নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ইসকনকে জঙ্গি সংগঠন বলার অভিযোগে আদালতে প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তীর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।
ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস বা সংক্ষেপে ইসকন, বাংলায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ, গৌড়ীয় বৈষ্ণব মতাদর্শের অনুসারী একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান।
আজ রোববার সকালে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ মো. হেলাল উদ্দিনের আদালতে মামলা করেন রুবেল ধর নামে ইসকনের এক অনুসারী।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রুবেল কুমার দেব আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আদালত দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি আমলে নিয়ে বিবাদীর বিরুদ্ধে সমন জারি করেছেন। ইসকনকে ‘জঙ্গি’ সংগঠন আখ্যা দিয়ে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয়েছে বিবাদীর বিরুদ্ধে।
জানা যায়, ‘বেআইনিভাবে’ প্রবর্তক সংঘের ভূমি আত্মসাৎ, মন্দিরের দানের অর্থ লোপাটসহ বিভিন্ন ‘অনৈতিক কর্মকাণ্ডে’র কারণে ইসকনের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় প্রবর্তক সংঘ। গত ২৬ জুন সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হল মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী। এর আগে গত বুধবার (১৪ জুলাই) রাতে প্রবর্তক সংঘের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মানহানির মামলা করে ইসকন। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন ইসকনের পক্ষে জুয়েল শীল। মামলায় প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী ও সহসভাপতি রণজিৎ কুমার দেসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

চট্টগ্রামে ইসকনকে জঙ্গি সংগঠন বলার অভিযোগে আদালতে প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তীর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।
ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস বা সংক্ষেপে ইসকন, বাংলায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ, গৌড়ীয় বৈষ্ণব মতাদর্শের অনুসারী একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান।
আজ রোববার সকালে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ মো. হেলাল উদ্দিনের আদালতে মামলা করেন রুবেল ধর নামে ইসকনের এক অনুসারী।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রুবেল কুমার দেব আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আদালত দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি আমলে নিয়ে বিবাদীর বিরুদ্ধে সমন জারি করেছেন। ইসকনকে ‘জঙ্গি’ সংগঠন আখ্যা দিয়ে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয়েছে বিবাদীর বিরুদ্ধে।
জানা যায়, ‘বেআইনিভাবে’ প্রবর্তক সংঘের ভূমি আত্মসাৎ, মন্দিরের দানের অর্থ লোপাটসহ বিভিন্ন ‘অনৈতিক কর্মকাণ্ডে’র কারণে ইসকনের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় প্রবর্তক সংঘ। গত ২৬ জুন সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হল মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী। এর আগে গত বুধবার (১৪ জুলাই) রাতে প্রবর্তক সংঘের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মানহানির মামলা করে ইসকন। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন ইসকনের পক্ষে জুয়েল শীল। মামলায় প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী ও সহসভাপতি রণজিৎ কুমার দেসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে