নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চোরাই গরু জব্দ করা নিয়ে চোরাকারবারিদের সঙ্গে বিজিবির গুলিবিনিময় ও হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন চারজন। তাঁদের মধ্যে তিনজন বিজিবি সদস্য ও একজন চোরাকারবারিদের মাঝি।
এ ঘটনায় সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা ও আহত করার অভিযোগে আজ সোমবার সকালে ২৫ জনের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করেছে বিজিবি। এর আগে গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে সদর ইউনিয়নের উত্তর ছালামীপাড়ার বামুরঘোনার রাস্তার মাথায় হামলা হয়।
১১ বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধ্যা ৭টা থেকে ঘটনাস্থলের আশপাশে অবস্থান নেন বিজিবি সদস্যরা। এ সময় একদল চোরাকারবারি ১৮টি বার্মিজ গরু একত্রিত করে বড়তারাখলা থেকে নিয়ে যাচ্ছিলেন। তখন বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করলে চোরাকারবারিদের মাঝি আক্তার কামালের নেতৃত্বে ১০-১২ জন হামলা করেন।
বিজিবির দাবি, আক্তার ও তাঁর সহযোগীরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান। এমনকি বিজিবির একটি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ঘটনার সময় ২-৩ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।
এই হামলায় বিজিবির তিন সদস্য আহত হন। তাঁরা হলেন ল্যান্স নায়েক মো. শফিকুল ইসলাম, মো. নজরুল ইসলাম ও সিপাহি মো. সোহাগ। তাঁরা নাইক্ষ্যংছড়ি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় ১৩টি গরু ছিনিয়ে নেয় চোরাকারবারির দল। বাকি পাঁচটি গরু জব্দ করে বিজিবি।
১১ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, বিজিবি রাষ্ট্রের স্বার্থে কাজ করছে। আর চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ল, অস্ত্র কেড়ে নিতে চেষ্টা করল, বিজিবি সদস্যকে আঘাত করল। এভাবে বেপরোয়া আচরণ আইনের চরম লঙ্ঘন।
যোগাযোগ করা হলে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশরুরুল হক জানান, বিজিবি বাদী হয়ে থানায় মামলা করেছে। মামলা নিয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চোরাই গরু জব্দ করা নিয়ে চোরাকারবারিদের সঙ্গে বিজিবির গুলিবিনিময় ও হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন চারজন। তাঁদের মধ্যে তিনজন বিজিবি সদস্য ও একজন চোরাকারবারিদের মাঝি।
এ ঘটনায় সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা ও আহত করার অভিযোগে আজ সোমবার সকালে ২৫ জনের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করেছে বিজিবি। এর আগে গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে সদর ইউনিয়নের উত্তর ছালামীপাড়ার বামুরঘোনার রাস্তার মাথায় হামলা হয়।
১১ বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধ্যা ৭টা থেকে ঘটনাস্থলের আশপাশে অবস্থান নেন বিজিবি সদস্যরা। এ সময় একদল চোরাকারবারি ১৮টি বার্মিজ গরু একত্রিত করে বড়তারাখলা থেকে নিয়ে যাচ্ছিলেন। তখন বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করলে চোরাকারবারিদের মাঝি আক্তার কামালের নেতৃত্বে ১০-১২ জন হামলা করেন।
বিজিবির দাবি, আক্তার ও তাঁর সহযোগীরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান। এমনকি বিজিবির একটি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ঘটনার সময় ২-৩ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।
এই হামলায় বিজিবির তিন সদস্য আহত হন। তাঁরা হলেন ল্যান্স নায়েক মো. শফিকুল ইসলাম, মো. নজরুল ইসলাম ও সিপাহি মো. সোহাগ। তাঁরা নাইক্ষ্যংছড়ি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় ১৩টি গরু ছিনিয়ে নেয় চোরাকারবারির দল। বাকি পাঁচটি গরু জব্দ করে বিজিবি।
১১ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, বিজিবি রাষ্ট্রের স্বার্থে কাজ করছে। আর চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ল, অস্ত্র কেড়ে নিতে চেষ্টা করল, বিজিবি সদস্যকে আঘাত করল। এভাবে বেপরোয়া আচরণ আইনের চরম লঙ্ঘন।
যোগাযোগ করা হলে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশরুরুল হক জানান, বিজিবি বাদী হয়ে থানায় মামলা করেছে। মামলা নিয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
১০ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
১৬ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
২২ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে