নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সরকারি কলেজে এক ছাত্রীকে পছন্দ করতেন দুই সহপাঠী। এ নিয়ে ওই দুজনের মধ্যে দেখা দেয় বিরোধের। আজ মঙ্গলবার সেই বিরোধ রূপ নিল সংঘাতে। আর দুই ছাত্রের হয়ে মারামারিতে জড়ায় কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা।
আজ বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর বেলা সোয়া ১টার দিকে ক্যাম্পাসে আবার দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
নগরীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার দুই পক্ষের মধ্যে মারামারির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে মারামারি হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারিনি। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘এক ছাত্রীকে দুই সহপাঠী পছন্দ করতেন। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গতকাল বিকেলে আমরা বসে দুজনের মধ্যে দ্বন্দ্ব মিটিয়েও দিয়েছিলাম। কিন্তু পরে তাঁদের মধ্যে আবারও কেন জানি ঝামেলা হলো।’
কলেজের শিক্ষার্থীর কাছ থেকে জানা গেছে, চট্টগ্রাম কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে পছন্দ করত একই কলেজের দ্বাদশ শ্রেণির দুজন ছাত্র। প্রেমের বিষয়টি জানাজানি হওয়ার পরে ওই দুই ছাত্র নিজের মধ্যে বিরোধে জড়ায়। এ নিয়ে উভয়ের মধ্যে কয়েকবার কথা-কাটাকাটিও হয়েছিল। এ ঘটনা নিয়ে আজ সকালে এসে দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে কলেজ ছাত্রলীগের দুই পক্ষ ওই দুই ছাত্রের হয়ে মারামারিতে অংশ নেয়। দুই দফা মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাস এলাকায়। পরে কলেজের জ্যেষ্ঠ নেতারা এসে দুপক্ষকে থামানোর চেষ্টা করেন।

চট্টগ্রাম সরকারি কলেজে এক ছাত্রীকে পছন্দ করতেন দুই সহপাঠী। এ নিয়ে ওই দুজনের মধ্যে দেখা দেয় বিরোধের। আজ মঙ্গলবার সেই বিরোধ রূপ নিল সংঘাতে। আর দুই ছাত্রের হয়ে মারামারিতে জড়ায় কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা।
আজ বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর বেলা সোয়া ১টার দিকে ক্যাম্পাসে আবার দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
নগরীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার দুই পক্ষের মধ্যে মারামারির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে মারামারি হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারিনি। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘এক ছাত্রীকে দুই সহপাঠী পছন্দ করতেন। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গতকাল বিকেলে আমরা বসে দুজনের মধ্যে দ্বন্দ্ব মিটিয়েও দিয়েছিলাম। কিন্তু পরে তাঁদের মধ্যে আবারও কেন জানি ঝামেলা হলো।’
কলেজের শিক্ষার্থীর কাছ থেকে জানা গেছে, চট্টগ্রাম কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে পছন্দ করত একই কলেজের দ্বাদশ শ্রেণির দুজন ছাত্র। প্রেমের বিষয়টি জানাজানি হওয়ার পরে ওই দুই ছাত্র নিজের মধ্যে বিরোধে জড়ায়। এ নিয়ে উভয়ের মধ্যে কয়েকবার কথা-কাটাকাটিও হয়েছিল। এ ঘটনা নিয়ে আজ সকালে এসে দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে কলেজ ছাত্রলীগের দুই পক্ষ ওই দুই ছাত্রের হয়ে মারামারিতে অংশ নেয়। দুই দফা মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাস এলাকায়। পরে কলেজের জ্যেষ্ঠ নেতারা এসে দুপক্ষকে থামানোর চেষ্টা করেন।

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২৫ মিনিট আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে