নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়া থানা-পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে সংঘাতের ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারসহ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংগঠন দুটির নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করছেন। বুধবার (২ জুলাই) বেলা তিনটার দিকে নগরের খুলশী এলাকায় অবস্থিত ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়।
পরে বেলা সাড়ে তিনটার দিকে ডিআইজি কার্যালয়ের সামনের জাকির হোসেন সড়কে অবরোধ শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতা-কর্মীরা। এতে নগরের গুরুত্বপূর্ণ এ সড়কের উভয় পাশে যান চলাচল থমকে যায়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অবরোধ চলছিল। ঘটনাস্থলে পুলিশ অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করছে।
অবরোধ চলাকালে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতা-কর্মীরা জাকির হোসেন সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম মহাসচিব সাজ্জাদ হোসাইন বলেন, “গতকাল মঙ্গলবার পটিয়ায় আমাদের ওপর জুলুম চালানো হয়েছে। আমরা জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানাচ্ছি। এ বিষয়ে আমরা সরাসরি ডিআইজির সঙ্গে কথা বলতে চাই। এখনো পর্যন্ত পটিয়ার ওসিকে প্রত্যাহার করা হয়নি।”
তথ্যমতে, মঙ্গলবার রাত সাড়ে ৯টা ও রাত ১২টার দিকে পটিয়া থানার পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। এতে প্রায় ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করছে উভয় পক্ষ।

চট্টগ্রামের পটিয়া থানা-পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে সংঘাতের ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারসহ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংগঠন দুটির নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করছেন। বুধবার (২ জুলাই) বেলা তিনটার দিকে নগরের খুলশী এলাকায় অবস্থিত ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়।
পরে বেলা সাড়ে তিনটার দিকে ডিআইজি কার্যালয়ের সামনের জাকির হোসেন সড়কে অবরোধ শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতা-কর্মীরা। এতে নগরের গুরুত্বপূর্ণ এ সড়কের উভয় পাশে যান চলাচল থমকে যায়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অবরোধ চলছিল। ঘটনাস্থলে পুলিশ অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করছে।
অবরোধ চলাকালে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতা-কর্মীরা জাকির হোসেন সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম মহাসচিব সাজ্জাদ হোসাইন বলেন, “গতকাল মঙ্গলবার পটিয়ায় আমাদের ওপর জুলুম চালানো হয়েছে। আমরা জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানাচ্ছি। এ বিষয়ে আমরা সরাসরি ডিআইজির সঙ্গে কথা বলতে চাই। এখনো পর্যন্ত পটিয়ার ওসিকে প্রত্যাহার করা হয়নি।”
তথ্যমতে, মঙ্গলবার রাত সাড়ে ৯টা ও রাত ১২টার দিকে পটিয়া থানার পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। এতে প্রায় ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করছে উভয় পক্ষ।

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
৩৩ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
৩৪ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে