নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সরকারি কলেজে এক ছাত্রীকে পছন্দ করতেন দুই সহপাঠী। এ নিয়ে ওই দুজনের মধ্যে দেখা দেয় বিরোধের। আজ মঙ্গলবার সেই বিরোধ রূপ নিল সংঘাতে। আর দুই ছাত্রের হয়ে মারামারিতে জড়ায় কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা।
আজ বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর বেলা সোয়া ১টার দিকে ক্যাম্পাসে আবার দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
নগরীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার দুই পক্ষের মধ্যে মারামারির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে মারামারি হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারিনি। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘এক ছাত্রীকে দুই সহপাঠী পছন্দ করতেন। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গতকাল বিকেলে আমরা বসে দুজনের মধ্যে দ্বন্দ্ব মিটিয়েও দিয়েছিলাম। কিন্তু পরে তাঁদের মধ্যে আবারও কেন জানি ঝামেলা হলো।’
কলেজের শিক্ষার্থীর কাছ থেকে জানা গেছে, চট্টগ্রাম কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে পছন্দ করত একই কলেজের দ্বাদশ শ্রেণির দুজন ছাত্র। প্রেমের বিষয়টি জানাজানি হওয়ার পরে ওই দুই ছাত্র নিজের মধ্যে বিরোধে জড়ায়। এ নিয়ে উভয়ের মধ্যে কয়েকবার কথা-কাটাকাটিও হয়েছিল। এ ঘটনা নিয়ে আজ সকালে এসে দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে কলেজ ছাত্রলীগের দুই পক্ষ ওই দুই ছাত্রের হয়ে মারামারিতে অংশ নেয়। দুই দফা মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাস এলাকায়। পরে কলেজের জ্যেষ্ঠ নেতারা এসে দুপক্ষকে থামানোর চেষ্টা করেন।

চট্টগ্রাম সরকারি কলেজে এক ছাত্রীকে পছন্দ করতেন দুই সহপাঠী। এ নিয়ে ওই দুজনের মধ্যে দেখা দেয় বিরোধের। আজ মঙ্গলবার সেই বিরোধ রূপ নিল সংঘাতে। আর দুই ছাত্রের হয়ে মারামারিতে জড়ায় কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা।
আজ বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর বেলা সোয়া ১টার দিকে ক্যাম্পাসে আবার দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
নগরীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার দুই পক্ষের মধ্যে মারামারির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে মারামারি হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারিনি। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘এক ছাত্রীকে দুই সহপাঠী পছন্দ করতেন। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গতকাল বিকেলে আমরা বসে দুজনের মধ্যে দ্বন্দ্ব মিটিয়েও দিয়েছিলাম। কিন্তু পরে তাঁদের মধ্যে আবারও কেন জানি ঝামেলা হলো।’
কলেজের শিক্ষার্থীর কাছ থেকে জানা গেছে, চট্টগ্রাম কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে পছন্দ করত একই কলেজের দ্বাদশ শ্রেণির দুজন ছাত্র। প্রেমের বিষয়টি জানাজানি হওয়ার পরে ওই দুই ছাত্র নিজের মধ্যে বিরোধে জড়ায়। এ নিয়ে উভয়ের মধ্যে কয়েকবার কথা-কাটাকাটিও হয়েছিল। এ ঘটনা নিয়ে আজ সকালে এসে দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে কলেজ ছাত্রলীগের দুই পক্ষ ওই দুই ছাত্রের হয়ে মারামারিতে অংশ নেয়। দুই দফা মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাস এলাকায়। পরে কলেজের জ্যেষ্ঠ নেতারা এসে দুপক্ষকে থামানোর চেষ্টা করেন।

চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) জখম হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
বরিশাল নগরীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে নগরীর রূপাতলী উকিলবাড়ির সামনে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে এই ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
২৮ মিনিট আগে
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্যসচিব মাহদী হাসানের বিরুদ্ধে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
এক দিনের ব্যবধানে ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা কমে নওগাঁ মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় এই জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছর এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
২ ঘণ্টা আগে