কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি সেকশনে অনার্সের ভর্তি পরীক্ষা জলাবদ্ধ কক্ষেই দিয়েছেন অন্তত পাঁচ শতাধিক শিক্ষার্থী। গত তিন দিনের টানা বৃষ্টিতে তলিয়ে যায় ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রতিটি ভবনের নিচতলা।
শনিবার (৩১ মে) সকাল ১০টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় সেসব কক্ষেই পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের।
শিক্ষার্থীরা জানান, বৃষ্টির পানিতে পা ডুবিয়ে পরীক্ষা দেওয়া খুবই বিরক্তকর। পানিতে পা ভিজিয়ে পরীক্ষা দিতে গিয়ে মনোযোগ হারিয়েছে অনেক শিক্ষার্থীর।
মিয়াবাজার সরকারি কলেজ থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা জয়নাল আবেদীন বলেন, ‘কলেজের একটি ভবনের নিচতলায় পরীক্ষা দিয়েছি। বেশির ভাগ সময়ে পা পানিতেই ছিল। আর ওপরে তুললেই পা চুলকিয়ে বিরক্ত কর পরিস্থিতি তৈরি হয়েছে।’
কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী নাদিয়া ইসলাম বলেন, ‘যে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে এসেছিলাম, পরিবেশের কারণে সব গুলিয়ে গিয়েছে।’
জামাল উদ্দিন নামে এক অভিভাবক বলেন, ‘আমার মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে এসেছি চৌদ্দগ্রাম থেকে। এসে দেখি জলাবদ্ধ রুমের মধ্যে তার সিট পড়েছে। কিছুই করার নেই। পানিতে পা রেখেই এক ঘণ্টার মতো পরীক্ষা দিতে হয়েছে।’
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁইয়া বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার জলাবদ্ধতার এই সমস্যা বিগত ২০ বছরের। কলেজের পাশে বিসিক শিল্পনগরী এলাকা এবং অন্যান্য আবাসিক এলাকার পানি ক্যাম্পাসের ওপর দিয়ে প্রবাহিত হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং কুমিল্লা সিটি করপোরেশনকে উদ্যোগ নেওয়ার কথা জানানো হলেও তারা জলাবদ্ধতা নিরসনে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। যে কারণে বছরের পর বছর ভোগান্তির শিকার হতে হচ্ছে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের।
ক্ষোভ প্রকাশ করে অধ্যক্ষ আবুল বাশার ভূঁইয়া আরও বলেন, ‘এই কলেজের প্রিন্সিপাল আসে প্রিন্সিপাল যায়, কিন্তু সমস্যার সমাধান হয় না। আমিও এসে উদ্যোগ গ্রহণ করলাম। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অনেক শিক্ষার্থী শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয় আছেন, তাঁরা চাইলেও কলেজটির দিকে নজর দিতে পারেন।’

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি সেকশনে অনার্সের ভর্তি পরীক্ষা জলাবদ্ধ কক্ষেই দিয়েছেন অন্তত পাঁচ শতাধিক শিক্ষার্থী। গত তিন দিনের টানা বৃষ্টিতে তলিয়ে যায় ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রতিটি ভবনের নিচতলা।
শনিবার (৩১ মে) সকাল ১০টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় সেসব কক্ষেই পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের।
শিক্ষার্থীরা জানান, বৃষ্টির পানিতে পা ডুবিয়ে পরীক্ষা দেওয়া খুবই বিরক্তকর। পানিতে পা ভিজিয়ে পরীক্ষা দিতে গিয়ে মনোযোগ হারিয়েছে অনেক শিক্ষার্থীর।
মিয়াবাজার সরকারি কলেজ থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা জয়নাল আবেদীন বলেন, ‘কলেজের একটি ভবনের নিচতলায় পরীক্ষা দিয়েছি। বেশির ভাগ সময়ে পা পানিতেই ছিল। আর ওপরে তুললেই পা চুলকিয়ে বিরক্ত কর পরিস্থিতি তৈরি হয়েছে।’
কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী নাদিয়া ইসলাম বলেন, ‘যে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে এসেছিলাম, পরিবেশের কারণে সব গুলিয়ে গিয়েছে।’
জামাল উদ্দিন নামে এক অভিভাবক বলেন, ‘আমার মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে এসেছি চৌদ্দগ্রাম থেকে। এসে দেখি জলাবদ্ধ রুমের মধ্যে তার সিট পড়েছে। কিছুই করার নেই। পানিতে পা রেখেই এক ঘণ্টার মতো পরীক্ষা দিতে হয়েছে।’
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁইয়া বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার জলাবদ্ধতার এই সমস্যা বিগত ২০ বছরের। কলেজের পাশে বিসিক শিল্পনগরী এলাকা এবং অন্যান্য আবাসিক এলাকার পানি ক্যাম্পাসের ওপর দিয়ে প্রবাহিত হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং কুমিল্লা সিটি করপোরেশনকে উদ্যোগ নেওয়ার কথা জানানো হলেও তারা জলাবদ্ধতা নিরসনে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। যে কারণে বছরের পর বছর ভোগান্তির শিকার হতে হচ্ছে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের।
ক্ষোভ প্রকাশ করে অধ্যক্ষ আবুল বাশার ভূঁইয়া আরও বলেন, ‘এই কলেজের প্রিন্সিপাল আসে প্রিন্সিপাল যায়, কিন্তু সমস্যার সমাধান হয় না। আমিও এসে উদ্যোগ গ্রহণ করলাম। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অনেক শিক্ষার্থী শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয় আছেন, তাঁরা চাইলেও কলেজটির দিকে নজর দিতে পারেন।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে