Ajker Patrika

মেঘনায় কুড়িয়ে পাওয়া ১৩ লাখ টাকা ফেরত দিলেন অটোচালক কবির

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৭: ২২
মেঘনায় কুড়িয়ে পাওয়া ১৩ লাখ টাকা ফেরত দিলেন অটোচালক কবির

কুমিল্লার মেঘনা উপজেলায় এক অটোচালক কুড়িয়ে পাওয়া ১৩ লাখ টাকা ফেরত দিয়েছেন প্রকৃত মালিককে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদসংলগ্ন সড়ক থেকে টাকা কুড়িয়ে পাওয়ার পর স্থানীয়দের মাধ্যমে ফেরত দেন অটোচালক। 

টাকা ফেরত দেওয়া ওই অটোচালক ও টাকা হারানো মাংস ব্যবসায়ী দুজনের নামই মো. কবির হোসেন। মাংস ব্যবসায়ী কবির হোসেনের বাড়ি উপজেলার সোনার চর গ্রামে। 

গোশত ব্যবসায়ী মো. কবির হোসেন বলেন, ‘গরু কেনার জন্য ব্যাগভর্তি ১৩ লাখ টাকা মোটরসাইকেলের পেছনে নিয়ে বৈদ্যনাথপুর এলাকা থেকে মুক্তিনগর বাজারে যাচ্ছিলাম। পথিমধ্যে একটি অটোরিকশার সঙ্গে হালকা ধাক্কা লাগে। আমি তখন খেয়াল করিনি, কিন্তু বাজারে এসে ব্যাগ না পেয়ে মাথায় হাত। পরে ফেসবুকে প্রচার ও এলাকায় মাইকিং করি।’ 

এদিকে বৈদ্যনাথপুর এলাকার অটোচালক মো. কবির হোসেন টাকার ব্যাগ পেয়ে একই এলাকার উপজেলার বিআরটিসি মোড়ের রড, সিমেন্ট ব্যবসায়ী মো. বারেক হামজার কাছে জমা রাখেন। তিনিও টাকা পাওয়ার বিষয়টি মাইকিং করেন। পরে মাংস ব্যবসায়ী মো. কবির হোসেন বৈদ্যনাথপুর এলাকার বারেক, হেলাল উদ্দিনসহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের কাছে উপযুক্ত প্রমাণ দিয়ে টাকা বুঝে নেন। 

এ বিষয়ে গোশত ব্যবসায়ী মো. কবির হোসেন বলেন, ‘টাকা হারিয়ে আমি ভেঙে পড়েছিলাম। টাকা ফেরত না পেলে আমাকে নিঃস্ব হয়ে পথে বসতে হতো। কিন্তু দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে—এটা তার প্রমাণ। আমি অটোচালক কবিরের প্রতি চির কৃতজ্ঞ থাকব।’ 

অটোচালক মো. কবির হোসেনের সততার দৃষ্টান্ত দেখে সামাজিক যোগাযোগমাধ্যমসহ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত