লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় শিক্ষকদের মারধরের চেষ্টা ও হেনস্তার অভিযোগ পাওয়া গেছে। দালালবাজার ডিগ্রি কলেজ ব্যবসায় শিক্ষা শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ সারোওয়ার শুভ ও তাঁর বাবা সদর (পশ্চিম) উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল আজিজের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
আজ সোমবার দুপুরে দালালবাজার ইউনিয়নের কামানখোলা অলিউল্যাহ মুসলিম পলিটেকনিক একাডেমিতে ঘটনাটি ঘটে। হেনস্তার শিকার হন প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ ভূঁইয়া ও সহকারী শিক্ষক সেলিম রেজা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান চলার সময় শুভ একটি পাইপ হাতে নিয়ে সেখানে গিয়ে শিক্ষক সেলিম রেজাকে মারধরের চেষ্টা করেন। তখন শিক্ষার্থীরা তাঁকে বাধা দেন।
শিক্ষকদের সূত্রে জানা গেছে, বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে শুভ হামলা করতে এসেছিলেন। একপর্যায়ে তিনি গালমন্দ করে চলে যান। পরে শুভর বাবা আজিজ এসে কক্ষে ঢুকে প্রধান শিক্ষক সৈয়দ আহমেদের ওপর ক্ষিপ্ত হন।
শিক্ষক সেলিম বলেন, ‘পাইপ হাতে শুভ অনুষ্ঠানস্থলে এসে আমাকে মারধরের চেষ্টা করে। শিক্ষার্থীদের বাধায় আমাকে মারতে পারেনি। তবে অশ্লীল ভাষায় গালাগাল করেছে।’
প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ বলেন, ‘শুভ আমাকেও মারার জন্য তেড়ে এসেছিল। মারতে না পেরে গালাগাল করে। তার বাবা আজিজ এসেও আমাকে মারধরের চেষ্টা করেছে।’
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাকসুদুর রহমান বলেন, ‘শুনেছি বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে শুভ শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করতে চেয়েছে। ঘটনাটি নিন্দনীয়।’
জানতে চাইলে শুভ অভিযোগের উত্তর না দিয়ে বলেন, ‘প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ আওয়ামী লীগের দোসর। তাকে বিদ্যালয়ে রাখা যাবে না।’ অন্যদিকে আজিজও প্রধান শিক্ষককে আওয়ামী লীগের দোসর দাবি করে জানান, তিনি বিগত দিনে স্কুলের আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছভাবে দেননি। সব লুটপাট করে খেয়েছেন। এখনো একই কাজ করে যাচ্ছেন।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। শিক্ষকেরা কোনো অভিযোগও দেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় শিক্ষকদের মারধরের চেষ্টা ও হেনস্তার অভিযোগ পাওয়া গেছে। দালালবাজার ডিগ্রি কলেজ ব্যবসায় শিক্ষা শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ সারোওয়ার শুভ ও তাঁর বাবা সদর (পশ্চিম) উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল আজিজের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
আজ সোমবার দুপুরে দালালবাজার ইউনিয়নের কামানখোলা অলিউল্যাহ মুসলিম পলিটেকনিক একাডেমিতে ঘটনাটি ঘটে। হেনস্তার শিকার হন প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ ভূঁইয়া ও সহকারী শিক্ষক সেলিম রেজা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান চলার সময় শুভ একটি পাইপ হাতে নিয়ে সেখানে গিয়ে শিক্ষক সেলিম রেজাকে মারধরের চেষ্টা করেন। তখন শিক্ষার্থীরা তাঁকে বাধা দেন।
শিক্ষকদের সূত্রে জানা গেছে, বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে শুভ হামলা করতে এসেছিলেন। একপর্যায়ে তিনি গালমন্দ করে চলে যান। পরে শুভর বাবা আজিজ এসে কক্ষে ঢুকে প্রধান শিক্ষক সৈয়দ আহমেদের ওপর ক্ষিপ্ত হন।
শিক্ষক সেলিম বলেন, ‘পাইপ হাতে শুভ অনুষ্ঠানস্থলে এসে আমাকে মারধরের চেষ্টা করে। শিক্ষার্থীদের বাধায় আমাকে মারতে পারেনি। তবে অশ্লীল ভাষায় গালাগাল করেছে।’
প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ বলেন, ‘শুভ আমাকেও মারার জন্য তেড়ে এসেছিল। মারতে না পেরে গালাগাল করে। তার বাবা আজিজ এসেও আমাকে মারধরের চেষ্টা করেছে।’
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাকসুদুর রহমান বলেন, ‘শুনেছি বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে শুভ শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করতে চেয়েছে। ঘটনাটি নিন্দনীয়।’
জানতে চাইলে শুভ অভিযোগের উত্তর না দিয়ে বলেন, ‘প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ আওয়ামী লীগের দোসর। তাকে বিদ্যালয়ে রাখা যাবে না।’ অন্যদিকে আজিজও প্রধান শিক্ষককে আওয়ামী লীগের দোসর দাবি করে জানান, তিনি বিগত দিনে স্কুলের আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছভাবে দেননি। সব লুটপাট করে খেয়েছেন। এখনো একই কাজ করে যাচ্ছেন।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। শিক্ষকেরা কোনো অভিযোগও দেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
৩ ঘণ্টা আগে