার মো. সুজন (২০), দাগনভূঞা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল হান্নান অমিত (২৩) ও সদর উপজেলার কালিদহ ইউনিয়নের মোতালেব হোসেন (২২)।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার ১ নম্বর ও ২ নম্বর আসামির বিরুদ্ধে সদর থানায় একটি করে মামলা রয়েছে। বর্তমানে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, কতিপয় কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফেনী পৌরসভার পুরোনো পুলিশ কোয়ার্টার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি গ্রহণ করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল ওই এলকায় অভিযান পরিচালনা করে ডিকেবি নামক কিশোর গ্যাংয়ের প্রধানসহ ছয়জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে দুটি ধারালো স্টিলের ফোল্ডিং চাকু ও বেশ কিছু পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর স্কোয়াড্রন লিডার সাদেকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে কিশোর গ্যাং সদস্যরা জানায়, এই গ্রুপটি ফেনী রেলস্টেশন, শহরের রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাঁদাবাজি ও এলাকায় প্রভাব বিস্তার করাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এ ছাড়া বাসস্ট্যান্ড, বিভিন্ন গলি ও রোডে ছিনতাই, চাঁদাবাজি, নিজেদের মধ্যে মারামারি, অন্য সাধারণ কিশোরদের মারধর–প্রাণনাশের হুমকি, দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন এবং মাদক সেবন করত বলে জানা যায়।’

ছিনতাইয়ের প্রস্তুতির সময় ফেনীতে কিশোর গ্যাং প্রধান ফজলুল করিম নিলয়সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার ভোরে পৌরসভার পুরোনো পুলিশ কোয়ার্টার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–দাগনভূঞা উপজেলার নয়নপুর গ্রামের মো. ফজলুল করিম নিলয় (২৩), সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি গ্রামের মো. আশরাফুল হাসান সিহাব (২২), সদর উপজেলার বারাহীপুর এলাকার আকিব ইমতিয়াজ (২২), শহরের পুলিশ কোয়াটার এলাকার মো. সুজন (২০), দাগনভূঞা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল হান্নান অমিত (২৩) ও সদর উপজেলার কালিদহ ইউনিয়নের মোতালেব হোসেন (২২)।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার ১ নম্বর ও ২ নম্বর আসামির বিরুদ্ধে সদর থানায় একটি করে মামলা রয়েছে। বর্তমানে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, কতিপয় কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফেনী পৌরসভার পুরোনো পুলিশ কোয়ার্টার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি গ্রহণ করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল ওই এলকায় অভিযান পরিচালনা করে ডিকেবি নামক কিশোর গ্যাংয়ের প্রধানসহ ছয়জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে দুটি ধারালো স্টিলের ফোল্ডিং চাকু ও বেশ কিছু পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর স্কোয়াড্রন লিডার সাদেকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে কিশোর গ্যাং সদস্যরা জানায়, এই গ্রুপটি ফেনী রেলস্টেশন, শহরের রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাঁদাবাজি ও এলাকায় প্রভাব বিস্তার করাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এ ছাড়া বাসস্ট্যান্ড, বিভিন্ন গলি ও রোডে ছিনতাই, চাঁদাবাজি, নিজেদের মধ্যে মারামারি, অন্য সাধারণ কিশোরদের মারধর–প্রাণনাশের হুমকি, দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন এবং মাদক সেবন করত বলে জানা যায়।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে