হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

দীর্ঘদিন ঢাকাকেন্দ্রিক রাজনীতিতে সক্রিয় থাকলেও ঈদুল আজহার পর নিজ এলাকায় সরব উপস্থিতি দেখিয়েছেন সাবেক ছাত্রদল নেতা শাহনেওয়াজ। কোনো ধরনের প্রচার বা পূর্বপ্রস্তুতি ছাড়াই স্থানীয় বাজারগুলোতে তার পথসভাগুলো পরিণত হয়েছে জনসমাবেশে-যা তাকে হাতিয়ার রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনায় এনেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও সাবেক ছাত্রদল নেতা শাহনেওয়াজের বাড়ি হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে। বাবা মাওলানা আবদুল হাই ছিলেন দুবারের ইউপি চেয়ারম্যান। ২০০৩ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত শাহনেওয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারবিরোধী আন্দোলনেও তার সক্রিয় ভূমিকা ছিল।
তিনি জানান, দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় থাকলেও এবার মাঠপর্যায়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করেছেন। প্রতিদিন বিকেলে গ্রাম-গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন, মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। গত সপ্তাহে জাহাজমারা সেন্টার বাজার, সোনাদিয়া মাইজদী বাজার ও চরকিং ভৈরব বাজারে অনুষ্ঠিত তার পথসভাগুলোতে ছিল উপচে পড়া ভিড়।
সাথে থাকা সৈকত নামের একজন জানান, কোথাও পূর্বনির্ধারিত কোনো আয়োজন ছিল না। বাজারে শাহনেওয়াজের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকা থেকে মানুষ জড়ো হয়ে পথসভায় রূপ নেয়। পরে তিনি নিজেই উচ্চমঞ্চে উঠে বক্তব্য দেন।
শাহনেওয়াজ বলেন, “হাতিয়ার মানুষ দীর্ঘদিন অবহেলিত। আমি এই দ্বীপের সন্তান। তাই এখানকার প্রতিনিধিত্ব করতে চাই। রাজনীতিতে বহুদিনের অভিজ্ঞতা রয়েছে, এখন সময় এসেছে জনগণের পাশে দাঁড়ানোর। দলের মনোনয়ন পেতে চেষ্টা করব।”

তিনি জানান, উপজেলা পর্যায়ের কোনো গ্রুপিংয়ে জড়াতে চান না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে আরও তিনজন প্রার্থী মাঠে রয়েছেন—সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভির উদ্দিন রাজিব।

দীর্ঘদিন ঢাকাকেন্দ্রিক রাজনীতিতে সক্রিয় থাকলেও ঈদুল আজহার পর নিজ এলাকায় সরব উপস্থিতি দেখিয়েছেন সাবেক ছাত্রদল নেতা শাহনেওয়াজ। কোনো ধরনের প্রচার বা পূর্বপ্রস্তুতি ছাড়াই স্থানীয় বাজারগুলোতে তার পথসভাগুলো পরিণত হয়েছে জনসমাবেশে-যা তাকে হাতিয়ার রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনায় এনেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও সাবেক ছাত্রদল নেতা শাহনেওয়াজের বাড়ি হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে। বাবা মাওলানা আবদুল হাই ছিলেন দুবারের ইউপি চেয়ারম্যান। ২০০৩ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত শাহনেওয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারবিরোধী আন্দোলনেও তার সক্রিয় ভূমিকা ছিল।
তিনি জানান, দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় থাকলেও এবার মাঠপর্যায়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করেছেন। প্রতিদিন বিকেলে গ্রাম-গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন, মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। গত সপ্তাহে জাহাজমারা সেন্টার বাজার, সোনাদিয়া মাইজদী বাজার ও চরকিং ভৈরব বাজারে অনুষ্ঠিত তার পথসভাগুলোতে ছিল উপচে পড়া ভিড়।
সাথে থাকা সৈকত নামের একজন জানান, কোথাও পূর্বনির্ধারিত কোনো আয়োজন ছিল না। বাজারে শাহনেওয়াজের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকা থেকে মানুষ জড়ো হয়ে পথসভায় রূপ নেয়। পরে তিনি নিজেই উচ্চমঞ্চে উঠে বক্তব্য দেন।
শাহনেওয়াজ বলেন, “হাতিয়ার মানুষ দীর্ঘদিন অবহেলিত। আমি এই দ্বীপের সন্তান। তাই এখানকার প্রতিনিধিত্ব করতে চাই। রাজনীতিতে বহুদিনের অভিজ্ঞতা রয়েছে, এখন সময় এসেছে জনগণের পাশে দাঁড়ানোর। দলের মনোনয়ন পেতে চেষ্টা করব।”

তিনি জানান, উপজেলা পর্যায়ের কোনো গ্রুপিংয়ে জড়াতে চান না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে আরও তিনজন প্রার্থী মাঠে রয়েছেন—সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভির উদ্দিন রাজিব।

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
২ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের দেড় বছরের ব্যবধানে সম্পদ ২১ কোটি থেকে বেড়ে ৪১ কোটির ঘরে পৌঁছেছে। হোটেল ব্যবসা ও দোকানপাট ভাড়া দিয়ে এক বছর আগেও তিনি বার্ষিক করতেন ১ কোটি টাকার ওপরে।
৩ ঘণ্টা আগে